Advertisment

রবিবারই শুরু মহারণ! কেমন হচ্ছে IPL-এর আট ফ্র্যাঞ্চাইজির সেরা একাদশ, জানুন

আইপিএলে প্রায় সমস্ত ফ্র্যাঞ্চাইজিরই ভোলবদল ঘটেছে। কারা এলেন, কারা বাইরে, জেনে নিন একনজরে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আগামী ১৯ সেপ্টেম্বর আবার শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)৷ ফাইনাল ১৫ অক্টোবর। গত বছর আইপিএল সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের গোড়া পর্যন্ত আয়োজন করা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতেই৷ কারণ, করোনার জেরে ভারতে নির্ধারিত সময়ে আইপিএল আয়োজন করা যায়নি৷ পরে সংযুক্ত আরব আমিরশাহীতে প্রতিযোগিতার আয়োজন করা হয়৷

Advertisment

আটটি ফ্রাঞ্চাইজি আরও ভালো পারফরমেন্সের মাধ্যমে প্লে-অফের খেতাব অর্জনে মরিয়া সব দল। প্রতিটি ফ্রাঞ্চাইজির মধ্যেই ব্যাপক পরিবর্তন নজরে এসেছে। অনেক তারকা প্লেয়ার এই সিজনে অংশ নিতে পারছেন না। তাদের স্থলভিষিক্ত হয়েছেন বেশ কিছু নতুন মুখ। এখানে আটটি ফ্রাঞ্চাইজির সেরা একদশে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

আরও পড়ুন: কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পদত্যাগ করেন! সেই মহাতারকাকেই কোচ করে আনছেন সৌরভরা

দিল্লি ক্যাপিটালস

দলে এসেছেন: শ্রেয়স আইয়ার, বেন ডারশুইস
বাইরে: অনিরুদ্ধ যোশি, ক্রিস ওকস

সম্ভাব্য একাদশ: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ/শিমরন হেটমায়ার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (ক্যাপ্টেন, উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, অক্ষর প্যাটেল, আর অশ্বিন, কাগিসো রাবাদা, আনরিখ নর্তজে, আবেশ খান

চেন্নাই সুপার কিংস

দলে এসেছেন: জোশ হ্যাজেলউড
বাইরে: জেসন বেহরেনডর্ফ

সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড, ফাফ ডু প্লেসিস, মঈন আলি, সুরেশ রায়না, আম্বাতি রায়ুডু, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, শার্দুল ঠাকুর, দীপক চাহার, ডোয়াইন ব্রাভো/জোশ হ্যাজেলউড/ইমরান তাহির।

আরও পড়ুন: আরসিবি নেতৃত্বও ছাড়ছেন কোহলি! সামনে এল বোর্ড কর্তার বিস্ফোরক বক্তব্য

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:

দলে এসেছেন: টিম ডেভিড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, জর্জ গার্টন, আকাশদীপ
বাইরে: ফিন অ্যালেন, অ্যাডাম জাম্পা, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন, ওয়াশিংটন সুন্দর

সম্ভাব্য একাদশ: দেবদত্ত পাডিক্কল, বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স, শাহবাজ আহমেদ, কাইল জেমিসন, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

মুম্বই ইন্ডিয়ান্স
দলে কোনও পরিবর্তন হয়নি

সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ইশান কিষান (উইকেটকিপার), কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, অ্যাডাম মিলনে/নাথান কুল্টার নাইল, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, রাহুল চাহার

আরও পড়ুন: রোহিতকে সরাতে বলেন কোহলি! কুৎসিত আবদারে ক্ষিপ্ত বোর্ডও, প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট

রাজস্থান রয়্যালস

দলে এসেছেন: গ্লেন ফিলিপস, এভিন লুইস, ওশানে থমাস এবং তাবরেজ শামসি
বাইরে: জস বাটলার, বেন স্টোকস, জোফ্রে আর্চার এবং অ্যান্ড্রু টাই

সম্ভাব্য একাদশ: এভিন লুইস, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, লিয়াম লিভিংস্টোন, রিয়ান পরাগ, শিবম দুবে, ক্রিস মরিস, রাহুল তেওটিয়া, কার্তিক ত্যাগী, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া/জয়দেব উনাদকাট

পাঞ্জাব কিংস

দলে এসেছেন: এইডেন মার্করাম, নাথান এলিস এবং আদিল রশিদ
বাইরে: দাবিদ মালান, রিলি মেরিডিথ এবং ঝায় রিচার্ডসন

সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরান, শাহরুখ খান, ফ্যাবিয়ান অ্যালেন/আদিল রশিদ, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, নাথান এলিস, মহম্মদ শামি

কলকাতা নাইট রাইডার্স

দলে এলেন: টিম সাউদি
বাইরে: প্যাট কামিন্স

সম্ভাব্য একাদশ: শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্রসিদ্ধ কৃষ্ণ, শিবম মাভি, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী

সানরাইজার্স হায়দ্রাবাদ

দলে এলেন: শেরফানে রাদারফোর্ড
বাইরে: জনি বেয়ারস্টো

সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, মণীশ পান্ডে, কেদার যাদব, বিজয় শঙ্কর, শেরফানে রাদারফোর্ড, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, টি নটরাজন

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

RCB Mumbai Indians CSK KKR Kings XI Punjab Rajasthan Royals Sunrisers Hyderabad IPL Delhi Capitals
Advertisment