MBSG vs BFC ISL Final 2024-25 Football Match Live Streaming: ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2024-25) আপাতত শেষের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। শনিবার (১২ এপ্রিল) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনাল ম্য়াচের আয়োজন করা হবে। এই ম্য়াচে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants) এবং বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। আশা করা হচ্ছে, দুটো দলের মধ্যেই লড়াই একেবারে হাড্ডাহাড্ডি হবে।
এই ম্য়াচটি যে শুধুমাত্র দুটো দলের মধ্যে লড়াই, এমনটা ভাবলে একেবারে ভুল হবে। এটা আসলে দুই ফুটবল সংস্কৃতির মধ্যে মহাসংগ্রাম। একদিকে রয়েছে বাংলার আবেগ, অন্যদিকে বেঙ্গালুরুর পেশাদারিত্ব।
Mohun Bagan Super Giant: 'ইতিহাস লিখব, আগামী প্রজন্ম লাফাবে', ফাইনাল জেতার আগেই বড় কথা সৃঞ্জয়ের
কোথায়-কখন দেখবেন ফাইনাল ম্য়াচের লাইভ অ্যাকশন?
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা (ভারতীয় সময় অনুসারে) থেকে এই ধামাকাদার লড়াই শুরু হবে। এই ম্য়াচেই লাইভ টেলিকাস্ট আপনারা Star Sports 3, Star Sports 3 HD, Sports 18 এবং Sports 18 HD চ্যানেলে উপভোগ করতে পারবেন। এছাড়া ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন JioHotstar অ্যাপ এবং ওয়েবসাইটেও।
Mohun Bagan Super Giant: 'বদলা নিয়েছি...', মোহনবাগান ফাইনালে উঠতেই হুঙ্কার শুভাশিসের
চলতি মরশুমে এখনও পর্যন্ত দুই দলের পারফরম্য়ান্স
এই মরশুমে মোহনবাগান ISL লিগ শিল্ড জয় করার পাশাপাশি ইতিহাস কায়েম করেছে। মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়া অন্য কোনও দল পরপর ২ মরশুম আইএসএল লিগ শিল্ডের খেতাব জিততে পারেনি। প্রথম লেগের সেমিফাইনাল ম্য়াচে জামশেদপুর ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার কারণে, মেরিনার্সদের টেনশন কিছুটা হলেও বেড়ে গিয়েছিল। কিন্তু, দ্বিতীয় লেগে সবুজ-মেরুন ব্রিগেড ২-০ গোলে ইস্পাতনগরীকে উড়িয়ে দেয় এবং ফাইনালের টিকিট কনফার্ম করে।
অন্যদিকে, বেঙ্গালুরু লিগ টেবিলে তৃতীয় স্থান অর্জন করেছিল। মুম্বই সিটি-কে হারিয়ে তারা প্লে-অফের লড়াইয়ে এন্ট্রি নেয়। সেমিফাইনালের দুটো লেগ মিলিয়ে তারা এফসি গোয়াকে ৩-২ গোলে পরাস্ত করে এবং ফাইনালের আসন পাকা করে নেয়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, দ্বিতীয় লেগের সেমিতে সুনীল ছেত্রী ইনজুরি টাইমে গোল করেন এবং দলের জয় নিশ্চিত হয়।
Sunil Chhetri Record: ফাইনালে ওঠার আনন্দকে দ্বিগুণ করলেন সুনীল, গড়লেন এই স্পেশাল রেকর্ড
তারকা ফুটবলার
৪০ বছর বয়সি সুনীল ছেত্রী আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছেন। এই মরশুমে তিনি এখনও পর্যন্ত ১৪ গোল করেছেন। গোটা আইপিএল কেরিয়ারে তিনি এক মরশুমে এটাই সর্বাধিক গোল করেন। অন্যদিকে, মোহনবাগানের হয়ে জেমি ম্য়াকলারেন ১১ গোল করেছেন। ফাইনালে এই দুজন ফুটবলার জ্বলে উঠবেন বলে আশা করা হচ্ছে।
Sunil Chhetri: বুড়ো হাড়ে ফের ভেলকি, সুনীল ম্য়াজিকে আবারও মোহিত গোটা দেশ
হেড-টু-হেড রেকর্ড
আইএসএল টুর্নামেন্টে এই দুটো দল একে অপরের বিরুদ্ধে মোট ১১ বার খেলতে নেমেছে। এরমধ্যে ৭ ম্য়াচে জয়লাভ করেছে মোহনবাগান। অন্যদিকে বেঙ্গালুরু এফসি জিতেছে মাত্র ২ ম্য়াচে। আর দুটো ম্য়াচ ড্র হয়েছে। মোহনবাগান বেঙ্গালুরুকে মোট ১৮ গোল দিয়েছে। অন্যদিকে, বিএফসি আবার মেরিনার্সদের দিয়েছে ১১ গোল। ২০২২-২৩ মরশুমের ফাইনালেও এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্য়াচে বেঙ্গালুরু এফসি পেনাল্টি শ্যুটআউটে জয়লাভ করেছিল। চলতি মরশুমে মোট ২ বার এই দুটো দল মুখোমুখি হয়েছিল। প্রথমবার বেঙ্গালুরু এফসি ৩-০ গোলে জয়লাভ করে। আর দ্বিতীয়বার মোহনবাগান জেতে ১-০ গোলে।