/indian-express-bangla/media/media_files/2025/05/09/glrQFDTZ9wHDROfAusrl.jpg)
Shikhar Dhawan Call of war: শিখর ধাওয়ান এবার প্রকাশ্যে যুদ্ধের আহ্বান জানিয়েছেন
Shikhar Dhawan on India vs Pakistan tension: ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025) আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার, ৯ মে বিসিসিআই এক বিবৃতিতে জানায়, “যখন দেশে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তখন ক্রিকেট খেলা সম্ভব নয়।”
এদিকে, পাকিস্তানকে নিয়মিত তুলোধনা করে আসা ভারতের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান এবার প্রকাশ্যে যুদ্ধের আহ্বান জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় মহাভারতের একটি ছবি শেয়ার করে নিজের মনোভাব প্রকাশ করেন। ছবিতে লেখা গীতার বাণী, “তুমি শান্তি রক্ষার জন্য যা যা সম্ভব ছিল সব করেছ, এখন যাও এবং যুদ্ধ করো, যেটা তারা চেয়েই আসছে।”
— Shikhar Dhawan (@SDhawan25) May 9, 2025
উল্লেখযোগ্যভাবে, ভারত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার বদলা নিতে ৭ মে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। ভারতীয় সেনা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে বহু জঙ্গি নিকেশ হয়।
আরও পড়ুন ভারত-পাক উত্তেজনার মাঝেই বড় বয়ান বিরাট কোহলির, সেনাকে টুপিখোলা কুর্নিশ
এর পাল্টা হিসাবে ৮ মে পাকিস্তান একাধিক ড্রোন হানা চালায়, যেগুলো ভারতীয় সেনা প্রতিহত করে। এরপর পাঞ্জাবের পাঠানকোট, অমৃতসর, জলন্ধর, হোশিয়ারপুর, মোহালি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়-সহ একাধিক শহরে ব্ল্যাকআউট কার্যকর করা হয়।
এর আগেও, পহেলগাঁও হামলার পর পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি ভারতীয় সেনাকে কদর্য আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, “৮ লাখ সেনা থাকা সত্ত্বেও হামলা আটকানো গেল না।” জবাবে শিখর ধাওয়ান কড়া প্রতিক্রিয়া দেন, “কার্গিলে হারিয়েছিলাম, আর কত নিচে নামবে? অযথা মন্তব্য না করে নিজের দেশের উন্নয়নের জন্য মাথা খাটাও।”
আরও পড়ুন 'ভারত এমন জবাব দেবে, ভুলতে পারবে না পাকিস্তান', খুল্লমখুল্লা হুঙ্কার সেহওয়াগের
সেই বক্তব্য ভাইরাল হয়ে যায়। এবার ভারত পহেলগাঁওয়ের বদলা নিতেই সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের ডাক দিলেন শিখর ধাওয়ান।