ISL 2025 Cup Final: কোন মাঠে মোহনবাগান-বেঙ্গালুরু ISL Cup ফাইনাল? কোন নিয়মে বাছা হল এই স্টেডিয়াম?

ISL 2025 Cup Final MBSG vs BFC: ISL কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়ে দিয়েছে, এবারের আইএসএল ফাইনাল হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। সোমবারই মোহনবাগান সেমিফাইনাল জিতে সেটা নিশ্চিত হয়ে যায়।

ISL 2025 Cup Final MBSG vs BFC: ISL কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়ে দিয়েছে, এবারের আইএসএল ফাইনাল হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। সোমবারই মোহনবাগান সেমিফাইনাল জিতে সেটা নিশ্চিত হয়ে যায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
ISL 2025 Cup Final: যুবভারতীতে ISL কাপ ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান-বেঙ্গালুরু

ISL 2025 Cup Final: যুবভারতীতে ISL কাপ ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান-বেঙ্গালুরু

ISL 2025 Cup Final MBSG vs BFC: জামশেদপুরকে (Jamshedpur FC) রুদ্ধশ্বাস সেমিফাইনালে হারিয়ে ISL ফাইনালে উঠেছে মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Super Giants)। অন্যদিকে, আরেক সেমিফাইনালে এফসি গোয়াকে (FC Goa) হারিয়ে নাটকীয় ভাবে ফাইনালে উঠেছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। আগামী ১২ এপ্রিল শনিবার আইএসএল ফাইনালে দুই দল মুখোমুখি হবে। তবে কোন মাঠে হবে ফাইনাল, চূড়ান্ত ঘোষণা করে দিল ISL কর্তৃপক্ষ।

Advertisment

ISL কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়ে দিয়েছে, এবারের আইএসএল ফাইনাল হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। সোমবারই মোহনবাগান সেমিফাইনাল জিতে সেটা নিশ্চিত হয়ে যায়। মঙ্গলবার সেই সিদ্ধান্তে সিলমোহর দিল ISL কর্তৃপক্ষ। এবার প্রশ্ন, কোন নিয়মে এবার যুবভারতীতে ISL ফাইনাল হচ্ছে? সেটা জেনে নিন।

ISL-এর নিয়ম অনুযায়ী, ISL কাপ ফাইনালে যে দুই দল উঠবে তাদের মধ্যে লিগে যে দল এগিয়ে থাকবে সেই দলের ঘরের মাঠে ফাইনাল হবে। অর্থাৎ এবারের লিগ শিল্ড জিতেছে মোহনবাগান। তার উপর তারা কাপ ফাইনালেও উঠেছে। ফলে ISL কাপের ফাইনাল হচ্ছে মোহনবাগানের ঘরের মাঠ যুবভারতীতে। ফাইনাল ঘরের মাঠে হওয়ায় বাড়তি সুবিধা পাবে মোহনবাগান তা বলাই বাহুল্য। গ্যালারিভর্তি সমর্থক এবং চেনা পরিবেশে খেলা বাড়তি অ্যাডভান্টেজ মোহনবাগানের। 

আরও পড়ুন সুপার কাপের কোয়ার্টারেই ডার্বি! প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের বিপক্ষে কঠিন দল, বাগানের প্রতিপক্ষ কারা?

Advertisment

একই মরশুমে লিগ শিল্ড এবং কাপ ফাইনাল জেতার নজির রয়েছে মুম্বই সিটি এফসি। গত মরশুমে লিগ শিল্ড জিতেও কাপ ফাইনালে মুম্বইয়ের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল সবুজ-মেরুন শিবিরের। এবার সেই স্বপ্নপূরণের লক্ষ্যে বাগান। ১২ এপ্রিল ঘরের মাঠ যুবভারতীতে সুনীল ছেত্রীদের হারিয়ে মুম্বইয়ের নজির ছুঁতে চায় মেরিনার্সরা।

আরও পড়ুন 'ইতিহাস লিখব, আগামী প্রজন্ম লাফাবে', ফাইনাল জেতার আগেই বড় কথা সৃঞ্জয়ের

Bengaluru FC Mohun Bagan Super Giants ISL 2024-25