Pahalgam Attack: সন্ত্রাসের ছায়া ভারত-পাকিস্তান ম্যাচেও, বাতিল হয় সিরিজ, আতঙ্ক নিয়ে দেশে ফেরে টিম ইন্ডিয়া

India Pakistan ODI 1984: সন্ত্রাসী হামলার ছায়া পড়েছিল ক্রিকেটের মাঠেও। এমনই এক ঘটনায় স্তব্ধ হয়েছিল ভারত-পাকিস্তানের ওয়ান ডে ম্যাচ। মুহূর্তে বদলে গিয়েছিল সবকিছু। 

India Pakistan ODI 1984: সন্ত্রাসী হামলার ছায়া পড়েছিল ক্রিকেটের মাঠেও। এমনই এক ঘটনায় স্তব্ধ হয়েছিল ভারত-পাকিস্তানের ওয়ান ডে ম্যাচ। মুহূর্তে বদলে গিয়েছিল সবকিছু। 

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan cancelled match: সন্ত্রাসী হামলার ছায়া পড়েছিল ভারত-পাকিস্তান ম্যাচেও

India vs Pakistan cancelled match: সন্ত্রাসী হামলার ছায়া পড়েছিল ভারত-পাকিস্তান ম্যাচেও

Cricket tour cancelled due to PM death: নারকীয় সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। জঙ্গি হানায় পর্যটকদের মৃত্যুতে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে ভারতের মিনি সুইজারল্যান্ড পহেলগাঁও। যা নিয়ে ভারত তথা গোটা বিশ্ব শোকস্তব্ধ। রাগে ফুঁসছে দেশবাসী। সন্ত্রাসী হামলার ছায়া পড়েছিল ক্রিকেটের মাঠেও। এমনই এক ঘটনায় স্তব্ধ হয়েছিল ভারত-পাকিস্তানের ওয়ান ডে ম্যাচ। মুহূর্তে বদলে গিয়েছিল সবকিছু। 

Advertisment

দিলীপ বেঙ্গসরকর ৯৪ রানে ব্যাট করছিলেন। পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম ওডিআই সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে। এমন সময় একটি বার্তা আসে, এবং হঠাৎ করে খেলা থামিয়ে দেওয়া হয়। সব খেলোয়াড় মাঠ ছেড়ে বাইরে চলে আসেন। বাইরের পরিবেশে তখন তীব্র অস্থিরতা, সবার মুখে আতঙ্ক আর উদ্বেগের ছাপ। দ্রুত একটি প্লেনের ব্যবস্থা করা হয় এবং গোটা ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান থেকে সরাসরি দিল্লির উদ্দেশে রওনা দেয়। এই ঘটনাটি ঘটেছিল ১৯৮৪ সালের ৩১ অক্টোবর, যেদিন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সন্ত্রাসবাদীরা গুলি করে হত্যা করে। পাকিস্তান সফরে থাকা ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সুনীল গাভাসকর। এটিই ছিল তাঁর শেষ পাকিস্তান সফর।

আরও পড়ুন বারবার হিন্দুরাই টার্গেট! পহেলগাঁওয়ের বিচার চেয়ে গর্জে উঠলেন পাকিস্তানের হিন্দু ক্রিকেটার

শেষ পর্যন্ত সম্পূর্ণ হয়নি সিরিজ

Advertisment

১৯৮৪ সালে ভারতীয় দল যখন পাকিস্তান সফরে যায়, তখন ভক্তদের মনে ছিল দারুণ প্রত্যাশা। কারণ, এক বছর আগেই ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। একদিকে সিরিজের শুরুটা খারাপ হয় ভারতের জন্য, আর অন্যদিকে পুরো সিরিজই শেষ পর্যন্ত সম্পূর্ণ হতে পারেনি। ভারত ওডিআই সিরিজ ০-১ ব্যবধানে হেরে যায়। টেস্ট সিরিজ ০-০ ফলাফলে শেষ হয়। ওডিআই সিরিজের বাকি দুটি ম্যাচ এবং টেস্ট সিরিজের শেষ ম্যাচ বাতিল করে দেওয়া হয়।

এবং তখন এল সেই অভিশপ্ত খবর...

সফরের শুরুতে ভারত ও পাকিস্তানের মধ্যে ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় ১২ অক্টোবর। পাকিস্তান এই ম্যাচটি ৪৬ রানে জেতে। এরপর দুটি টেস্ট ম্যাচ হয়, যেগুলো ড্র হয়। তারপর আসে ৩১ অক্টোবর, যেদিন অনুষ্ঠিত হচ্ছিল সিরিজের দ্বিতীয় ওডিআই। ভারতীয় দল ভাল শুরু করেছিল এবং এক সময় স্কোর ছিল ৩ উইকেটে ২১০ রান। দিলীপ বেঙ্গসরকর ১০২ বলে অপরাজিত ছিলেন এবং রবি শাস্ত্রী ৬ রান করে ব্যাট করছিলেন। ঠিক তখনই আসে সেই অভিশপ্ত খবর—ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

আরও পড়ুন পহেলগাঁও হত্যাকাণ্ডের বিরুদ্ধে ধিক্কার, বদলে গেল আইপিএল ম্য়াচের ৩ নিয়ম

দ্রুত টিম ফিরিয়ে আনে ভারত

ভারতে সন্ত্রাসী হামলার পিছনে পাকিস্তানের ভূমিকা দীর্ঘদিন ধরেই উঠে এসেছে। আট-নয়ের দশকে পাঞ্জাবে ছড়িয়ে পড়া সন্ত্রাস হোক কিংবা বর্তমানে কাশ্মীরে ঘটে চলা জঙ্গি হামলা—পাকিস্তান এইসব সন্ত্রাসবাদীদের অর্থ থেকে শুরু করে প্রশিক্ষণ পর্যন্ত সবরকম সহায়তা করে থাকে। নিঃসন্দেহে ১৯৮৪ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর, শিয়ালকোটে অবস্থানরত ভারতীয় ক্রিকেট দলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। সেই কারণেই ভারত সরকার কোনও ঝুঁকি না নিয়ে ভারতীয় টিমকে তৎক্ষণাৎ পাকিস্তান থেকে ফিরিয়ে নিয়ে আসে।

pahalgam terror attack Pahalgam india pakistan Indira Gandhi