রিটেনশনের পরেই বড় ধাক্কা পাঞ্জাবের! আচমকা পদত্যাগ বিশ্বকাপজয়ী কোচের

অতীতে ইংল্যান্ডের জাতীয় দলের কোচ ছিলেন ফ্লাওয়ার। তিনিই দু বছর আগে পাঞ্জাব কিংসে কোচ হয়েছিলেন। এবার আইপিএলে সম্ভবত নতুন দলে তিনি।

রিটেনশনের পরেই বড় ধাক্কা পাঞ্জাবের! আচমকা পদত্যাগ বিশ্বকাপজয়ী কোচের

আইপিএলের রিটেনশনের পরেই বড় খবর। পদত্যাগ করলেন পাঞ্জাব কিংসের সহকারী কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। সূত্রের খবর, নয়া দুই ফ্র্যাঞ্চাইজির একটিতে প্রধান কোচের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক ফ্লাওয়ার কোচ হিসেবে বেশ নামজাদা। ইংল্যান্ডের জাতীয় দলে কোচিং করিয়েছেন এক দশকেরই বেশি সময়। গত মরশুমে আইপিএলের আগে পাঞ্জাব কিংস সহকারী কোচ করে এনেছিলেন তারকাকে। তারপরেই বুধবারের পদত্যাগ।

বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা-কে জানিয়েছেন, “কয়েকদিন আগেই উনি দলের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। টিম ম্যানেজমেন্ট সেটা গ্রহণও করেছে। লখনৌ অথবা আহমেদাবাদের নতুন ফ্র্যাঞ্চাইজিতে সম্ভবত উনি যোগ দিতে পারেন।” সূত্রের খবর, সহকারী কোচ নয়, একবারে প্রধান কোচের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে।

আরও পড়ুন: রাহুলকে হঠাৎ কেন রিলিজ পাঞ্জাবের, আসল ঘটনা সামনে আনলেন ডিরেক্টর কুম্বলে

পাঞ্জাবের হেড কোচ অনিল কুম্বলের সহকারী হিসাবে কোচিং করেছেন দুই মরশুম। কাকতালীয়ভাবে দলের অধিনায়ক কেএল রাহুলেরও সম্ভবত লখনৌ ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হওয়ার সম্ভবনা প্রবল। পাঞ্জাব রাহুলকে রিটেন করতে চেয়েছিল। তবে দল ছেড়ে দিয়েছেন তারকা।

পাঞ্জাব কিংসের মালিকানাধীন সিপিএল-এর দল সেন্ট লুসিয়া কিংসেরও কোচ তিনি। ফ্লাওয়ারের কোচিংয়ে সেন্ট লুসিয়া ২০২০, ২০২১-এ পরপর দুবার রানার্স হয়েছে। আইপিএলে পাঞ্জাব ছাড়ার পরে ক্যারিবীয় লিগেও কিংস ম্যানেজমেন্টকে তাঁকে কোচিংয়ে ধরে রাখে কিনা, সেটাই দেখার।

আরও পড়ুন: স্টোকস-আর্চারকে কেন রাখল না রাজস্থান, রিটেনশনের পরেই ফাঁস রহস্য

আইপিএলে আসার আগে ফ্লাওয়ার ইংল্যান্ডের জাতীয় দলে সুনামের সঙ্গে কোচিং করিয়েছেন। জিম্বাবোয়ে কোচের অধীনে ইংল্যান্ড ২০১০-এ টি২০ ওয়ার্ল্ড কাপ যেমন চ্যাম্পিয়ন হয়েছিল, তেমন টেস্টেও এক নম্বর দল হওয়ার কীর্তি অর্জন করে। বর্তমানে হেড কোচ অনিল কুম্বলের সঙ্গেই পাঞ্জাবের ব্যাটিং কোচ ওয়াসিম জাফর এবং ফিল্ডিং কোচ জন্টি রোডস।

জানুয়ারিতে মেগা নিলামের আগে পাঞ্জাব মাত্র দুজনকে রিটেন করেছে- মায়াঙ্ক আগারওয়াল এবং অর্শদীপ সিংকে। নিলামে নামি তারকাদের সঙ্গেই তরুণ বেশ কিছু ক্রিকেটারকে দলে নেওয়ার লক্ষ্যে ঝাঁপাবে প্রীতি জিন্টার দল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl punjab kings coach andy flower steps down from his position

Next Story
রাহুলকে হঠাৎ কেন রিলিজ পাঞ্জাবের, আসল ঘটনা সামনে আনলেন ডিরেক্টর কুম্বলে
Exit mobile version