Advertisment

অ্য়ান্টিগায় আগুন জ্বাললেন ইশান্ত, দ্বিতীয় দিনের শেষে উইন্ডিজ ১৮৯/৮

ভারতের প্রথম ইনিংসে করা ২৯৭ রান তাড়া করতে গিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ওয়েস্ট ইন্ডিজ। গত শুক্রবার অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে উইন্ডিজ ইনিংস থামল ১৮৯ রানে।

author-image
IE Bangla Web Desk
New Update
Ishant sharma takes 5 wickets india vs west Indies test

উইকেটের পর ইশান্তের উচ্ছ্বাস (ছবি-টুইটার/বিসিসিআই)

ভারত: ২৯৭

Advertisment

উইন্ডিজ: ১৮৯/৮ (৫৯ ওভার)

দ্বিতীয় দিনের শেষে ১০৮ রানে পিছিয়ে উইন্ডিজ। হাতে রয়েছে ২ উইকেট

ভারতের প্রথম ইনিংসে করা ২৯৭ রান তাড়া করতে গিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ওয়েস্ট ইন্ডিজ। গত শুক্রবার অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে উইন্ডিজ ইনিংস থামল ১৮৯ রানে। হাতে আর অন্তিম দুই উইকেট রয়েছে তাদের। ভারতের হয়ে বল হাতে আগুন জ্বালিয়েছেন ইশান্ত শর্মা। একাই তুলে নিয়েছেন পাঁচ উইকেট। বাকি তিন উইকেট জসপ্রীত বুমরা, মহম্মদ শামি ও রবীন্দ্র জাদেজার।

আরও পড়ুন: রাহানের ব্যাটে ভারত বিপদ পেরোলেও এখনও আশঙ্কামুক্ত নয়


গত বৃহস্পতিবার উইন্ডিজের বিরুদ্ধে ভারত বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের অভিযান শুরু করেছে। স্য়ার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে জেসন হোল্ডারের টিম বিরাট কোহলিদের ব্য়াটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। ৯৩ রানে চার উইকেট হারিয়ে এক সময় ব্য়াটিং বিপর্যয়ের মুখে পড়েছিল কোহলি অ্যান্ড কোং। সেখান থেকে ডিসাস্টার ম্য়ানেজমেন্টের কাজটা করেন অজিঙ্ক রাহানে (৮১) ও রবীন্দ্র জাদেজা (৫৮)। তাঁদের সৌজন্য়ে ভারতের প্রথম ইনিংস থামে ২৯৭ রানে।

আরও পড়ুন: অশ্বিন নেই প্রথম একাদশে, অবাক গাভাসকার

-->

এই রান তাড়া করতে নেমে হোল্ডারের টিম একের পর এক উইকেট হারাতে থাকে। ইনিংসে কোনও বড় পার্টনারশিপ দেখা যায়নি। সর্বোচ্চ রান আসে রস্টন চেজের ব্য়াট থেকে। ৪৮ রান করেন তিনি। ইশান্ত একার কাঁধে দায়িত্ব নিয়ে উইন্ডিজের ভরাডুবি ঘটান। বলা যেতে পারে ভারত এখন থেকেই প্রথম টেস্ট জয়ের গন্ধ পেতে শুরু করেছে।

West Indies Ishant Sharma India
Advertisment