scorecardresearch

ম্যাককালামের বিদায়! এই পাঁচ তারকা KKR-এর পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে

কেকেআরের দায়িত্ব ছাড়ছেন ব্রেন্ডন ম্যাককালাম। তাঁর পরিবর্তে কারা কারা কোচ হতে পারেন। দেখে নিন সম্ভাব্য তালিকা।

ম্যাককালামের বিদায়! এই পাঁচ তারকা KKR-এর পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে

চলতি মরসুমের শেষেই কেকেআরের কোচের পদ থেকে সরছেন ব্রেন্ডন ম্যাককালাম। ৪০ বছরের কিউয়ি তারকা আপাতত ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন। আর ম্যাককালামের বিদায়ের সঙ্গেই প্ৰশ্ন উঠতে শুরু করেছে, কারা হচ্ছেন কিউয়ি কোচের পরিবর্ত।

দেখে নেওয়া যাক কেকেআরের সম্ভাব্য পাঁচ কোচ:


সাইমন কাটিচ: কেকেআর এবং আইপিএল- দুইয়েই পরিচিত সাইমন কাটিচ। ২০২২ মেগা নিলামের পরেই সানরাইজার্স হায়দরাবাদের সহকারী কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। হায়দরাবাদে কোচিং করানোর আগে কাটিচ আরসিবিতেও কোচিং করিয়েছেন।

মাইক হেসনের সঙ্গে কোচিং স্টাফে যুক্ত হয়ে কাটিচ আরসিবিকে ২০২০ এবং ২০২১-এর প্লে অফে পৌঁছে দিয়েছিলেন। ২০২১ আইপিএল চলাকালীন হঠাৎই কাটিচ আরসিবি থেকে সরে দাঁড়ান। কেকেআরেও জ্যাক কালিসের সহকারী হিসাবে কোচিং স্টাফে ছিলেন বিখ্যাত এই অজি।

আরও পড়ুন: প্লে অফ আশঙ্কার মধ্যেই দল ছাড়লেন KKR-এর বিদেশি! ভয়ঙ্কর বিপদে নাইট শিবির

আইপিএলে কোচিংয়ের চ্যালেঞ্জ নিতে পুরোদস্তুর তৈরি তিনি। এমন অবস্থায় কেকেআরে যুক্ত হতে পারেন তিনি। সেক্ষেত্রে কেকেআরের সঙ্গে নাইট রাইডার্সের বাকি দুই ফ্র্যাঞ্চাইজির (সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং আমিরশাহি টি২০ লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি) দায়িত্বও পেতে পারেন, ম্যাককালামের মত।

ট্রেভর বেইলিস: কেকেআরে কোচিংয়ের রেকর্ড বেশ ভালো ট্রেভর বেইলিসের। অজি কোচের জমানাতেই নাইটরা জোড়া খেতাব জিতেছিল। বর্তমানে বেইলিস বিবিএলে সিডনি থান্ডার্স দলের হেড কোচ। ইংল্যান্ডে হান্ড্রেড টুর্নামেন্টে লন্ডন স্পিরিট দলের দায়িত্ব নিচ্ছেন তিনি।

আরও পড়ুন: ইংল্যান্ডের কোচ হয়েই কোটি কোটি টাকা বেতন ম্যাককালামের! KKR ছেড়ে লাভবান-ই হলেন

সাদা বলের ক্রিকেটে ধুরন্ধর কোচ মানা হয় তাঁকে। বিবিএল এবং চ্যাম্পিয়ন্স লিগ টি২০ জিতেছেন সিডনি থান্ডার্স দলের হয়ে। ইংল্যান্ডকে ২০১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়নও করেছেন। সানরাইজার্স হায়দরাবাদে অল্প সময়ের জন্য কোচিং করিয়ে কমলা জার্সিধারীদের তৃতীয় করেছেন।

আরও পড়ুন: কোটি কোটি টাকার লিগে দল KKR-এর! IPL-এর সঙ্গেই শাহরুখের নজর এবার বিদেশেও

কেকেআর নিজেদের পুরোনো বসকে ফিরিয়ে আনতে পারে। ২০১৪-র পরে আর ট্রফি জেতেনি কেকেআর। সেই খরা কাটানোর দাওয়াই হতেই পারেন বেইলিস।

জাস্টিন ল্যাঙ্গার: কেকেআরের কোচ হওয়ার যোগ্য দাবিদার জাস্টিন ল্যাঙ্গার। ব্রেন্ডন ম্যাককালামের যোগ্য পরিবর্ত হতে পারেন তিনি। অস্ট্রেলিয়ার জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পরে ল্যাঙ্গার দীর্ঘমেয়াদি স্তরে কোচিংয়ের অপশন খুঁজছেন। কেকেআর তাঁর পরবর্তী পদক্ষেপ হতে পারে।

