/indian-express-bangla/media/media_files/2025/05/03/m7mPkzIIrfaZthZ5XOa7.jpg)
ভেঙ্কটেশ আইয়ারের ফর্ম নিয়ে ক্রমশ বাড়ছে দুশ্চিন্তা
Venkatesh Iyer IPL 2025: হতে পারে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ারের ফর্মটা খারাপ যাচ্ছে। কিন্তু, এই কঠিন সময়ও দল তাঁর পাশেই রয়েছে। অন্তত এমন কথাই জানালেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে। ২০২৫ আইপিএল মেগা অকশনের আগে ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি। কিন্তু, ২৩.৭৫ কোটি টাকা খরচ করে ভেঙ্কটেশ আইয়ারকে দলে ফিরিয়ে এনেছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর থেকেই এই অলরাউন্ডার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
ব্যাট চলছে না ভেঙ্কটেশ আইয়ারের
চলতি মরশুমে ভেঙ্কটেশ এখনও পর্যন্ত নিজের সেরা পারফরম্য়ান্স করতে পারেননি। তাঁর ব্যাট থেকে মনে রাখার মতো ইনিংসের কথা বলতে গেলে ৬০ এবং ৪৫ রানের কথা বলতে হয়। এর বাইরে তো আর কিছু মনে করা সম্ভব নয়। শেষ চারটে ম্য়াচে তিনি মাত্র ২৮ রান করেছেন। যদিও রাহানে মনে করছেন যে তাঁর ডেপুটি খুব শীঘ্রই নিজের হারানো ফর্ম ফিরে পাবেন।
Venkatesh Iyer Trolled: সল্টকে ছেড়ে কেন ভেঙ্কটেশ? '২৩.৭৫ কোটি ফেরত দাও' দাবি সমর্থকদের
স্টার স্পোর্টস প্রেস রুমে রাহানে বললেন, 'প্রত্যেক ক্রিকেটারই একটা খারাপ ফর্মের মধ্যে দিয়ে এগোতে পারে। সেখানে তারা নিজেদের সেরা পারফরম্য়ান্স উজাড় করে দিতে চাইলেন, প্রত্য়াশা অনুসারে ফলাফল পাওয়া যায় না। আমরা সকলেই জানিয়ে যে ইতিপূর্বে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ও কত ভাল পারফরম্য়ান্স করেছে। দলকে একা হাতেই জিতিয়েছে একাধিক ম্য়াচ। এই বিষয়টা আপাতত মাথায় রাখছে ম্য়ানেজমেন্ট। আর সেকারণেই ভেঙ্কটেশকে সম্পূর্ণ সাপোর্ট করা হচ্ছে।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'ভেঙ্কটেশ যথেষ্ট পরিশ্রম করছে। আপনারা সবাই শুধুমাত্র ফলাফল দেখতে চান। কিন্তু, এর পিছনে যে কতটা পরিশ্রম লুকিয়ে থাকে, সেটা কেউ বোঝার চেষ্টা করেন না। আর সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমি শুধু এটুকুই বলতে পারি যে, আমরা সকলেই ভেঙ্কটেশের পাশে রয়েছি। খুব শীঘ্রই ও রানে ফিরতে পারবে। আগামী ৪ ম্য়াচের মধ্যেই ওর ব্যাট থেকে আপনারা বড় রান দেখতে পাবেন।'
Venkatesh Iyer KKR: ক্রমশ 'দলের বোঝা' হয়ে উঠছেন ভেঙ্কটেশ? আসল কথাটা ফাঁস করলেন কুম্বলে
দলের ওপেনিং পার্টনারশিপ নিয়ে সমস্যা, মানলেন রাহানে
দলের ওপেনিং পার্টনারশিপ নিয়ে যে সমস্যা রয়েছে, সেকথাও মেনে নিলেন রাহানে। গত আইপিএল মরশুমে সুনীল নারিনের সঙ্গে ওপেন করতে নামতেন ফিল সল্ট। কিন্তু, এবার সল্টের বিকল্প হিসেবে কুইন্টন ডি'কক সেই প্রভাব বিস্তার করতে পারেননি।
কেকেআর অধিনায়ক বললেন, 'গত কয়েকবছর ধরেই সুনীল নারিন যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছেন। এই বছর আমরা কুইনির (কুইন্টন ডি কক) সঙ্গে শুরু করতে চেয়েছিলাম। কুইনি যে কতটা ভাল ব্যাটার, সেটা আর নতুন করে প্রমাণ করার দরকার নেই। কিন্তু, ওই যে...! এই টুর্নামেন্টে একেবারে জ্বলে উঠতে পারল না। যদিও ও নিজের সেরাটা দিয়েই চেষ্টা করেছে। যা হয়নি, সেটা নিয়ে এখন আর ভেবে লাভ নেই। ইতিবাচক দিকগুলো নিয়েই আলোচনা করা যাক।'