ISL 2024-25 Cup Final: আপাতত গোধূলি লগ্নে এসে দাঁড়িয়েছে ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2024-25) টুর্নামেন্টে। শনিবার (১২ এপ্রিল) এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হচ্ছে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants) এবং বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। দুই যুযুধান শিবিরে আপাতত উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগতে শুরু করেছে, ফাইনাল ম্য়াচে যে দল জয়লাভ করবে, তাদের কত টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে।
২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগে খেতাব জয় করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। চলতি মরশুমেও তারা দুর্দান্ত ছন্দে রয়েছে। অন্যদিকে, আইএসএল ইতিহাসে মোহনবাগানই প্রথম দল যারা এই টুর্নামেন্টে লিগ শিল্ড পরপর ২ মরশুম জিততে পেরেছে। এবার পরপর ২ মরশুম ট্রফি জিততে পারে কি না, সেটাই আপাতত দেখার।
আরও পড়ুন ফাইনালে হবে ফুটবলের মহাযুদ্ধ! কখন-কোথায় লাইভ দেখবেন মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্য়াচ?
গোটা দেশের ফুটবল সমর্থকরা আপাতত ২০২৪-২৫ আইএসএল ফাইনালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইন্ডিয়ান সুপার লিগ টুর্নামেন্টে মূলত দুটো খেতাব দেওয়া হয়। একটা আইএসএল শিল্ড, অন্যটা আইএসএল কাপ। লিগ পর্বে যে দল শীর্ষস্থান গ্রহণ করে, তাদের হাতে শিল্ড তুলে দেওয়া হয়। অন্যদিকে, ফাইনাল ম্য়াচে যে দল জিততে পারে, তাদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি।
আরও পড়ুন কোন দলকে কত গোল দিয়ে ফাইনালে উঠল মোহনবাগান? দেখে নিন এখনই
দেখে নিন, ২০২৪-২৫ আইএসএল মরশুমে পুরস্কার মূল্যের যাবতীয় তথ্য
সূত্রের খবর, এবারের আইএসএল টুর্নামেন্টে যে দল জয়লাভ করবে, তাদের মোট ৬ কোটি টাকার পুরস্কার মূল্য দেওয়া হবে। অন্যদিকে যে দল রানার্স আপ হবে, তারা পাবে ৩ কোটি টাকা। এছাড়া সেমিফাইনাল পর্বে যে চারটে দল যোগ্যতা অর্জন করেছে, তাদের প্রত্যেককে ১.৫ কোটি টাকা করে দেওয়া হবে।
চ্যাম্পিয়ন দল : ৬ কোটি টাকা
শিল্ড জয়ী দল : ৩.৫ কোটি টাকা
রানার্স-আপ : ৩ কোটি টাকা
সেমি-ফাইনালিস্ট : চারটে দলের প্রত্যেককে ১.৫ কোটি টাকা করে দেওয়া হবে।