অস্ট্রেলিয়ার জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পরে ল্যাঙ্গার এখনও নতুন কোচিং পর্ব শুরু করেননি। টি২০-র কোচ হিসেবে ল্যাঙ্গারের প্রোফাইল বেশ রংচংয়ে। ৫১ বছরের এই অজি কোচ পার্থ স্করচার্সের হয়ে তিনবার বিগব্যাশ লিগের খেতাব জিতেছেন। অস্ট্রেলিয়ার সদ্য টি২০ বিশ্বকাপ জয়ের সময়েও।দায়িত্বে ছিলেন তিনি।

আরও পড়ুন: জাদেজার সঙ্গে সম্পর্ক মোটেই আগের মত নেই, সোশ্যাল মিডিয়ায় বড় ইঙ্গিত ধোনির CSK-র

আন্তর্জাতিক স্তরে পুরোদস্তুর কাজ করার পরে আইপিএলে দীর্ঘকালীন ভিত্তিতে যুক্ত হতে পারেন। কেকেআরকে বড়সড় সাফল্য এনে দিতে পারেন।

জ্যাক ক্যালিস: প্রাক্তন কেকেআর তারকা এবং কোচ হিসেবে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ফের একবার যুক্ত হতে পারেন তিনি। ২০১৪ পর্যন্ত ক্যালিস চুটিয়ে নাইটদের জার্সিতে আইপিএল খেলেছেন। তারপরে ব্যাটিং উপদেষ্টার পদে যোগ দেন। ট্রেভর বেইলিসের প্রস্থানের পরে ২০১৫-য় হেড কোচ হিসেবে নিযুক্ত হন প্রোটিয়াজ কিংবদন্তি। তাঁর কোচিংয়ে কেকেআর তিনবার প্লে অফে পৌঁছেছিল।

কোচ ক্যালিসের বিদায়ের নাইটরা মাত্র একবারই প্লে অফে পৌঁছতে সমর্থ হয়। ২০২১ মরশুম বাদ দিলে কেকেআর বরাবর মধ্যমমানের দল হিসাবেই রয়ে গিয়েছে গত কয়েক বছরে।

গত বছর ইংল্যান্ডের সাময়িক ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়ার পরে ক্যালিস কোচিংয়ের যেকোনও প্রস্তাবের জন্য তৈরি বলে জানিয়েছেন। ৪৬ বছরের তারকা যদি নাইট সংসারে প্রত্যাবর্তন করেন, তাহলে বেগুনি জার্সিধারীদের পারফরম্যান্সের মান নিঃসন্দেহে বাড়বে।

ডেভিড হাসি: কেকেআর হেড কোচ হিসেবে নিয়োগ করতে পারে দলেরই এই প্রাক্তন তারকাকে। ক্রিকেটার হিসেবে বেশ কয়েক মরশুম কাটানোর পরে ডেভিড হাসি নাইটদের কোচিং স্টাফে রয়েছেন প্রায় তিন বছর হতে চলল। ব্যাটিং উপদেষ্টা হিসাবে ২০২০-তে যোগ দিয়েছিলেন।

আরও পড়ুন: চেন্নাইয়ে কি ‘অপমানিত’ জাদেজা! বড় ইঙ্গিতে তুমুল জল্পনায় আইপিএল দুনিয়া

ম্যাককালামের সহকারী হিসাবে দলের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ৪৪ বছরের অস্ট্রেলীয় এর আগে বিবিএলে মেলবোর্ন স্টার্সের হয়ে কোচিং করিয়েছেন। ২০২১/২২ মরশুমে ডেভিড হাসি স্টিফেন ফ্লেমিংয়ের স্থলভিষিক্ত হন। তবে তাঁর কোচিংয়ে স্টার্সরা মোটেই উল্লেখযোগ্য সাফল্য পায়নি। ছয় নম্বরে লিগ ফিনিশ করেছিল।

তবে কেকেআরের কোচিং স্টাফে প্রমোশন পেতেই পারেন হাসি। দলের সংস্কৃতি, পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল তিনি। দলের বর্তমান স্কোয়াড নিয়েই কাজ চালিয়ে নিতে পারবেন। এমনকি ক্রিকেটাররাও হাসির নাম ম্যানেজমেন্টের কাছে প্রস্তাব করতে পারেন।

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2022 kkr head coach brendon mccullum replacements simon katich david hussey justin langer jacques kallis trevor bayliss