scorecardresearch

বড় খবর

ডার্বি হারের ইতিহাস বদলাতে মাঠে নামবে ইস্টবেঙ্গল, সরাসরি বাগানকে হুঙ্কার স্টিফেনের

বাগান কোচকে তিন পয়েন্টের জন্য সরাসরি চ্যালেঞ্জ স্টিফেন কনস্টানটাইনের

ডার্বি হারের ইতিহাস বদলাতে মাঠে নামবে ইস্টবেঙ্গল, সরাসরি বাগানকে হুঙ্কার স্টিফেনের

আইএসএল-এর ডার্বির ইতিহাসে এখনও অপরাজেয় এটিকে মোহনবাগান। ইস্টবেঙ্গল আইএসএল ডার্বি জয়ের স্বাদ এখনও পায়নি। ইতিহাসের কাঁটা ঘোরানোর লক্ষ্য নিয়ে লাল-হলুদ শিবির শনিবাসরীয় ডার্বিতে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের। দুই দলই শেষ ম্যাচে বড়সড় জয় নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে।

আইএসএলের ডার্বির মুখোমুখি হওয়ার আগে চলতি মরশুমে অবশ্য দুই দল আগেই মোকাবিলা করেছে ডুরান্ড কাপের ডার্বিতে। শ্লথ গতির সেই ডার্বির ফয়সালা করে দিয়েছিল সুমিত পাসসির আত্মঘাতী গোল।

আরও পড়ুন: ডার্বিতে নামছে ‘মস্তান’ ইস্টবেঙ্গল! বাগান-মহারণের আগেই উত্তাপ বাড়ালেন দেবব্রত সরকার

আইএসএল-এর প্ৰথম ডার্বি জয়ের লক্ষ্য নিয়েই শনিবার নামছে ইস্টবেঙ্গল। তিন পয়েন্ট ছাড়া কোনও কিছুই ভাবছে না লাল-হলুদ শিবির স্পষ্ট করে দিয়েছেন কোচ স্টিফেন কনস্টানটাইন। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে যিনি বলে দিচ্ছেন, “কোনও সন্দেহ নেই, কলকাতা ডার্বি ভারতীয় ফুটবল ক্যালেন্ডারের সবথেকে বড় ম্যাচ। এটা স্পেশ্যাল ম্যাচ। তাই আমরা এটিকে মোহনবাগানকে ফেস করতে মুখিয়ে রয়েছি। কড়া লড়াই হবে।”

এরপরেই ব্রিটিশ কোচের সংযোজন, “আমি মোটেই এক পয়েন্ট নিয়ে ভাবছি না। আমার লক্ষ্য তিন পয়েন্ট। ওঁরাও আশা করি তিন পয়েন্টের উদ্দেশ্যেই নামবে। ডার্বিতে জয়ের জন্যই সবাই মাঠে নামে।” সমর্থকদের আশ্বস্ত করে লাল-হলুদ বসের বক্তব্য, “জয়ের এই বিষয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। সকলেই এই ম্যাচ জিততে চায়। ফুটবলাররা তো বটেই, সাপোর্ট স্টাফ, দুই দলের সমস্ত সমর্থকরাই দলের জয় দেখতে চায়।”

বাগানের হুঙ্কার হতে চলেছেন দিমিত্রি পেত্রাতোস। কেরালা ব্লাস্টার্স ম্যাচে যিনি হ্যাটট্রিক করে কাঁপিয়ে দিয়েছিলেন। তাঁকে থামানোই আপাতত মূল লক্ষ্য ইভান গঞ্জালেজের নেতৃত্বাধীন ইস্টবেঙ্গল রক্ষণের। অন্যদিকে, ইস্টবেঙ্গল রক্ষণ অনেকটাই নির্ভর করছে ক্লেইটন সিলভার ওপর। যাঁর নামের পাশে ইতিমধ্যেই দুই গোল।

আরও পড়ুন: ৩ পয়েন্ট নিয়েই ডার্বি জিতব! ৭২ ঘন্টা আগেই বাগানকে হুঙ্কার বস কনস্টানটাইনের

শেষ ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে ৩-১’এ উড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। তবে সেই ম্যাচের থেকেও ভালো খেলার ক্ষমতা রয়েছে, এমনটাই বলে দিলেন স্টিফেন কনস্টানটাইন। তিনি বলছেন, “শেষ ম্যাচে আমরা মোটেই দুর্ধর্ষ ফুটবল খেলিনি। তবে হ্যাঁ, ঠিকঠাক খেলেছিলাম আমরা। ম্যাচ জিতে মাঠ ছেড়েছি, এটাই আসল।”

ডুরান্ডের দল হিসেবে তাঁদের নিলে যে ভুগবে বাগান শিবির, সেটাও স্পষ্ট করে দিয়ে তিনি শেষে বলে দিয়েছেন, “বৃষ্টির সকালে একদিন মাত্র ১২ জনকে নিয়ে যে অনুশীলন শুরু করেছিলাম, সেখান থেকে দল অনেক উন্নতি করেছে। মোহনবাগানের বিরুদ্ধে ডুরান্ড কাপে আমাদের যে দল মুখোমুখি হয়েছিল, সেই দলের থেকে এই দল সম্পূর্ণ আলাদা। তাছাড়া এটা লিগ ম্যাচ। যেটা ম্যাচের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা বেশ কয়েকটা ডার্বি হেরেছি। সেই ইতিহাস এবার বদলে দিতে আগামীকাল আমরা মাঠে নামব।”

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Isl 2022 east bengal wants nothing but three points from atk mohun bagan derby says coach stephen constantine