Irfan Pathan: 'কবে থেকে আমার বাপ হলি...?' পাঠানের এক ধমকেই শায়েস্তা হয়েছিলেন আফ্রিদি

India vs Pakistan 2006: ২০০৬ সালে পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এই দলের সঙ্গে ছিলেন ইরফান পাঠান। সেইসময় বিমানের মধ্যে পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে তাঁর ব্য়াপক ঝামেলা হয়।

India vs Pakistan 2006: ২০০৬ সালে পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এই দলের সঙ্গে ছিলেন ইরফান পাঠান। সেইসময় বিমানের মধ্যে পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে তাঁর ব্য়াপক ঝামেলা হয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shahid Afridi and Irfan Pathan

শাহিদ আফ্রিদি এবং ইরফান পাঠান

Irfan Pathan: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান বর্তমানে দেশের অন্যতম সেরা ধারাভাষ্যকার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন। কিন্তু, ক্রিকেট তাঁকে ছাড়েনি। ভারতীয় ক্রিকেট নিয়ে হামেশাই ইরফান খুল্লমখুল্লা আলোচনা করতে ভালবাসেন। সম্প্রতি শাহিদ আফ্রিদিকে (Shahid Afridi) নিয়ে একটি অজানা গল্প শেয়ার করেছেন তিনি। ২০০৬ সালে যখন পাকিস্তান সফরে গিয়েছিলেন ইরফান পাঠান, সেইসময় শাহিদ আফ্রিদিকে তিনি এক ধমকেই শায়েস্তা করে দিয়েছিলেন।

Advertisment

Irfan Pathan on Pahalgam Attack: 'এই কারণে কষ্টটা বেশি হচ্ছে...', পহেলগাম হামলার নিন্দা ইরফানের মুখে

সেই গল্পটাই এবার শেয়ার করলেন ইরফান পাঠান

২০০৬ সালে পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এই দলের সঙ্গে ছিলেন ইরফান পাঠান। সেইসময় বিমানের মধ্যে পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে তাঁর ব্য়াপক ঝামেলা হয়। ইরফান বলেন, ২০০৬ সালে আমরা একটি বিমানে চেপে করাচি থেকে লাহোর যাচ্ছিলাম। দুটো দলই একসঙ্গে যাত্রা করছিল। আমি চুপচাপ বসেই ছিলাম। আচমকা কোথা থেকে শাহিদ আফ্রিদি আসে এবং আমার মাথার চুলটা ঘেঁটে দেয়। এরপর হাসতে হাসতে জিজ্ঞেস করেছিল, 'তুমি কেমন আছ, সোনা?' আমি তখন পাল্টা প্রশ্ন করেছিলাম, 'তুমি কবে থেকে আবার আমার বাবা হলে?' আসলে, এটা শাহিদ আফ্রিদির একটা বোকা-বোকা আচরণ ছিল। কারণ, সেইসময় আমরা একে অপরের বন্ধু ছিলাম না।

Advertisment

Shahid Afridi: কুকুরের সঙ্গে তুলনা আফ্রিদিকে, ঝামা ঘষে দিলেন ভারতীয় নেতা

পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন ইরফান পাঠান। তিনি মেন ইন গ্রিনের বিরুদ্ধে ৬৭ উইকেট শিকার করেন। এছাড়া একটি শতরানের দৌলতে তিনি ৮০৭ রানও করেন।

Shahid Afridi: ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে বিরাটকে নিয়ে বড় মন্তব্য আফ্রিদির, বললেন...

আইপিএল কমেন্ট্রি প্যানেলের অংশ ছিলেন না ইরফান

২০২৫ আইপিএল টুর্নামেন্টে ইরফান পাঠানকে কমেন্ট্রি প্যানেলে রাখা হয়নি। যদিও বর্তমানে তিনি সোনি স্পোর্টস নেটওয়ার্কের হয়ে কমেন্ট্রি করছেন। সম্প্রতি ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ৫ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজে সোনি স্পোর্টস নেটওয়ার্কের হয়ে কমেন্ট্রি করছেন ইরফান।

Shahid Afridi: এবারে শাহিদ আফ্রিদির উপর Surgical Strike! সেনাকে অপমানের বদলা নিল ভারত

এক নজরে ইরফানের কেরিয়ার

ভারতীয় ক্রিকেট দলের হয়ে ইরফান পাঠান ২৯ টেস্ট ম্য়াচ খেলেছেন। এরমধ্যে তিনি ১,১০৫ রান করার পাশাপাশি ১০০ উইকেটও শিকার করেছেন। অন্যদিকে, ১২০ ওয়ানডে ম্য়াচে তিনি ১,৫৪৪ রান করেন এবং ১৭৩ ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। এছাড়া ২৪ টি-২০ ম্য়াচে তিনি ১৭২ রান করার পাশাপাশি ২৮ উইকেট শিকার করেছেন।

Shahid Afridi Irfan Pathan Indian Cricket Team