পিঠের চোট সারিয়ে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিরুদ্ধেই জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন জসপ্রীত বুমরা। নির্বাচকরা একদিন আগেই আসন্ন জোড়া সিরিজের জন্য যে দল ঘোষণা করেছে, তাতে দুই স্কোয়াডেই রাখা হয়েছে বুমরাকে। তবে তার আগে বুমরাকে রঞ্জি ট্রফিতে রাজ্য দলের হয়ে খেলে ফিটনেসের পরীক্ষা দিতে হবে। বুধবারেই সুরাতে কেরালার বিপক্ষে খেলতে নামছে গুজরাত। সেখানেই খেলবেন তারকা পেসার।
রঞ্জি ট্রফির এই ম্যাচ দেখতেই গ্যালারিতে দর্শকের ভূমিকায় থাকছেন স্বয়ং প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। সেপ্টেম্বর থেকেই পিঠের চোটে জাতীয় দলের বাইরে বুমরা। শেষবার বুমরা খেলেছিলেন ক্যারিবিয়ান সফরে। জামাইকাতে দ্বিতীয় টেস্টে তৃতীয় ভারতীয় বোলার হিসেবে হ্যাটট্রিকও করেছিলেন। বুমরার আগে যে কৃতিত্ব ছিল হরভজন সিং ও ইরফান পাঠানের।
আরও পড়ুন সকলকে এনসিএ হয়েই যেতে হবে, বুমরার ফিটনেস টেস্ট নিয়ে বললেন সৌরভ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ চলাকালীন বুমরাকে বিশাখাপত্তনমে নেট অনুশীলনে দেখাও গিয়েছিল তাঁকে। তখনই তাঁর প্রত্যাবর্তনের সম্ভবনার বিষয়ে জানা গিয়েছিল।
আরও পড়ুন শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা ভারতের
জাতীয় দলের জার্সিতে ১২ টেস্টে ৬২টি উইকেট তাঁর দখলে। ওয়ান ডে ও টি২০তে তাঁর শিকার যথাক্রমে ১০৩ ও ৫১টি উইকেট। ঘটনাচক্রে, বুমরার উপস্থিতিতে নিঃসন্দেহে গুজরাটের বোলিং আক্রমণের শক্তি বাড়বে।
রঞ্জিতে প্রথম ম্যাচে হায়দরাবাদকে সহজে হারিয়েছে গুজরাত। অন্যদিকে, কেরালা আবার বাংলার কাছে হেরে খেলতে নামছে। প্রথম ম্যাচে কেরালা আবার দিল্লিকে বাগে পেয়েও জিততে পারেনি। কেরালার হয়ে পারফরম্যান্স মেলে ধরতে মরিয়া সঞ্জু স্যামসন। জাতীয় দলের স্কোয়াডে রয়েছেন কেরালার এই তারকা উইকেটকিপার ব্যাটসম্যান। আগের ম্যাচে বাংলার কাছে কেরালা হারলেও সঞ্জু শতরান করে নিজের জাত চিনিয়েছেন।
Read the full article in ENGLISH