Kolkata Knight Riders vs Rajasthan Royals Weather Report: ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রবিবার (৪ মে) আরও একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আয়োজন করা হচ্ছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। যেহেতু এটা কলকাতার হোম ম্য়াচ, তাই ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে ম্য়াচটি। কিন্তু, এই ম্য়াচের আগে আবহাওয়ার পূর্বাভাস (Kolkata Weather) কেকেআর সমর্থকদের যথেষ্ট চিন্তায় রেখেছে। কারণ ম্যাচ চলাকালীন বৃষ্টিপাতের একটা বড়সড় আশঙ্কা রয়েছে।
ম্যাচ ভেস্তে গেলে KKR-এর সামনে বন্ধ হবে প্লে-অফের রাস্তা
চলতি আইপিএল (IPL 2025) টুর্নামেন্টের প্লে-অফে উঠতে গেলে কলকাতা নাইট রাইডার্সকে এই রবিবাসরীয় ম্য়াচে জয়লাভ করতেই হবে। কিন্তু, যদি এই ম্য়াচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে কেকেআর সর্বাধিক ১৬ পয়েন্ট সংগ্রহ করতে পারবে। এই পরিস্থিতিতে প্লে-অফে যাওয়ার জন্য নাইট ব্রিগেডকে তাকিয়ে থাকতে হবে নেট রান-রেটের দিকে। গোটা বিষয়টা বেশ কঠিন হয়ে যাবে।
Venkatesh Iyer KKR: টানা ব্যর্থতার পরও কেন 'জামাই আদর' ভেঙ্কটেশকে? ফাঁস হল আসল কারণ
কলকাতায় আবহাওয়ার পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, রবিবার অর্থাৎ ৪ মে কলকাতার সর্বাধিক তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ন্যুনতম তাপমাত্রা হতে পারে আনুমানিক ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথেষ্ট বেশি থাকবে।
KKR IPL Playoff Qualification: পঞ্জাবের জয়ে বন্ধ হল কলকাতার প্লে-অফের রাস্তা? মিলিয়ে নিন জটিল অঙ্ক
এই ম্য়াচটি দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হবে। সেক্ষেত্রে যথেষ্ট গরম এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথেষ্ট বেশি থাকবে, তা বলা যেতেই পারে। বৃষ্টি (Rain in Kolkata) হলে এই ম্য়াচ আয়োজনের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
Kuldeep slaps Rinku: ম্যাচ হেরেই রিংকুকে ঠাসিয়ে ২-৩ চড়! কুলদীপের উপর ফুঁসছেন KKR তারকা, Video Viral
ম্যাচ চলাকালীন ৪০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা
রবিবার কলকাতায় ঘণ্টা প্রতি আনুমানিক ১৩ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় ৭২ শতাংশ। এই ম্য়াচ চলাকালীন বৃষ্টির আশঙ্কা রয়েছে। জানা গিয়েছে, ম্য়াচ চলাকালীন ৪০ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। যদি বৃষ্টির পরিমাণ বেশি হয়, তাহলে এই ম্য়াচটি বাতিলও হতে পারে।
Venkatesh Iyer KKR: নামেই ভাইস ক্যাপ্টেন, অথচ রাহানের অনুপস্থিতিতে নেতৃত্ব দিলেন না ভেঙ্কটেশ! কারণটা জানেন?