ISL 2024-25 MBSG Road to Final: ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League (ISL)) আরও একবার ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। ২০২৪-২৫ আইএসএল (ISL 2024-25) ফাইনালে তারা বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচটি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।
আইএসএল ইতিহাসে মোহনবাগান দ্বিতীয় দল হিসেবে নাম লেখাতে চলেছে, যারা একই মরশুমে লিগ শিল্ড এবং টুর্নামেন্টের খেতাব জয় করবে। গত মরশুমে মোহনবাগানের কাছে এই 'ডবল' রেকর্ড গড়ার সুযোগ এসেছিল বটে, কিন্তু মুম্বই সিটি এফসি ফাইনাল ম্য়াচে মেরিনার্সদের যাবতীয় স্বপ্নে জল ঢেলে দেয়। এবার সেই ভুলের পুনরাবৃত্তি আর চায় না সবুজ-মেরুন ব্রিগেড।
Mohun Bagan Super Giant: 'ইতিহাস লিখব, আগামী প্রজন্ম লাফাবে', ফাইনাল জেতার আগেই বড় কথা সৃঞ্জয়ের
২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টে মোহনবাগান এখনও পর্যন্ত বেশ দাপুটে পারফরম্য়ান্স করেছে। যদিও টুর্নামেন্টের শুরুটা তারা একেবারে প্রত্যাশা অনুসারে করতে পারেনি। প্রথম তিনটে ম্য়াচের মধ্যে মাত্র একটাতেই তারা জয়লাভ করেছিল। কিন্তু, বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ৩-০ ব্যবধানে পরাজয়ের পর ভাগ্যের চাকা একেবারে ঘুরে যায়। একের পর এক ম্য়াচ জিততে শুরু করে মেরিনার্সরা। পাশাপাশি হোসে মলিনা অ্যান্ড কোম্পনির পারফরম্য়ান্সেও যথেষ্ট ধারাবাহিকতা দেখতে পাওয়া যায়।
Mohun Bagan Super Giant: 'বদলা নিয়েছি...', মোহনবাগান ফাইনালে উঠতেই হুঙ্কার শুভাশিসের
মোহনবাগানের রেকর্ড
এই ISL মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants) যথেষ্ট নজরকাড়া পারফরম্য়ান্স করেছে। গড়েছে একাধিক রেকর্ডও। এখনও পর্যন্ত তারা এক মরশুমে (লিগ পর্বে) মোট ১৭ ম্য়াচে জয়লাভ করেছে। টুর্নামেন্টের লিগ পর্বে আর কোনও দল ইতিপূর্বে এতগুলো ম্য়াচ জিততে পারেনি। আর সেকারণে মোহনবাগানের মতো ৫৬ পয়েন্টও আর কেউ সংগ্রহ করতে পারেনি। পাশাপাশি এই টুর্নামেন্টের ১৫ ম্য়াচে মেরিনার্সরা ক্লিন-শিট বজায় রাখতে পেরেছে। আইএসএল টুর্নামেন্টের এক মরশুমে এটাও যে অনন্য একটি রেকর্ড, তা বলার অপেক্ষা রাখে না।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, লিগ পর্যায়ে মোহনবাগান মাত্র ২ ম্য়াচে হেরে গিয়েছে। আর জিতেছে ১৭ ম্যাচে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিংকে তারা জোড়া লেগেই পরাস্ত করেছে! এই দলে তারকা বিদেশির পাশাপাশি দুর্দান্ত ভারতীয় ফুটবলারদের মিশেল রয়েছে। আর সেকারণেই মলিনার দল অত সহজে আইএসএল লিগ শিল্ড জয় করেছে।
BFC vs MBSG: ফাইনালে হবে ফুটবলের মহাযুদ্ধ! কখন-কোথায় লাইভ দেখবেন মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্য়াচ?
শুধুমাত্র কথার কথাই নয়। চলতি ISL টুর্নামেন্টের লিগ পর্বে মোহনবাগান সত্যিই অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়েছে। আসুন দেখে নেওয়া যাক, কোন দলকে কত গোল দিয়ে ফাইনালে উঠল মোহনবাগান?
- মোহনবাগান ২-২ মুম্বই সিটি
- মোহনবাগান ৩-২ নর্থইস্ট ইউনাইটেড
- বেঙ্গালুরু এফসি ৩-০ মোহনবাগান
- মোহনবাগান ৩-০ মহমেডান এসসি
- ইস্টবেঙ্গল ০-২ মোহনবাগান
- হায়দরাবাদ এফসি ০-২ মোহনবাগান
- ওড়িশা এফসি ১-১ মোহনবাগান
- মোহনবাগান ৩-০ জামশেদপুর এফসি
- মোহনবাগান ১-০ চেন্নাইয়িন এফসি
- নর্থইস্ট ইউনাইটেড ০-২ মোহনবাগান
- মোহনবাগান ৩-২ কেরালা ব্লাস্টার্স এফসি
- এফসি গোয়া ২-১ মোহনবাগান
- পঞ্জাব এফসি ১-৩ মোহনবাগান
- মোহনবাগান ৩-০ হায়দরাবাদ এফসি
- মোহনবাগান ১-০ ইস্টবেঙ্গল
- জামশেদপুর এফসি ১-১ মোহনবাগান
- চেন্নাইয়িন এফসি ০-০ মোহনবাগান
- মোহনবাগান ১-০ বেঙ্গালুরু এফসি
- মহমেডান এসসি ০-৪ মোহনবাগান
- মোহন বাগান ৩-০ পঞ্জাব এফসি
- কেরালা ব্লাস্টার্স ০-৩ মোহনবাগান
- মোহনবাগান ১-০ ওড়িশা এফসি
- মুম্বই সিটি ২-২ মোহনবাগান
- মোহনবাগান ২-০ এফসি গোয়া
ISL 2024-25 Final: ভাঙল আবেগের বাঁধ, ফাইনালে নামার আগে কী বললেন সুনীল?
এই টুর্নামেন্টের সেমিফাইনাল পর্বের যোগ্যতা সরাসরি অর্জন করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। শেষ চারের লড়াইয়ে তাদের খেলতে হয়েছিল জামশেদপুর এফসি'র বিরুদ্ধে। নর্থ-ইস্ট ইউনাইটেডকে হারিয়ে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছিল জামশেদপুর। প্রথম লেগের সেমিফাইনাল ম্য়াচে মেরিনার্সরা ১-২ গোলে পিছিয়ে পড়ে। কিন্তু, দ্বিতীয় লেগে ফের জ্বলে ওঠে তারা এবং জামশেদপুরকে ২-০ গোলে উড়িয়ে দেয়। দুটো লেগ মিলিয়ে মোহনবাগান ৩-২ গোলে জয়লাভ করে। এবার ফাইনাল ম্য়াচে সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারে কি না, সেটাই আপাতত দেখার।