Advertisment

রাশিয়া বিশ্বকাপে রোনাল্ডোর প্রতিপক্ষ মাজিদ আসছেন না কলকাতায়, হতাশই হতে হচ্ছে হাবাসদের

দুর্ধর্ষ ফুটবল প্রোফাইল মাজিদ হোসেইনির। তাঁর কাছে ইউরোপের একাধিক শীর্ষসারির ক্লাবের প্রস্তাব রয়েছে। তিনি ভারতে এলে সেটা কার্যত অভাবনীয়ই হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তিন বছর আগে রাশিয়া বিশ্বকাপে খেলেছেন। ইরানের জাতীয় দলের নিয়মিত সদস্য মাজিদ হোসেইনিকে নিয়ে আপাতত জোর গুঞ্জন কলকাতা ফুটবলে। এটিকে মোহনবাগানের জার্সিতে নাকি আসন্ন মরশুমে খেলতে দেখা যাবে তাঁকে।

Advertisment

তবে সূত্র বলছে মাজিদের প্রোফাইল সোনায় মোড়া হলেও কলকাতায় আসার কার্যত কোনো সম্ভাবনা নেই ইরানের সুপারস্টারের। তুরস্কের ছয়টা সুপার লিগ চ্যাম্পিয়ন ক্লাব ট্রাবজোনস্পোরের হয়ে শেষ মরশুমে খেললেও বতর্মানে তিনি ফ্রি এজেন্ট।

আরো পড়ুন: সবুজ মেরুনে কি নাম লেখাচ্ছেন সুপারস্টার মান্দজুকিচ! বিশাল আপডেট দিলেন কোচ হাবাস

আর তার বায়ো ডেটা বেশ পছন্দ হয়েছিল সবুজ মেরুন শিবিরে। তবে তাঁর বেতন শুনেই কিছুটা পিছু হটেছে হাবাসের দল। খবর এমনটাই। ইউরোপের ফুটবলে খোঁজ নিয়ে জানা গেল, ইরানের ২৫ বছর বয়সী ডিফেন্ডারকে ভারতে আনতে হলে সবমিলিয়ে খরচ করতে হবে প্রায় ১২ কোটি টাকা। এমন অঙ্কেই নতুন করে হিসাব কষা হচ্ছে এটিকেএমবি শিবিরে।

আরো পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে খেলা ট্রিকভস্কির সঙ্গে ATKMB-র আলোচনা জমলই না! কেন এলেন না সুপারস্টার

ইরানের সমস্ত বয়সভিত্তিক পর্যায়ে খেলে সিনিয়র দলে সুযোগ পেয়েছেন কয়েক বছর আগেই। ২০১৮-য় অভিষেকের পর থেকে জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪টি ম্যাচ। বিশ্বকাপের আগেই উজবেকিস্তানের জয়ে অভিষেক ঘটার পরে মাজিদ জাতীয় দলে প্রথম একাদশে ঠাঁই পান গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে। সতীর্থ রৌজবে চেসমি চোট পাওয়ায় শিকে ছেড়ে তাঁর ভাগ্যে।

স্পেন এবং পর্তুগালের বিরুদ্ধে বিশ্বকাপে খেললেও জয় এনে দিতে পারেননি। স্পেনের কাছে ০-১ এ হারের পরে পর্তুগালের সঙ্গে ১-১ ড্র করে মজিদের ইরান। ক্লাব ফুটবলে এস্তেঘাল, ট্রাবজানস্পোরের হয়ে খেলে ফেলেছেন। ট্রাবজানস্পোর মেয়াদ শেষের পরেও তার সঙ্গে চুক্তি বাড়াতে রাজি ছিল। তবে মাজিদ রাজি হননি। ইউরোপে খেলাই তাঁর লক্ষ্য আপাতত।

আরো পড়ুন: ‘ঘরের ছেলে’কে ঘরে ফেরালো এটিকে মোহনবাগান! দুরন্ত সইয়ে উচ্ছ্বসিত হাবাস নিজেই

publive-image

ঘটনা হচ্ছে, মজিদের মত তারকা ডিফেন্ডারকে পেতে ঝাঁপিয়েছে কাতার স্টার লিগ, রাশিয়ান লিগের দুই দল। এছাড়াও ইউরোপে গ্রিসের এইকে এথেন্স, অলিম্পিয়াকোস, ইতালির সাম্পরদিয়া, তুরস্কের বাসাকশাহির, বেলজিয়ামের আন্ডারলেখটের মত প্রথম সারির ক্লাবের একাধিক প্রস্তাব রয়েছে তাঁর কাছে। তিনি ইতিমধ্যেই আন্ডারলেখটের প্রস্তাবে রাজি হননি।

আরো পড়ুন: ডুরান্ড কাপে মোহনবাগানকে হারানোর নায়ক এবার কলকাতায়, সই করিয়ে চমকে দিল মহামেডান

ইউরোপের সেরা সেরা ক্লাবের লোভনীয় চুক্তি বাতিল করে তিনি যদি পাড়ি দেন আইএসএলে, সেটাই কার্যত অঘটনই ধরতে হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

atk-mohun-bagan ATK Mohun Bagan Indian Football Kolkata Football ISL
Advertisment