scorecardresearch

সানিয়া মির্জাকে ‘বাজেভাবে ছুঁয়ে কুকীর্তি’ পাঠানের! চরম সমালোচনায় ভেসে গেলেন অলরাউন্ডার

সানিয়ার শেষ ম্যাচে গিয়ে একী কাণ্ড করে বসলেন ইরফান পাঠান, মাথা কাটা গেল সবাইয়ের

সানিয়া মির্জাকে ‘বাজেভাবে ছুঁয়ে কুকীর্তি’ পাঠানের! চরম সমালোচনায় ভেসে গেলেন অলরাউন্ডার

কেরিয়ারের শেষ ম্যাচ খেললেন সানিয়া। হায়দরাবাদের যে লাল বাহাদুর শাস্ত্রী টেনিস স্টেডিয়ামে সানিয়ার উত্থান এটিপি টুর্নামেন্ট জিতে সেখানেই গত রবিবার প্রদর্শনী ম্যাচের পর আলবিদা জানিয়েছেন নিজের পেশাদারি কেরিয়ারকে।

সানিয়ার ফেয়ারওয়েল ম্যাচে হায়দরাবাদে চাঁদের হাঁট বসে গিয়েছিল। রোহন বোপান্না, যুবরাজ সিং, প্রিয় বন্ধু বেথানি মাটেক স্যান্ড যেমন ছিলেন, তেমনই সানিয়াকে কোর্টে শেষবারের মত সরাসরি চাক্ষুস করতে হাজির ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, জাতীয় দলের ক্যাপ্টেন মহম্মদ আজহারউদ্দিন, ইরফান পাঠান, চিত্রতারকা দুলকির সালমানরা।

আরও পড়ুন: ‘মিয়া খলিফা’ হয়ে যাচ্ছেন নাতাশা! ‘সেক্সি বেবি’কে বিয়ে করে ভয়ঙ্কর ভুল করলেন হার্দিক

আর সানিয়ার এই বিদায়ী ম্যাচেই বেনজির বিতর্কে জড়িয়ে গেলেন ইরফান পাঠান। স্ত্রী সহ পুত্রকে নিয়ে হায়দরাবাদে হাজির ছিলেন ইরফান পাঠান। স্ত্রী সাফা বেইগকে বরাবরের মতই পর্দানশীন অবস্থায় দেখতে পাওয়া গিয়েছে। ভাইরাল হয়েছে ইরফানের পারিবারিক ছবি।

তবে বিতর্ক দানা বেঁধেছে সানিয়ার সঙ্গে ছবি পোস্ট করে। সানিয়ার কাঁধে হাত রেখে ইরফান যে ছবি পোস্ট করেছেন তার ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছেন সিয়ার ‘আনস্টপেবেল’ গান। সেই সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “তুমি এই গানের মতই অপ্রতিরোধ্য। তোমার কীর্তির জন্য গর্বিত। আসল যাত্রা শুরু হয় অবসরের পরেই।”

আর হিজাব না পরে থাকা অবস্থায় ইরফান মহিলার কাঁধে হাত রাখা এই ছবির জন্যই সমালোচনার মুখে পড়েছেন পাঠান। জোহেব ইকবাল পাঠানকে আক্রমণ করে লিখেছেন, “আপনার বাবা নাকি বড়মাপের মৌলবী!” মুদাসির মালিকের বিষ ওগড়ানো মন্তব্য, “শোয়েব মালিক তোমার কাজের জন্য অভিশাপ দেবে। পাঠানের কোনও লজ্জাই নেই। এরকম কুরুচিকর দৃশ্যের জন্ম দেওয়ার জন্য লজ্জার শেষ নেই।”

আরও পড়ুন: মোদি-অমিত শাহ শয়তান হিন্দু! পাকিস্তানের মজলিশে বিষ উগরে হাততালি কুড়োলেন আনোয়ার

মহম্মদ জাকির নামের এক নেটিজেন স্পষ্টভাষায় লিখেছেন, “নিজের স্ত্রীকে হিজাবে ঢেকে অন্যের স্ত্রীকে স্পর্শ করায় নূন্যতম লজ্জা নেই তোমার!”

সবমিলিয়ে নেটিজেনদের একাংশের কাছে ইরফান যে প্রবল সমালোচিত, তা আর বলার অপেক্ষা রাখে না।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Irfan pathan slammed for posting selfie with sania mirza retirement match in hyderabad