Advertisment

KKR কিনল না নিলামে, পুরোনো দলেই ফিরে গেলেন কার্তিক

২০১৫ সালে আরসিবির জার্সিতে খেলেছিলেন কার্তিক। পুরোনো সেই দলেই এবার নাম লেখাচ্ছেন দীনেশ কার্তিক।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

চার বছর খেলার পরে কেকেআর আপাতত অতীত হয়ে গেল দীনেশ কার্তিকের আইপিএল কেরিয়ারে। নিলামের আগেই তারকাকে রিলিজ করে দিয়েছিল কলকাতা। দেখার ছিল নিলামে নিজেদের একসময়ের ক্যাপ্টেনকে নাইটরা ফেরায় কিনা। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কার্তিক নাম লেখালেন আরসিবিতে। দাম পেলেন ৫.৫ কোটি।

Advertisment

শেষ চার বছর কার্তিক কেকেআরের সংসারেই ছিলেন। টুর্নামেন্টের অন্যতম শ্রেষ্ঠ ফিনিশার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন নিজেকে। ২০১৮-২০২০ পর্যন্ত কেকেআরের নেতৃত্বের দায়িত্বও সামলেছেন তিনি। ২০২০ মরশুমের মাঝপথে ইয়ন মর্গ্যানের হাতে নেতৃত্ব তুলে দেন কার্তিক।

আরও পড়ুন: টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের সর্বাধিক অর্থ খরচ করল CSK! ১৪ কোটিতে রেকর্ড তারকার

কেকেআরের হয়ে নিয়মিত অংশ নেন আইপিএলে। তবে দীর্ঘদিন রানের দেখা নেই তাঁর ব্যাটে। ২০২১ মরশুমে একেবারের জন্যও সফল হতে পারেননি তিনি। ২৩.৭৭ গড়ে, ১৩১ স্ট্রাইক রেটে কার্তিকের ব্যাট থেকে বেরিয়েছে মাত্র ২২৩ রান। গোটা সিজনে একটাও হাফসেঞ্চুরি করতে পারেননি তিনি। তাছাড়া কার্তিকের রান তোলার গতিও একাধিকবার সমালোচনা কুড়িয়েছে।

publive-image

তবে স্রেফ গত সিজনেই নয়। বেশ কয়েক মরশুম ধরেই কেকেআরকে ব্যাট হাতে আস্থার মর্যাদা দিতে পারছেন না তিনি। ব্যাটের পাশাপাশি উইকেটকিপার হিসাবেও নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেননি তিনি। গত আইপিএলের ফাইনালে ফাফ ডুপ্লেসিসের সহজ স্ট্যাম্পিং মিস করে বসেছিলেন তারকা। তারপরে ডুপ্লেসিস একাই ম্যাচের ভাগ্য গড়ে দেন ব্যাট হাতে। আর এই দুর্বল পারফরম্যান্সের জন্যই কেকেআর এবার রিটেন করেনি তারকাকে।

আইপিএল কেরিয়ারে হাফডজন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিলনাড়ুর উইকেটকিপার ব্যাটসম্যানের। ২০১৫-য় আরসিবিতে খেলেছিলেন। এবার সেই পুরোনো দলেই ফেরত গেলেন তিনি।

Follow IPL Live updates

RCB KKR Kolkata Knight Riders Dinesh Karthik Royal Challengers Bangalore IPL
Advertisment