Vaibhav coach Brajesh Jha: কী দেখে বুঝেছিলেন বৈভব সেরার সেরা হবে? ফাঁস করলেন প্রথম কোচ

Vaibhav Suryavanshi IPL century: রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে, বৈভব সওয়াই মানসিং স্টেডিয়ামে গুজরাটের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছে। তাঁর ব্যাটিং স্টাইল, বিশেষত প্রথম বলেই ছক্কা হাঁকানো, দর্শকদের হৃদয়ে গেঁথে গেছে।

Vaibhav Suryavanshi IPL century: রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে, বৈভব সওয়াই মানসিং স্টেডিয়ামে গুজরাটের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছে। তাঁর ব্যাটিং স্টাইল, বিশেষত প্রথম বলেই ছক্কা হাঁকানো, দর্শকদের হৃদয়ে গেঁথে গেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Brajesh Jha on Vaibhav Century: মাত্র ৬ বছর বয়সে বৈভব কোচ ব্রজেশ ঝায়ের কাছে সমস্তিপুরের প্যাটেল ময়দানে অনুশীলন শুরু করে

Brajesh Jha on Vaibhav Century: মাত্র ৬ বছর বয়সে বৈভব কোচ ব্রজেশ ঝায়ের কাছে সমস্তিপুরের প্যাটেল ময়দানে অনুশীলন শুরু করে

Vaibhav Suryavanshi cricket journey: ১৪ বছরের বৈভব সূর্যবংশী, বিহারের সমস্তিপুর জেলার তাজপুর গ্রামের ছেলে, IPL 2025-এর মঞ্চে এমন এক ইতিহাস সৃষ্টি করেছে যা সমগ্র দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের গর্বিত করেছে। রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে, বৈভব সওয়াই মানসিং স্টেডিয়ামে গুজরাটের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছে। তাঁর ব্যাটিং স্টাইল, বিশেষত প্রথম বলেই ছক্কা হাঁকানো, দর্শকদের হৃদয়ে গেঁথে গেছে। তাঁর এই সাফল্য শুধুমাত্র তাঁকে উজ্জ্বল ক্রিকেট তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেনি, বরং তাঁর গ্রামের নামকেও বিশেষ পরিচিতি এনে দিয়েছে। এখন গ্রাম থেকে শহর পর্যন্ত সবাই তাঁর প্রশংসায় পঞ্চমুখ।

Advertisment

বৈভবের শুরু এবং কোচের ভূমিকা (Bihar cricketer Vaibhav Suryavanshi) 

মাত্র ৬ বছর বয়সে বৈভব সমস্তিপুরের প্যাটেল ময়দানে অনুশীলন শুরু করে। তার প্রথম কোচ ব্রজেশ ঝা স্মৃতিচারণ করে বলেন, "ও ছোটবেলা থেকেই আলাদা ছিল। যখন ৫-৬ বছরের ছিল, তখনই আমার কাছে এসে প্র্যাকটিস শুরু করে। তার নিষ্ঠা ও পরিশ্রম দেখেই বোঝা গিয়েছিল, সে ভবিষ্যতে বড় কিছু করবে।" কোচ আরও জানান, বৈভব অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৬ পর্যায়েও বেশ কিছু রেকর্ড গড়েছে এবং এক সিজনে ৪০টি শতরান করার অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে।

আরও পড়ুন বৈভবের সাফল্যে হিংসায় জ্বলছেন শুভমান! গুজরাট ক্যাপ্টেনকে তেড়ে আক্রমণ জাডেজার

Advertisment

"সেঞ্চুরি করা তাঁর অভ্যাস!" (Vaibhav Suryavanshi 101 runs) 

একটি হিন্দি চ্যানেলে বিশেষ আলাপচারিতায় কোচ ব্রিজেশ ঝা বলেন, "বৈভবের জন্য শতরান করা কোনও নতুন ব্যাপার নয়, এখন অভ্যাসে পরিণত করে ফেলেছে। কঠোর পরিশ্রমের মাধ্যমেই সে এই পর্যায়ে পৌঁছেছে। রাজস্থান রয়্যালসের সঙ্গে ৪ মাসের কঠোর অনুশীলন তাকে আরও পরিণত করেছে। এখন সে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে খেলতে খেলতে নতুন নতুন শিখছে এবং নিজেকে আরও উন্নত করছে।"

প্রথম বলেই ছক্কা— তখনই বোঝা গিয়েছিল কিছু বড় ঘটতে চলেছে (Vaibhav Suryavanshi batting style)

কোচ আরও বলেন, "IPL-এ তার প্রথম শটই ছক্কা ছিল। তখনই মনে হয়েছিল, ছেলেটি পুরো প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে। তার ব্যাটিং দেখে সহজেই বোঝা যায়, এটি শুধু প্রতিভার ফল নয়, বরং বছরের পর বছর কঠোর পরিশ্রমের ফল।"

আরও পড়ুন বয়স ভাঁড়িয়েছেন বৈভব? ১৪ না ১৫ বছর তর্কের মধ্যেই Viral Video ঘিরে জোর শোরগোল

টিভির পর্দা থেকে চোখ সরেনি (Vaibhav Suryavanshi rise to fame)

যখন কোচকে জিজ্ঞাসা করা হয়েছিল, বৈভব যখন খেলছিল তখন তিনি টিভির সামনে ছিলেন কি না, তিনি হাসতে হাসতে বলেন, "এটা তো স্বাভাবিক! আমি তার প্রথম গুরু, তার প্রতিটি বলেই আমার নজর ছিল। শুধু আমরাই নয়, সমগ্র দেশ তার ব্যাটিং দেখছিল।" কোচ আরও বলেন, "একই ইনিংসে বৈভব শুধুমাত্র IPL-এ সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ন হওয়ার রেকর্ড করেনি, বরং সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার গৌরবও অর্জন করেছে।"

আরও পড়ুন বৈভবের শতরানে খুশি নন স্য়ামসন? জানালেন না অভিবাদনও, ভাইরাল ভিডিও

বৈভবের এই অভাবনীয় সাফল্য ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায় যুক্ত করেছে!

IPL 2025 Vaibhav Suryavanshi