Advertisment

কোহলি সরতেই হট ফেভারিট বুমরা, জাতীয় দলে পেতে পারেন গুরুদায়িত্ব

কেএল রাহুল আবার জাতীয় দলে দুবার ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব সামলেছেন। ২০২০-তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০-তে রাহুল অধিনায়কের দায়িত্বে ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বৃহস্পতিবার বিশ্বক্রিকেটকে চমকে দিয়ে বড় ঘোষণা করেছেন কোহলি। জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের পরেই টি২০ নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন। ৩২ বছরের সুপারস্টার ২০১৭ থেকেই জাতীয় টি২০ দলের নেতৃত্ব দিচ্ছেন।

Advertisment

নেতৃত্ব ছাড়ার জন্য কোহলি ওয়ার্কলোড ম্যানেজমেন্টকেই দায়ী করেছেন। বিবৃতিতে তিনি লিখেছেন, “গত ৮-৯ বছর ধরে তিন ফরম্যাটে টানা খেলে চলেছি। নেতৃত্ব দিচ্ছি ৫-৬ বছর ধরে। তাই ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করাটা জরুরি ছিল। তাই টেস্ট এবং ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার জন্য আমার নিজের স্পেস দরকার ছিল। টি২০ দলের নেতা হিসেবে নিজের সর্বস্ব দিয়েছি। এখন ব্যাটসম্যান হিসাবেও নিজের সেরাটা দেব দলের জন্য।”

আরও পড়ুন: পারলে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেখাও! সৌরভের বোর্ডকেই যেন সরাসরি চ্যালেঞ্জ কোহলির

কোহলি সরে দাঁড়ানোর পরে রোহিত শর্মা প্রত্যাশিতভাবেই টি২০-র রাজ্যপাট সামলাবেন। চেতন শর্মা নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে আবার রোহিতের ডেপুটি বেছে নিতে হবে। পিটিআই-য়ের প্রতিবেদন অনুযায়ী, তিন তারকা আপাতত ভাইস ক্যাপ্টেন হওয়ার দৌড়ে এগিয়ে। ঋষভ পন্থ সহ অধিনায়ক হওয়ার দৌড়ে এমনিতে এগিয়ে। তবে কেএল রাহুলের সম্ভবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সুনীল গাভাসকার স্বয়ং রাহুলের হয়ে ব্যাট ধরেছেন। এদিকে পেস বিভাগে তিন ফরম্যাটেই নেতৃত্ব দেওয়া জসপ্রীত বুমরা আবার এই তালিকায় ডার্ক হর্স।

আরও পড়ুন: কোহলি মূল্যবান সম্পদ! নেতৃত্ব ছাড়ার বিরাট ঘোষণায় টুপি খোলা কুর্নিশ সৌরভের

পিটিআই-কে বোর্ডের এক অধিকারিক জানিয়েছেন, "পন্থ এই তালিকায় ভালমত রয়েছে। তবে কেএল রাহুলকেও একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। তবে সহ অধিনায়ক হওয়ার দৌড়ে কালো ঘোড়া জসপ্রীত বুমরা।" ঋষভ পন্থ ইন্ডিয়া-এ দলকে নেতৃত্ব দিয়েছেন। আবার দিল্লি ক্যাপিটালসের বর্তমান নেতাও তিনি। এছাড়াও অতীতে দিল্লি রঞ্জি দলকে নেতৃত্ব দিয়েছেন তারকা।

কেএল রাহুল আবার জাতীয় দলে দুবার ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব সামলেছেন। ২০২০-তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০-তে রাহুল অধিনায়কের দায়িত্বে ছিলেন। সেই ম্যাচে রোহিত চোটের কারণে মাঠে নামতে পারেননি। কোহলিকে সেই ম্যাচে আবার বিশ্রাম দেওয়া হয়েছিল। গত বছরের শেষের দিকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের ফরম্যাটে কেএল রাহুলকে সহ অধিনায়ক ঘোষণা করা হয়। সেই সিরিজে ছিলেন না রোহিত শর্মা। এছাড়াও আইপিএলে পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন রাহুল।

আরও পড়ুন: রোহিতকে সরাতে বলেন কোহলি! কুৎসিত আবদারে ক্ষিপ্ত বোর্ডও, প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট

নেতৃত্বে বুমরার অভিজ্ঞতা না থাকলেও বহু বছর ধরে পেস বিভাগের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিন ফরম্যাটেই প্ৰথম একাদশে নিশ্চিত জায়গা তাঁর। তাই বুমরাকে সহ অধিনায়ক করা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। টি২০ ওয়ার্ল্ড কাপের পরেই নিউজিল্যান্ড সিরিজের টি২০ দল ঘোষণা করবেন জাতীয় নির্বাচকরা। তখনই স্পষ্ট হবে, রোহিতের ডেপুটি কে হবেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rishabh Pant KL Rahul Virat Kohli Jasprit Bumrah Rohit Sharma Indian Cricket Team
Advertisment