এটিকেএমবি: ২ (রয় কৃষ্ণ, মনবীর সিং)
ইস্টবেঙ্গল: 0
আইএসএলের প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে ইতিহাস গড়ল মোহনবাগান। জোড়া গোলে মেরিনার্সরা এবার ইস্টবেঙ্গল বধ করল গোয়ার মাঠে। আর জয়ের নায়ক সেই রয় কৃষ্ণ। আইএসএলের প্রথম গোল এসেছিল তাঁর পা থেকে। এবার সুপার লীগের প্রথম ডার্বি গোল-ও ফিজিয়ান তারকার। টানা দু ম্যাচে দুই গোল করে ফের নিজের কার্যকারিতা বোঝালেন তিনি।
আইএসএলের মত মেগা টুর্নামেন্ট। তবে কোভিড পরিস্থিতিতে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হল দুই দলকে। মারাদোনা প্রয়াণের ৪৮ ঘন্টার মধ্যেই মেগা ম্যাচে নামলেন দু দলের ফুটবলাররা। এই সেই ম্যাচেই বাজিমাত হাবাসের।
আইএসএলের সফলতম কোচ তিনি। অন্যদিকে রবি ফাউলার আবার একের পর এক ডার্বিতে নায়ক হয়েছেন। ডার্বিতে ফুটবলার ফাউলার ম্যাচ জিতলেও, কোচ ফাউলার সেভাবে নজর কাড়তে পারলেন না।
অল্প দিন দায়িত্ব পেয়েছেন। একটাও প্রস্তুতি ম্যাচও খেলেননি। দলের ফুটবলাররা সেভাবে এখনো তাল মিল রপ্ত করতে পারেননি তা প্রথম খেলাতেই বারেবারে প্রকট হয়ে উঠল।
গোলের পর কৃষ্ণ
৩-৪-৩ ছকে দল সাজিয়েছিলেন তিনি। তিন ফরোয়ার্ড নিয়ে প্রথম একাদশ গড়ে প্রথমার্ধে বল পজিশনে এগিয়ে ছিল ফাউলারের দল ইস্টবেঙ্গল।
তবে দ্বিতীয়ার্ধে সব ওলট পালট হয়ে গেল। ম্যাচে তীব্রভাবে ফিরে এল এটিকে মোহনবাগান। বিরতির পরেই জাবি হার্নান্দেজের সঙ্গে যুগলবন্দিতে গোল করে যান কৃষ্ণ। জাভিকে মার্ক করছিলেন দুজন ইস্টবেঙ্গল ডিফেন্ডার। তবে কুশলী জাভির পাস স্টেইনম্যানের কাছে বাধাপ্রাপ্ত হয়ে চলে যায় কৃষ্ণ-র কাছে। বাঁ পায়ের নিখুঁত শটে গোল করে যান তিনি।
সমতা ফেরানোর জন্য এরপর গোটা দ্বিতীয়ার্ধ পেলেও তা করতে পারেনি ফাউলার ব্রিগেড। বারবার আক্রমণে চাপ বাড়িয়েও কাজে আসেনি। উল্টে পরিবর্ত হিসাবে নামা মনবীর সিং এটিকে মেরিনার্সদের হয়ে দ্বিতীয় গোল করে যান।
গত মরশুমে ১৫টি গোল করেও গোল্ডেন বুট পাননি কৃষ্ণ। এই মরশুমে তাঁর নামের পাশে ইতিমধ্যেই দু গোল হয়ে গেল।
ইস্টবেঙ্গল:
দেবজিত মজুমদার, রানা ঘরামি, ফক্স, স্কট নেভিল, নারায়ণ দাস, স্টেইনম্যান, মেইতেই, সুরচন্দ্র সিং, পিলকিংটন, মাঘোমা, বলবন্ত সিং
এটিকে মোহনবাগান:
অরিন্দম ভট্টাচার্য, সন্দেশ জিংঘান, তিরি, প্রীতম কোটাল, শুভাশিস বোস, জয়েশ রানে, ম্যাকহিউ, জাভি হার্নান্দেজ, প্রবীর দাস, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণ
আরো পড়ুন: ক্লাবের প্রশাসনিক গাফিলতি, সংঘাতেই আইএসএলে কোচিং করানো হল না! আক্ষেপ আলেহান্দ্রোর
আরো পড়ুন: ইস্টবেঙ্গলের ‘ফিলিপ লাম’কে না আটকালে ভুগবেন হাবাস, সতর্কবার্তা বাগান প্রাক্তনীর
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন