Advertisment

ইস্টবেঙ্গলকে নিয়ে খুব বেশি ভাবছেন না! ডার্বিতে লাল-হলুদকে নিয়ে কি 'তাচ্ছিল্য' বাগান বসের

ডার্বি নিয়ে বিস্ফোরণ ঘটালেন এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

লিগ তালিকায় দুজনেই আপাতত তিন পয়েন্ট। গোল পার্থক্যে কেবল এগিয়ে এটিকে মোহনবাগান। লিগ তালিকা নয়, আইএসএল-এর ডার্বি পরিসংখ্যানই শনিবারের মহারণে নামার আগে ভরসা জোগাচ্ছে বাগান বস হুয়ান ফেরান্দোকে। শেষ দুই সিজনে চার ডার্বিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে এটিকে মোহনবাগান। সবমিলিয়ে টানা হাফডজন ম্যাচে জয় পেয়েছে সবুজ মেরুন শিবিরের।

Advertisment

তাই ২৪ ঘন্টা পরে এটিকে মোহনবাগানই যে ডার্বির ফেভারিট, তা আর বলার অপেক্ষা রাখে না। একশো শতাংশ আইএসএল-ডার্বি জয়ের পরিসংখ্যান নিয়েই মাঠে ফের নামছে এটিকে মোহনবাগান। প্ৰথম ম্যাচে এটিকে মোহনবাগান চেন্নাইয়িনের কাছে হেরে মরশুম শুরু করেছিল। তারপরে কেরালা ব্লাস্টার্সকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে দারুণভাবে ফিরে এসেছেন সবুজ মেরুন তারকারা।

আরও পড়ুন: ডার্বিতে নামছে ‘মস্তান’ ইস্টবেঙ্গল! বাগান-মহারণের আগেই উত্তাপ বাড়ালেন দেবব্রত সরকার

ডার্বিতে নামার আগে প্রতিপক্ষ দল নয়, নিজের দল নিয়েই ভাবিত এটিকে মোহনবাগান। এমনটাই জানালেন কোচ হুয়ান ফেরান্দো। "আমি কেবল নিজের দল নিয়েই ভাবছি। দল মোটামুটি ঠিকঠাক রয়েছে। প্রত্যেকেই প্রতিপক্ষ সম্পর্কে ভাল মত ওয়াকিবহাল। ওঁদের স্কোয়াড নিঃসন্দেহে ভাল। তবে আমরা কেবলমাত্র নিজেদের নিয়েই ফোকাস করছি। আমাদের এখনও অনেক ম্যাচ খেলতে হবে। তবে সত্যি কথা বলতে প্রতিপক্ষ দল নিয়ে আমরা খুব বেশি ভাবি না।" সাফ বলে দিচ্ছেন তিনি।

দলবদলের মরশুমে একের পর এক তারকাকে সই করিয়ে বারবার শিরোনামে উঠে এসেছিল এটিকে মোহনবাগান। তা স্বত্ত্বেও এএফসি এবং ডুরান্ড কাপে হতাশ হয়েছিল শতাব্দী প্রাচীন ক্লাবকে। তবে সমর্থকদের ভরসা জোগানোর ভঙ্গিতে সবুজ মেরুনের স্প্যানিশ মাস্টার বলে দিচ্ছেন, "ধীরে ধীরে এই দল আরও উন্নতি করবে। লাইন আপে কারা খেলছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল, পরিকল্পনা ঠিকঠাক ধরে রাখা যাচ্ছে কিনা! এটা একটা চালু প্রক্রিয়া। কখনও কখনও হতাশ হতেই হয় এএফসি কাপের মত।"

আরও পড়ুন: ডার্বি হারের ইতিহাস বদলাতে মাঠে নামবে ইস্টবেঙ্গল, সরাসরি বাগানকে হুঙ্কার স্টিফেনের

প্রতিপক্ষ দলের মতই ডার্বিকে খুব বেশি গুরুত্বও দিতে নারাজ হুয়ান। বিষ্ফোরক ভঙ্গিতে জানিয়ে দিচ্ছেন, "আগামীকাল স্রেফ আর একটা ম্যাচ হতে চলেছে। শহরের ফুটবল সমর্থকদের জন্য এটা নিশ্চয় দারুণ ব্যাপার। ডার্বিতে স্টেডিয়ামে আসতে সকলে মুখিয়ে থাকে। তবে আমাদের কাছে এটা নিছকই অন্য একটা সাধারণ ম্যাচের মত। যেখানে তিন পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে।"

atk-mohun-bagan Mohunbagan ATK Mohun Bagan ISL
Advertisment