ISL: Mohun Bagan vs Kerala Blasters: ফের বড় নজির গড়ার মুখে মোহনবাগান সুপার জায়ান্ট। টানা দ্বিতীয়বার আইএসএল এবং শিল্ড জেতার মুখে দল। শনিবার সেই লক্ষ্যেই ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হবে সবুজ-মেরুন। এই ম্যাচে দলের জয়ের সাক্ষী হতে মোহনবাগান সমর্থকদের মধ্যে এখন উন্মাদনা তুঙ্গে। শনিবারের ম্যাচে তাই গ্যালারি ভরা থাকবে বলেই বাগান কর্তাদের আশা।
গতবার আইএসএলে দলের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারিয়ে শিল্ড জিতেছিল বাগান। এবার শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে এফসি গোয়ার। ফলে লড়াইটা বেশ কঠিন। কারণ, এফসি গোয়া বর্তমানে লিগ-শিল্ড জেতার দৌড়ে বাগানের ঠিক পরেই আছে। আর, সেই কারণেই জয়ের জন্য অতদিন অপেক্ষায় নারাজ বাগান কোচ হোসে মোলিনা। বাগানের হাতে আছে চারটি ম্যাচ। তার মধ্যে দু'টিতে জিততে পারলেই কেল্লাফতে। সেই রাস্তাতে হাঁটতেই শনিবার কেরলকে হারাতে মরিয়া বাগানের খেলোয়াড়রা।
তার ওপর কেরল এখন বেশ বেকায়দায় আছে। পাঁচ ম্যাচের মধ্যে তারা মাত্র তিনটিতে জিতেছে। প্রথম ছয়ে জায়গা পাওয়াই এখন তাদের লক্ষ্য। পরিসংখ্যান বলছে, আইএসএলে ঘরের মাঠে মোহনবাগান কখনও কেরল ব্লাস্টার্সের কাছে হারেনি। তবে, এই সব পরিসংখ্যান থাকলেও কেরলকে হেলাফেলা করা যাবে না। কারণ, তারা এখন প্রথম ছয়ে উঠতে মরিয়া হয়ে উঠেছে। আর, শনিবার তারা সেজন্যই প্রাণপণে ম্যাচ জেতার চেষ্টা চালাবে।
আইএসএলে ২০২২-২৩ মরশুমের প্রথম লিগে মোহনবাগান ৫-২ গোলে কেরলকে হারিয়েছিল। হ্যাটট্রিক করেছিলেন দিমিত্রিয়স পেট্রাটস। এবার অবশ্য তিনি সেবারের মত ফর্মে নেই। তবে, মোহনবাগান এবার বেশ ভালো খেলছে। গত সাত ম্যাচে তারা পাঁচটিতেই জিতেছে। শিল্ড জিততে দলের দরকার এখন ছয় পয়েন্ট। তার মধ্যে শনিবার কেরলের বিরুদ্ধে জিতলেই তিন পয়েন্ট চলে আসবে।
আরও পড়ুন- ISL: Mohun Bagan vs Kerala: প্রত্যাশিত জয়, লিগশিল্ড জয়ের দোরগোড়ায় মোহনবাগান
তবে, এই পরিস্থিতিতে বাগান কোচ দলের চোট-আঘাত নিয়ে চিন্তায়। তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনিরুদ্ধ থাপা, আশিস রাই ও সহাল আবদুল সামাদের চোট। শনিবারের ম্যাচে তাঁদের কেউই নামতে পারবেন না বলেই আপাতত জানা গিয়েছে। সামাদ কেরলের ছেলে তিনি খেলতে না পারলেও শনিবারের ম্যাচে নামতে পারেন অপর মালয়ালি তারকা আশিক কুরুনিয়ান। পাশাপাশি, গত ম্যাচে কার্ড দেখায় খেলতে পারেননি দলের সেন্ট্রাল মিডফিল্ডার টম অলড্রেজ ও মিডফিল্ডার আপুইয়া। তাঁরা শনিবারের ম্যাচে নামবেই মনেই জানিয়েছেন কোচ মোলিনা।
আরও পড়ুন- আর মাত্র একটা ম্যাচ! তারপরই বিরাট কৃতিত্বের অধিকারী মোহনবাগান
গত ম্যাচে অলড্রেজ, আপুইয়াদের অভাব বুঝতে দেননি দীপেন্দু, সামাদ, দীপক টাঙরিরা। তার মধ্যে সামাদের এবার চোট। শুধু তাই না, প্লে মেকার জর্জ স্টুয়ার্টও এই ম্যাচে কার্ডের কারণে খেলতে পারবেন না। তবে, সেসবের চেয়েও বাগানের বড় সমস্যা গোলের সুযোগ নষ্ট। এ পর্যন্ত ২২২টি গোলের সুযোগ তৈরি করেছে সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু, গোল এসেছে মাত্র ৩৯টি। স্ট্রাইকার জেসন কামিংস, দিমিত্রিয়সরা গোলের মধ্যে নেই। তবে, জেমি ম্যাকলারেন পঞ্জাব এফসির বিরুদ্ধে জোড়া গোল করেছেন। এটাই বাগান সমর্থকদের কাছে বড় স্বস্তির ব্যাপার।