Advertisment

রোনাল্ডোর কোচ সোলজায়ারের ছাত্র এবার ইস্টবেঙ্গলে! সেরার সেরা স্ট্রাইকার লাল হলুদে

চার বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল। এবার লাল হলুদের শিবিরে তারকা নাইজেরিয়ান স্ট্রাইকার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দল প্রায় গুছিয়ে এনেছে ইস্টবেঙ্গল। চতুর্থ বিদেশি হিসাবে লাল হলুদ সংসারে এবার যোগ দিলেন নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা চুকু।

Advertisment

ইউরোপীয় ফুটবলে খেলার অগাধ অভিজ্ঞতা নিয়েই ভারতে পা রাখছেন তারকা স্ট্রাইকার। নরওয়ের হেভিওয়েট ক্লাব মলদে এফকের হয়ে প্রথম পর্বে খেলেন ২০১০-২০১৫। সেই সময়ে ক্লাবকে তিনবার (২০১১, ২০১৩, ২০১৪) চ্যাম্পিয়ন করেছেন সেদেশের লিগে। ৩০ বছরের তারকা মলদে এফকে'র জার্সিতে লিগের টপ স্কোরারও হয়েছিলেন। ২০১১-২০১৪য় মলদে-র কোচ ছিলেন বর্তমান ম্যান ইউ কোচ ওলে জায়ার সোলজায়ার। তাঁর কোচিংয়েই তুখোড় ফর্মে খেলেছেন নরওয়ের লিগে।

publive-image

আরও পড়ুন: সমর্থকদের জন্যই মাঠে নামব! ইস্টবেঙ্গলে সই করেই বার্তা ক্লোজে-বিগিলার ‘বন্ধু’র

publive-image

এর আগে আমির দের্বিসেভিচ, টমিস্লাভ মার্সেলা এবং ফ্রানজো প্রেৎসকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল বিদেশি কোটায়। ইস্টবেঙ্গলে সই করে তারকা স্ট্রাইকার বলে দিয়েছেন, "এমন ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিতে পেরে ভাল লাগছে। যত বেশি সম্ভব ম্যাচে জিততে দলকে সাহায্য করতে চাই। নরওয়েতে খেলে একাধিকবার খেতাব জিতেছি। সেরা কিছু কোচেদের অধীনেও খেলেছি। সেই অভিজ্ঞতা সতীর্থড সঙ্গে ভাগ করে নিয়ে দলকে সাহায্য করতে চাই। ইস্টবেঙ্গলের কোচিং স্টাফের সঙ্গে কাজ করতেও মুখিয়ে রয়েছি। নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে ছিলাম। আর ভারতের প্রস্তাব বেশ আকর্ষণীয় মনে হয়েছিল। ইন্ডিয়ান সুপার লিগ ক্রমশ বেড়ে উঠছে। আর এখানে আসার এটাই সেরা সময়।"

publive-image

আরও পড়ুন: হৃদয় দিয়ে ইস্টবেঙ্গলের রক্ষণ সামলাবো! সই করেই বললেন টমিস্লাভ

খেলেছেন চীনা সুপার লিগের জায়ান্ট সাংহাই জেনজিনয়ের হয়ে। সেখান থেকে চিমা সই করেন পোল্যান্ডের নামি ক্লাব লেগিয়া ওয়ারশ-তে। তারপরে ফের একবার পুরোনো ক্লাব মলদে-তে ফিরে যান ২০১৮-য়। সেই মরশুমে ১৭ ম্যাচে ৬ গোলও করেন। এরপরে ২০১৯ মরশুম শেষ পর্যন্ত লোনে খেলতে চলে যান চিনের লাভা স্প্রিংয়ের হয়ে। ২০২০-তে চিনা ক্লাব তাইঝৌ ইউয়ান্ডার সঙ্গে দু বছরের চুক্তি করেন।

publive-image

আরও পড়ুন: মান্দুকিচের দেশের অজি তারকা এবার ইস্টবেঙ্গলে, বিদেশি বাছাই চূড়ান্ত লাল হলুদে

চিমার ফুটবল কেরিয়ার শুরু ফেসটাক স্পোর্টসের হয়ে। তারপরে লোনে খেলতে চলে যান বুসদর ইউনাইটেডের হয়ে। এরপরে নরওয়ের দল লিনে একবছর খেলার পরে মলদে এফকে-তে সই করেন তিনি। আর মলদেকে প্রথমবার লিগ জিততে দারুণভাবে সাহায্য করেন। ২০১১-য় ২৪ ম্যাচে পাঁচ গোল করেন তারকা। ইউরোপা লিগে স্টুটগার্টের বিপক্ষে ক্লাবের ২-০ জয়ে দুরন্ত গোল করার কীর্তিও রয়েছে তাঁর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Eastbengal East Bengal Kolkata Football Indian Football East Bangal ISL East Bengal Club
Advertisment