/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/errr-lead.jpg)
বুমরা এখন বিশ্বের তিন নম্বর বোলার, টেস্টে তাঁর উত্তরণে মোহিত শচীন
টেস্ট ক্রিকেটে জসপ্রীত বুমরার উত্তরণে মুগ্ধ শচীন তেন্ডুলকর। উইন্ডিজকে দু'ম্য়াচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার জন্য় ভারতীয় দলকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন 'ক্রিকেট ঈশ্বর'। পাশাপাশি বুমরার ভূয়সী প্রশংসা করেছেন মাস্টারব্লাস্টার।
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর শচীন। আর সেই দলেরও সুপারস্টার বুমরা। ফলে তাঁকে অত্য়ন্ত কাছ থেকে দেখছেন আধুনিক ক্রিকেটের ডন। শচীন টুইটারে লিখলেন, " এই সিরিজে বুমরাকে দেখে আমি মুগ্ধ। ওর হ্য়াটট্রিকটা স্পেশাল ছিল। টেস্ট ক্রিকেটে ওর উত্তরণ অসাধারণ।"
আরও পড়ুন: বুমরার মতো বোলার প্রজন্মে একটাই জন্মায়, বললেন যুবরাজ সিং
Congratulations to Team India on a fabulous series win.
It’s been a joy to watch @Jaspritbumrah93 in this series. His hat-trick was special and the progress he has made in Test cricket has been absolutely terrific.#WIvsINDpic.twitter.com/OvbvoTJUk0— Sachin Tendulkar (@sachin_rt) September 2, 2019
Jasprit Bumrah has jumped 4️⃣ places to claim the No.3 spot in the @MRFWorldwide ICC Test bowling rankings ???? pic.twitter.com/x0KZXZriEE
— ICC (@ICC) September 3, 2019
আরও পড়ুন: সবার উপরে স্মিথ, সিংহাসনচ্যূত কোহলি
ক্য়ারিবিয়ান ব্য়াটসম্য়ানরা বুমরার আউটসুইং আর স্লোয়ার নাস্তানাবুদ হয়েছেন। অ্যান্টিগা আর জামাইকাতে বুমরা ঝড় তুলেছিলেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও হয়েছেন তিনি। তাঁর ঝুলিতে এসেছে ১৩টি উইকেট। এই পারফরম্য়ান্সের সুবাদে বুমরা এখন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের তিন নম্বর বোলার। গত ২৭ অগাস্ট আইসিসি যে, র্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছিল সেখানে বুমরা বোলারদের মধ্য়ে প্রথম দশে চলে এসেছিলেন। আর মঙ্গবার চার ধাপ এগিয়ে সাত থেকে তিনে এলেন তিনি। বাইশ গজে এখন সত্য়িই বুম বুম বুমরার রাজ চলছে।