Advertisment

হৃদয় দিয়ে ইস্টবেঙ্গলের রক্ষণ সামলাবো! সই করেই বললেন টমিস্লাভ

এ লিগের তারকা ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলোকে দ্বিতীয় বিদেশি হিসাবে সই করালো ইস্টবেঙ্গল। অস্ট্রেলিয়ান এ লিগে খেলা তারকা দ্বৈত নাগরিক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দ্বিতীয় বিদেশি হিসাবে এবার ইস্টবেঙ্গল সই করিয়ে ফেলল ক্রোয়েশিয়ান-অস্ট্রেলিয়ান টমিস্লাভ মার্সেলোকে। এ লিগে পারথ গ্লোরির হয়ে খেলা তারকা ডিফেন্ডারকে সই করানোর ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল মঙ্গলবার।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আগেই জানানো হয়েছিল, ক্রোয়েশিয়া এবং অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিকত্ব থাকা টমিস্লাভ মার্সেলাকে সই করানোর দিকে অনেকটাই এগিয়েছে ইস্টবেঙ্গল। সেই ঘোষণাই এদিন করে দিল লাল হলুদ। ৬ ফুট ৪ ইঞ্চির দীর্ঘ ডিফেন্ডার ২০১৮-য় দুই বছরের চুক্তিতে পারথ গ্লোরিতে সই করেছিলেন। দলে থাকাকালীন এ লিগ প্রিমিয়ারশিপ জিতেছেন। ক্লাবের সাফল্যে বেনজির অবদান রেখেছেন।

আরও পড়ুন: ডার্বি খেলতে মুখিয়ে আছি! লাল হলুদে সই করেই হুঙ্কার আমিরের

লাল হলুদে চুক্তিবদ্ধ হওয়ার পর টমিস্লাভ জানিয়ে দিয়েছেন, "ক্লাবের বিষয়ে ভাল ফিডব্যাক পেয়েই সই করতে মনস্থির করি। আমার বেশ কয়েকজন বন্ধু ভারতে খেলে গিয়েছেন। তাঁরা প্রত্যেকেই ক্লাবের বিষয়ে ওয়াকিবহাল। কত বড় ঐতিহ্য ইস্টবেঙ্গলের সেটা ওদের কাছেই জানতে পেরেছি। হৃদয় দিয়ে ইস্টবেঙ্গলের রক্ষণ সামলাব। লকার রুমেরও দেখভাল করব। দলের সাফল্যের জন্য সর্বস্ব উজাড় করে দেব। তাছাড়া দলের পরিবেশ সবসময় উন্নতিতে সহায়ক হয়। ক্লাবের সমর্থকরা কতটা প্যাশনেট, সেটাই জানি। তবে দুর্ভাগ্যের ওঁরা সমর্থন জানাতে গ্যালারিতে থাকতে পারবে না। ওদের জন্যই আমরা মাঠে নামব। ওঁদের মুখে হাসি ফোটাতে প্রাণপ্রনে চেষ্টা করব। আপাতত মরশুম শুরুর অপেক্ষায় রয়েছি।"

আরও পড়ুন: মান্দুকিচের দেশের অজি তারকা এবার ইস্টবেঙ্গলে, বিদেশি বাছাই চূড়ান্ত লাল হলুদে

আরও পড়ুন: নাটকীয়ভাবে ছাঁটাই ফাউলার! আলেহান্দ্রো ‘কানেকশনে’ ইস্টবেঙ্গল হটসিটে তারকা স্প্যানিশ কোচ

পারথে জন্ম হলেও টমিস্লাভের বেড়ে ওঠা ক্রোয়েশিয়ায়। আরএনকে স্প্লিটের যুব দলে খেলে উত্থান তারকার। স্প্লিটে টানা আট বছর খেলার পরে টমিস্লাভ নাম লেখান তৃতীয় ডিভিশনের দল জাদরান ক্যাস্টলে। ২০১০-এ সই এনকে প্রিমোরাকে। আর মাত্র ২০ বছর বয়সে এনকে ইমোটস্কির হয়ে নিয়মিত প্ৰথম একাদশে খেলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান। টানা ভাল খেলার সুবাদে টমিস্লাভ সুযোগ পান ক্রোয়েশিয়ার টপ ডিভিশনের এনকে হারভাটস্কিতে। তারপরে জাগরেবের বিখ্যাত ক্লাব লোকোমোটিভায় সই করেন।

লোকোমোটিভার হয়ে প্ৰথম ম্যাচেই হাজডুক স্প্লিটের বিরুদ্ধে গোল পেয়েছিলেন টমিস্লাভ। ক্রোয়েশিয়া থেকে দক্ষিণ কোরিয়ার জিওনাম ড্র্যাগনসেও খেলেছেন তিনি। সেখান থেকে পারথ গ্লোরিতে ফেরেন ২০১৮-য়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

East Bengal Club ISL East Bangal East Bengal Eastbengal
Advertisment