Yuvraj Singh-Abhishek Sharma: রাতভর পার্টি, বান্ধবী...! যুবরাজের কড়া শাসনে শুধরে যান এই তারকা ক্রিকেটার

Yuvraj Singh Abhishek Sharma Friendship: যোগরাজ বলেছেন, যুবরাজ প্রথমবার অভিষেকের প্রতিভা লক্ষ্য করেন পাঞ্জাবে বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে এবং পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে তাঁর রেকর্ড চেয়েছিলেন।

Yuvraj Singh Abhishek Sharma Friendship: যোগরাজ বলেছেন, যুবরাজ প্রথমবার অভিষেকের প্রতিভা লক্ষ্য করেন পাঞ্জাবে বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে এবং পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে তাঁর রেকর্ড চেয়েছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Yuvraj mentor Abhishek: বিশৃঙ্খল জীবনযাপনের জন্য অভিষেক শর্মাকে বকাঝকা করতেন যুবরাজ সিং

Yuvraj mentor Abhishek: বিশৃঙ্খল জীবনযাপনের জন্য অভিষেক শর্মাকে বকাঝকা করতেন যুবরাজ সিং

Yuvraj Singh trained Abhishek Sharma: অভিষেক শর্মা এবং যুবরাজ সিংয়ের বন্ধুত্ব কারও কাছেই অজানা নয়। সানরাইজার্স হায়দরাবাদের তারকা ব্যাটার অভিষেক শর্মা এখন ভারতীয় T20 দলের স্থায়ী সদস্য হয়ে উঠেছেন। বাঁহাতি এই তরুণ ওপেনার তাঁর সাফল্যের জন্য প্রায়শই কিংবদন্তি যুবরাজ সিংকে কৃতিত্ব দেন। ২০১১ সালের ওয়ার্ল্ড কাপের প্লেয়ার অফ দ্য ম্যাচ যুবরাজ সিংও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই অভিষেকের প্রশংসা করে থাকেন। তবে, আপনি কি জানেন যে দুই বাঁহাতি স্পিন অলরাউন্ডারের সাক্ষাৎ কীভাবে হয়েছিল? যুবরাজ সিংয়ের বাবা এবং প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং একটি নিউজ চ্যানেলে বিশেষ এক সাক্ষাৎকারে এই বিষয়টি শেয়ার করেছিলেন।

Advertisment

যোগরাজ বলেছেন, যুবরাজ প্রথমবার অভিষেকের প্রতিভা লক্ষ্য করেন পাঞ্জাবে বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে এবং পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে তাঁর রেকর্ড চেয়েছিলেন। যুবরাজ অবাক হন যখন পিসিএ তাঁকে শুধুমাত্র একজন বোলার হিসেবে পরিচয় দিয়েছিল।

আরও পড়ুন ভয়ঙ্কর দুঃসংবাদে ছারখার কিংবদন্তি ক্রিকেটারের জীবন, নেশায় ডুবে শেষ উজ্জ্বল কেরিয়ার

শুভমান গিলকেও যুবরাজ একইভাবে তৈরি করেছেন 

Advertisment

যোগরাজ আরও বলেছিলেন, যুবরাজ একইভাবে শুভমান গিলকে ট্রেন করেছিলেন। শুভমান গিল এবং অভিষেক শর্মা দুজনেই ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। যোগরাজ বলেন, "শুভমান গিলের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছিল।" তাঁর মতে, অভিষেক শর্মার মতো প্রতিভা যুবরাজের ডিরেকশন ছাড়া হারিয়ে যেত। "যখন একটি হীরে আরেকটি হীরের হাতে আসে, তখন সেটি কোহিনূর হয়ে ওঠে। অভিষেক শর্মার ক্ষেত্রেও তা-ই হয়েছে। ভুল হাতে গেলে সেই হীরে চূর্ণবিচূর্ণ হয়ে যেত। ভারতে অনেক প্রতিভা এভাবেই হারিয়ে যায়।"

আরও পড়ুন সন্ত্রাসের ছায়া ভারত-পাকিস্তান ম্যাচেও, বাতিল হয় সিরিজ, আতঙ্ক নিয়ে দেশে ফেরে টিম ইন্ডিয়া

যুবরাজের কঠোর প্রশিক্ষণ ও অভ্যাসের নিয়ম

যোগরাজ সিং জানিয়েছেন, "রাতভর পার্টি... বান্ধবী। যুবরাজ একবার বলেছিলেন, ‘এইসব বন্ধ করো।’ অভিষেক যুবরাজের তত্ত্বাবধানে চলে আসে, কারণ তাঁর বাবা তাঁকে ঠিকমতো সামলাতে পারছিলেন না। যুবি চিৎকার করতেন, ‘তুমি কোথায়?’ রাত ৯টা বাজে, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি বুঝতে পারছো কি না জানি না, কিন্তু আমি আসছি।’ এরপর যুবরাজ তাঁর বাবাকে বলেছিলেন, অভিষেককে সকাল ৫টায় জাগাতে।"

Yuvraj Singh Abhishek Sharma Yograj Singh IPL 2025