/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/Sania-pathan.jpg)
কেরিয়ারের শেষ ম্যাচ খেললেন সানিয়া। হায়দরাবাদের যে লাল বাহাদুর শাস্ত্রী টেনিস স্টেডিয়ামে সানিয়ার উত্থান এটিপি টুর্নামেন্ট জিতে সেখানেই গত রবিবার প্রদর্শনী ম্যাচের পর আলবিদা জানিয়েছেন নিজের পেশাদারি কেরিয়ারকে।
সানিয়ার ফেয়ারওয়েল ম্যাচে হায়দরাবাদে চাঁদের হাঁট বসে গিয়েছিল। রোহন বোপান্না, যুবরাজ সিং, প্রিয় বন্ধু বেথানি মাটেক স্যান্ড যেমন ছিলেন, তেমনই সানিয়াকে কোর্টে শেষবারের মত সরাসরি চাক্ষুস করতে হাজির ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, জাতীয় দলের ক্যাপ্টেন মহম্মদ আজহারউদ্দিন, ইরফান পাঠান, চিত্রতারকা দুলকির সালমানরা।
আরও পড়ুন: ‘মিয়া খলিফা’ হয়ে যাচ্ছেন নাতাশা! ‘সেক্সি বেবি’কে বিয়ে করে ভয়ঙ্কর ভুল করলেন হার্দিক
আর সানিয়ার এই বিদায়ী ম্যাচেই বেনজির বিতর্কে জড়িয়ে গেলেন ইরফান পাঠান। স্ত্রী সহ পুত্রকে নিয়ে হায়দরাবাদে হাজির ছিলেন ইরফান পাঠান। স্ত্রী সাফা বেইগকে বরাবরের মতই পর্দানশীন অবস্থায় দেখতে পাওয়া গিয়েছে। ভাইরাল হয়েছে ইরফানের পারিবারিক ছবি।
তবে বিতর্ক দানা বেঁধেছে সানিয়ার সঙ্গে ছবি পোস্ট করে। সানিয়ার কাঁধে হাত রেখে ইরফান যে ছবি পোস্ট করেছেন তার ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছেন সিয়ার 'আনস্টপেবেল' গান। সেই সঙ্গে ক্যাপশনে লিখেছেন, "তুমি এই গানের মতই অপ্রতিরোধ্য। তোমার কীর্তির জন্য গর্বিত। আসল যাত্রা শুরু হয় অবসরের পরেই।"
You have been unstoppable exactly like this song. So proud of your achievement. The real journey starts after retirement @MirzaSania#legend#tennispic.twitter.com/Di9rNwSLt0
— Irfan Pathan (@IrfanPathan) March 6, 2023
আর হিজাব না পরে থাকা অবস্থায় ইরফান মহিলার কাঁধে হাত রাখা এই ছবির জন্যই সমালোচনার মুখে পড়েছেন পাঠান। জোহেব ইকবাল পাঠানকে আক্রমণ করে লিখেছেন, "আপনার বাবা নাকি বড়মাপের মৌলবী!" মুদাসির মালিকের বিষ ওগড়ানো মন্তব্য, "শোয়েব মালিক তোমার কাজের জন্য অভিশাপ দেবে। পাঠানের কোনও লজ্জাই নেই। এরকম কুরুচিকর দৃশ্যের জন্ম দেওয়ার জন্য লজ্জার শেষ নেই।"
আরও পড়ুন: মোদি-অমিত শাহ শয়তান হিন্দু! পাকিস্তানের মজলিশে বিষ উগরে হাততালি কুড়োলেন আনোয়ার
fame can destroy one's emaan
— Dr Muhammad SHAHAB (@DrMuhammadSHA17) March 7, 2023
ap k wlaid to bary molana ni ?
— Engr Zohaib Iqbal (@ZohaibIkk) March 7, 2023
@realshoaibmalik
Lanat bejta hoon may aisay par aur dawa karay gey ki ham musalman hey
Aur raha yei non sense pathan na haya na sharam
Lanat hey aisi fahooshat felanay may @haneeqfarooqs kuch roshni dalaye janaaaaab— ملک مدسر 🥀 (@Malik_Mudasir5) March 6, 2023
Haat hata besharam
— mohd zakir (@mohdzakir651) March 7, 2023
মহম্মদ জাকির নামের এক নেটিজেন স্পষ্টভাষায় লিখেছেন, "নিজের স্ত্রীকে হিজাবে ঢেকে অন্যের স্ত্রীকে স্পর্শ করায় নূন্যতম লজ্জা নেই তোমার!"
Khud ki wife ko hijab karaata hai aur dusro ki bv ko haat lagaata h gandu
— mohd zakir (@mohdzakir651) March 7, 2023
সবমিলিয়ে নেটিজেনদের একাংশের কাছে ইরফান যে প্রবল সমালোচিত, তা আর বলার অপেক্ষা রাখে না।