Advertisment

ইশান্তের ফিফটিতে মাত সোশ্যাল মিডিয়া, 'অলরাউন্ডার' ঘোষণা করার দাবি

ভারতের ইনিংস যখন নিভু নিভু, তখনই হনুমা বিহারীর সঙ্গে সাবাইনা পার্কে হাল ধরলেন ইশান্ত। ১১২ রানের পার্টনারশিপে তিনিও করে গেলেন কেরিয়ারে প্রথম অর্ধশতরান। এর আগে টেস্টে ইশান্তের সর্বোচ্চ স্কোর ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩১।

author-image
IE Bangla Web Desk
New Update
Ishant Sharma

কেরিয়ারের সর্বোচ্চ স্কোর ক্যারিবিয়ান মুলুকে (বিসিসিআই টুইটার)

প্রথম টেস্টের প্রথম দিনে বল নিয়ে ধ্বংস করেছিলেন ক্যারিবিয়ান ইনিংসকে। এবার ব্যাট হাতে দ্বিতীয় টেস্টে ভারতকে চালকের আসনে বসিয়ে দিলেন ইশান্ত শর্মা। হনুমা বিহারীর সেঞ্চুরি কিংবা পরে বোলার বুমরার হ্য়াটট্রিকে ভারত ইনিংস জয়ের স্বপ্ন দেখছেন। তবে কিংস্টনে পার্শ্বচরিত্র হয়েও শিরোনামে ইশান্ত শর্মা। কেরিয়ারে প্রথমবার হাফসেঞ্চুরির সৌজন্যে। প্রথম দিন ভারত শেষ করেছিল ২৬৪/৫ স্কোরে। দ্বিতীয় দিনে বেশিক্ষণ টানতে পারেননি ঋষভ পন্থ। প্রথম দিনের স্কোরেই আউট হয়ে যান ঋষভ পন্থ। জাদেজাও বিহারীকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ক্রিজে। মাত্র ১৬ রান করে বিদায় নেন তারকা অলরাউন্ডার।

Advertisment

ভারতের ইনিংস যখন নিভু নিভু, তখনই হনুমা বিহারীর সঙ্গে সাবাইনা পার্কে হাল ধরলেন ইশান্ত। ১১২ রানের পার্টনারশিপে তিনিও করে গেলেন কেরিয়ারে প্রথম অর্ধশতরান। এর আগে টেস্টে ইশান্তের সর্বোচ্চ স্কোর ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩১। তবে তা-ও বছর আটেক আগের ঘটনা। ইশান্ত শর্মা ৮০ বলে ৫৭ রানে আউট হয়ে যাওয়ার পরে ভারতের ইনিংস বেশিক্ষণ টেকেনি। থেমে যায় ৪১৪ রানে।

আরও পড়ুন ভিডিও: কোহলির সঠিক সিদ্ধান্তেই হ্যাটট্র‌িক বুমরার, নাম তুললেন রেকর্ড বুকে

বিহারীর সেঞ্চুরি, বুমরার হ্য়াটট্রিক, চালকের আসনে টিম ইন্ডিয়া

হনুমা বিহারীকে শতরান করার সুযোগ দিয়ে এবং নিজে অর্ধশতরান করে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের সামনে বিশাল রানের টার্গেট চাপিয়ে দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় সারাদিনই ইশান্ত শর্মা ভাইরাল। অনেকের দাবি, এবার অলরাউন্ডার 'মর্যাদা' দেওয়া হোক দিল্লির ক্রিকেটারকে। কেউ আবার ইশান্তের হাফসেঞ্চুরিতে রোহিত শর্মা কতটা অস্বস্তিতে পড়লেন, তা-ও লিখেছেন টুইটার অ্যাকাউন্টে।

এই বিশাল রানের পাহাড়ের চ্য়ালেঞ্জ নিতে ব্যাট করতে আপাতত মুখ থুবড়ে পড়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা। বুমরা হ্যাটট্রিক সমেত টপ অর্ডার একাই ধ্বংস করে দেওয়ায় ৮৭/৭-এ ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের দলগাত স্কোর একশো পেরোয় কিনা, সেটাই আপাতত দেখার।

cricket Ishant Sharma
Advertisment