/indian-express-bangla/media/media_files/2025/06/01/FIebJVKf0I0ECXhdvDpv.jpg)
পঞ্জাব কিংসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্য়াচ খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স
IPL 2025: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আপাতত দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। শুক্রবার তারা এলিমিনেটর ম্য়াচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ২০ রানে জয়লাভ করে। এবার তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্য়াচ খেলতে নামবে। সামনে দুর্ধর্ষ ফর্মে থাকা পঞ্জাব কিংস (Punjab Kings)। তবে এলিমিনেটর ম্য়াচ চলাকালীন এমন একটি দৃশ্যের সাক্ষী হয়েছিলেন মুম্বই সমর্থকরা, যা তাঁদের টেনশন অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। শোনা যাচ্ছিল, দলের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নাকি চোট পেয়েছেন। এবার সূর্যের সেই চোট নিয়েই বড়সড় আপডেট দিলেন মুম্বই ইন্ডিয়ান্স দলের হেড কোচ মাহেলা জয়বর্ধনে।
IPL 2025 Final: বদলে যেতে পারে ফাইনালের তারিখ? কারণটা শুনলে অবাক হবেন
ম্য়াচের পর সাংবাদিক বৈঠকে এসে জয়বর্ধনে স্পষ্টভাবে জানিয়ে দেন যে সূর্যকুমার যাদব একেবারে ফিট। তাঁকে নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। সঙ্গে তিনি এও যোগ করেছেন, সূর্যকুমারের ব্যাপারে দলের ফিজিও এখনও পর্যন্ত কিছুই জানায়নি। মাহেলার কথায়, পঞ্জাব কিংসের বিরুদ্ধে সূর্যকুমার যাদবও অবশ্যই খেলতে চাইবেন। আর সেটা এক পায়ে খেলতে হলেও রাজি হয়ে যাবে।
ছোটখাট চোট নিয়ে চিন্তা করার কারণ নেই - জয়বর্ধনে
মাহেলা জয়বর্ধনে আরও বললেন, 'এই সূচিটা আমাদের জন্য যে কতটা চাপের, সেটা খুব ভাল করেই জানি। কিন্তু, আমি মনে করি যে দলের প্রত্যেকেই আপাতত ফিট রয়েছেন। ছোটখাট চোট নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। ফিজিওর থেকে এই ব্যাপারে আমি এখনও পর্যন্ত কিছুই শুনিনি। আমি বিশ্বাস করি যে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ও খেলতে পারবে।'
IPL 2025: দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে চরম টেনশনে হার্দিক, জেনে নিন গোটা ঘটনাটি
দুর্দান্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার
টি-২০ স্পেশালিস্ট সূর্যকুমার চলতি আইপিএল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনি সর্বাধিক রান করেছেন। এই মরশুমে তিনি ১৫ ম্য়াচ খেলেছেন। এরমধ্যে ৬৭.৩০ ব্যাটিং গড়ে মোট ৬৭৩ রান করেছেন। টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। শীর্ষস্থানে রয়েছেন সাই সুদর্শন (৭৫৯ রান)। যদি রবিবাসরীয় ম্য়াচে সূর্যকুমার ৮৭ রান করতে পারেন, তাহলে এই তালিকায় শীর্ষস্থানে উঠে আসার সূযোগ তাঁর সামনে রয়েছে। আর যদি মুম্বই ইন্ডিয়ান্স ফাইনালে উঠতে পারে, তাহলে সূর্যের হাতে ২ ম্য়াচ থাকবে। এই জোড়া ম্য়াচে তিনি তিনি ৮৭ রান করতে পারেন, তাহলে কমলা টুপি তাঁরই মাথায় উঠবে।