Vaibhav Suryavanshi Viral Video: হোক না বিপক্ষ দলের কোচ, পণ্ডিতের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিলেন বৈভব! Viral Video

Vaibhav Suryavanshi: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামার আগে বৈভব সূর্যবংশীর একটি ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেখানে বৈভব KKR কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন।

Vaibhav Suryavanshi: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামার আগে বৈভব সূর্যবংশীর একটি ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেখানে বৈভব KKR কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন।

author-image
Koushik Biswas
New Update
Vaibhav Suryavanshi takes blessings from Chadrakant Pandit

চন্দ্রকান্ত পণ্ডিতের থেকে আশীর্বাদ গ্রহণ করছেন বৈভব সূর্যবংশী

Vaibhav Suryavanshi: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে উত্তেজনা আপাতত আকাশছোঁয়া। রবিবার (৪ মে) কলকাতার ইডেন গার্ডেন্সে খেলতে নামছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই ম্য়াচটা কলকাতাকে জিততেই হবে। হারলেই ছিটকে যাবে প্লে-অফের (IPL 2025 Playoff Scenario) দৌড় থেকে। এই ম্য়াচে খেলতে নামার আগে শনিবার দুটো দলই ক্রিকেটের নন্দনকাননে অনুশীলন করছিলেন। সেইসময় রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর একটি আচরণ নেটপাড়ায় প্রশংসার ঝড় তুলেছে। কী হয়েছিল ঘটনাটি? আসুন, সবিস্তারে জেনে নেওয়া যাক।

Advertisment

Venkatesh Iyer KKR: টানা ব্যর্থতার পরও কেন 'জামাই আদর' ভেঙ্কটেশকে? ফাঁস হল আসল কারণ

মহাভারতের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। কুরুক্ষেত্র যুদ্ধে নামার আগে অর্জুন তাঁর শিক্ষাগুরু দ্রোণাচার্যের আশীর্বাদ গ্রহণ করেছিলেন। যদিও সেই দ্রোণাচার্য প্রতিপক্ষ শিবিরে ছিলেন। শনিবাসরীয় বিকেলবেলা তেমনই একটি দৃশ্যের সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব। অনুশীলন চলাকালীন রাজস্থান রয়্যালসের তরুণ উদীয়মান ব্য়াটার বৈভব সূর্যবংশী বেড়াজাল টপকে কেকেআর শিবিরে চলে আসেন। এরপর নাইট ব্রিগেডের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের (Chandrakant Pandit) পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তিনি। মুহূর্তের মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জবাবে চন্দ্রকান্ত পণ্ডিতও দু'হাত ভরে আশীর্বাদ করেন বৈভবকে।

Advertisment

KKR vs RR Rain Updates: যদি বৃষ্টিতে ভেস্তে যায় খেলা, প্লে-অফ থেকে ছিটকে যাবে কলকাতা নাইট রাইডার্স?

দেখে নিন সেই ভিডিও:

বৈভব যখন চন্দ্রকান্ত পণ্ডিতের দিকে এগিয়ে আসছিলেন, সেইসময় অনেকেই প্রশ্ন করেছিলেন যে ব্যাটিং টেকনিক নিয়ে হয়ত কোনও প্রশ্ন করতে আসছেন তিনি। এমনকী, কেকেআর কোচ নিজেও প্রথমে ব্যাপারটা বুঝতে পারেননি।

Vaibhav Suryavanshi: এখনই টিম ইন্ডিয়ার জার্সিতে খেলা হচ্ছে না বৈভবের! কোন বাধা রয়েছে ১৪ বছরের কিশোরের?

এরপর সবাইকে চমকে দেন বৈভব। পণ্ডিতের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেন। এই দৃশ্য আজকের পেশাদার ক্রিকেটে যে একেবারেই দুর্লভ, তা বলা যেতেই পারে। সঙ্গে এটাও প্রমাণ করে যে কোচ এবং সিনিয়র ক্রিকেটারদের তিনি ঠিক কতটা সম্মান করেন।

KKR vs RR Playing XI: আজ হারলে বিদায় নিশ্চিত, জীবন-মরণ লড়াইয়ে কোন ১১-য় ভরসা রাখবে নাইট ব্রিগেড?

পরে অবশ্য চন্দ্রকান্ত পণ্ডিত নিজেও স্বীকার করেছেন, 'বৈভবের মধ্যে যথেষ্ট ভদ্রতা এবং সংযম রয়েছে। ওর শৃঙ্খলা ও শ্রদ্ধাশীল মনোভাব দেখে আমি খুশি। ওর মধ্যে প্রতিভাও আছে, আর এমন মানসিকতা থাকলে ও অনেক দূর যাবে।' সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। নেট নাগরিকদের মধ্যে অনেকেই মন্তব্য করেছেন, 'এটাই ভারতীয় সংস্কৃতি।' কেউ কেউ আবার লিখেছেন, 'শুধু গতি নয়, ভাল ব্যবহারও একজন ক্রিকেটারের আসল পরিচয়।'

Rajasthan Royals Kolkata Knight Riders Vaibhav Suryavanshi IPL 2025 Playoff Scenario Chandrakant Pandit