Sanju Samson: বৈভবের শতরানে খুশি নন স্য়ামসন? জানালেন না অভিবাদনও, ভাইরাল ভিডিও

Vaibhav Suryavanshi: মাত্র ১৪ বছর বয়সেই কাঁপিয়ে দিয়েছেন গোটা ক্রিকেটবিশ্ব। নাম বৈভব সূর্যবংশী। ৩৫ বলে শতরান করে গোটা ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।

Vaibhav Suryavanshi: মাত্র ১৪ বছর বয়সেই কাঁপিয়ে দিয়েছেন গোটা ক্রিকেটবিশ্ব। নাম বৈভব সূর্যবংশী। ৩৫ বলে শতরান করে গোটা ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Vaibhav Suryavanshi ans Sanju Samson

বৈভব সূর্যবংশী এবং সঞ্জু স্য়ামসন

Vaibhav Suryavanshi Century: সোমবার আইপিএল টুর্নামেন্টে (IPL 2025) এক ঐতিহাসিক ইনিংস উপহার দিয়েছেন বিহারের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। মাত্র ৩৫ বলে আইপিএল কেরিয়ারের প্রথম শতরান (Vaibhav Suryavanshi Century) করেন তিনি। পাশাপাশি ভেঙে দেন একাধিক রেকর্ডও। আইপিএল টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম শতরান করেন তিনি। দুঃখের বিষয় এটাই যে মাত্র ৫ বলের তফাতে ভাঙতে পারেননি ক্রিস গেইলের রেকর্ড।

Advertisment

যাইহোক ৩৮ বলে ১০১ রান করার পর প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হয়ে যান বৈভব। সেইসময় গোটা স্টেডিয়ামে দাঁড়িয়ে তাঁকে কুর্নিশ জানায়। এমনকী, গুজরাট টাইটান্সের ক্রিকেটাররা পর্যন্ত এগিয়ে এসে বৈভবের সঙ্গে করমর্দন করেন এবং অভিনন্দন জানিয়ে যান। এতকিছুর মধ্যে একজনই নিরুত্তাপ ছিলেন। করতালি দেওয়া তো দুরে থাক, সামান্য উঠে দাঁড়িয়েও বৈভবকে অভিবাদন জানালেন না। তিনি আর কেউ নন, রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক সঞ্জু স্য়ামসন।

Rahul Dravid: বৈভবের শতরানে দিশেহারা, হুইলচেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন রাহুল! ভাইরাল ভিডিও

দেখে নিন সেই ভাইরাল ভিডিও:

Advertisment

২০২৫ আইপিএল টুর্নামেন্টে সঞ্জু একেবারেই ফর্মে ছিলেন না। প্রত্যেক ম্য়াচে ব্যাট হাতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। এমনকী, তাঁর অধিনায়কত্ব নিয়েও উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। ইতিমধ্যে, চোটের কারণে প্রথম একাদশ থেকে বেরিয়ে যান স্যামসন। আর সেই জায়গাতেই খেলতে নেমেছেন ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী (vaibhav suryavanshi age)। সূত্রের খবর, খারাপ ফর্মের কারণে রাহুল দ্রাবিড়ের সঙ্গে নাকি ঝামেলা হয়েছে। আর সেকারণেই চোটের অজুহাতে একের পর এক ম্য়াচ তিনি বাইরে বসে রয়েছেন। 

Vaibhav Suryavanshi Father: ছেলের স্বপ্নপূরণই লক্ষ্য, বিক্রি করেছিলেন সম্পত্তিও! কী করেন বৈভবের বাবা?

যদিও এই ধারণা যে একেবারে ভিত্তিহীন, তা বলা যেতেই পারে। কারণ ম্য়াচের পর স্টার স্পোর্টসের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে স্যামসন কিন্তু বৈভবের ভূয়সী প্রশংসা করেন।

যাইহোক, বৈভব নিজের যোগ্যতা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তিনি আইপিএল ডেবিউ করেন। আর প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। আর গত সোমবার (২৮ এপ্রিল) গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শতরান করে তো ক্রিকেট বিশ্বের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে অনেকেই আশঙ্কা করছেন, রাজস্থান রয়্যালস দলে সঞ্জু স্যামসনের জায়গা কার্যত কেড়ে নিলেন। নেট নাগরিকদের একাংশের মন্তব্য, সেকারণেই নাকি বৈভবের সাফল্যে উচ্ছ্বসিত হতে পারেননি স্যামসন। যদিও গোটা বিষয়টাই সমর্থকদের অনুমানের উপর দাঁড়িয়ে রয়েছে।

IPL 2025 Rajasthan Royals Vaibhav Suryavanshi Sanju Samson