Advertisment

পাকিস্তানকে বড় ধাক্কা ইংল্যান্ডের! আইপিএলের জন্য আরও একবার অসম্মানিত পাক বোর্ড

বোর্ড ছাড়পত্র দেওয়ার কথা আগাম জানিয়ে রাখলেও আইপিএলে ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়টি পুরোটাই সংশ্লিস্ট তারকাদের হাতে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএলের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল কেন উইলিয়ামসনরা পাকিস্তান সফরে যাবেন না। এবার সেই একই পথে হাঁটল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও। আইপিএল গামী ইংরেজ তারকারা পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন না।

Advertisment

আইপিএলের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিদের তরফে আমিরশাহি যাত্রা শুরু হয়েছে। এর আগেই ইংল্যান্ড, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, আইপিএলে তাদের দেশের ক্রিকেটারদের অংশগ্রহণ করতে অনুমতি দেওয়া হবে। এর মধ্যেই খবর, আইপিএলে যে ইংরেজ ক্রিকেটাররা রয়েছেন, তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলবেন না।

আরও পড়ুন: ইন্ডিয়া সিরিজে মুনাফা কোটি কোটি! সৌরভদের কাছে কৃতজ্ঞতায় ঝুঁকল লঙ্কান বোর্ড

করোনা সংক্রমণের জেরে এর আগে আইপিএল মাঝপথে ভেস্তে গিয়েছিল। করোনা অতিমারির কারণে শেষপর্যন্ত আইপিএলের শেষভাগ এবং টি২০ বিশ্বকাপ আমিরশাহিতে আয়োজন করতে বাধ্য হয়েছে বিসিসিআই।

আমিরশাহিতেই আইপিএলের পরে টি২০ বিশ্বকাপ হতে চলায়, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকেই বিশ্বকাপের সেরা প্রস্তুতি টুর্নামেন্ট হিসাবে দেখা হচ্ছে। সেই কারণে আন্তর্জাতিক ক্রীড়াসুচিকে অমান্য করেই সমস্ত দেশের ক্রিকেট বোর্ড দেশের ক্রিকেটারদের আইপিএলে খেলার ছাড়পত্র দিতে দ্বিধা করছে না।

আরও পড়ুন: IPL পণ্ড করার পরিকল্পনা কাজে এল না পাকিস্তানের! স্কোয়াড গড়ে জবাব দিল নিউজিল্যান্ডই

অক্টোবরে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের টি২০ সিরিজ খেলার কথা। তবে ক্রিকবাজ-এর প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের প্রথম সারির ক্রিকেটাররা পাকিস্তান সফরে পরিবর্তে আইপিএলে খেলবেন। নিউজিল্যান্ডও আইপিএল চলাকালীন কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসনদের পাকিস্তান-বাংলাদেশ সফরে পাঠাচ্ছে না।

আরও পড়ুন: আইপিএলে বিঘ্ন ঘটাতে বড়সড় চাল পাকিস্তানের! কড়া নজর রাখছেন সৌরভরাও

তবে বোর্ড ছাড়পত্র দেওয়ার কথা আগাম জানিয়ে রাখলেও আইপিএলে ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়টি পুরোটাই সংশ্লিস্ট তারকাদের হাতে। সমস্ত ফ্র্যাঞ্চাইজিরাই ইতিমধ্যেই জেনে গিয়েছে, কোন বিদেশিদের তারা পাবেন বাকি আইপিএলে। অনেকের অংশগ্রহণ যদিও এখনও নিশ্চিত হয়নি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI England IPL Pakistan Cricket Cricket News
Advertisment