নিজের অদ্ভুত বোলিং অ্যাকশন বদলে ফেললেন বুমরা, চাঞ্চল্যকর ভিডিও পোস্ট বোর্ডের

অজিঙ্কা রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়া ভারতীয় দলের পেস বিভাগের অন্যতম অস্ত্র ছিলেন বুমরা। গোটা সিরিজে ১১ উইকেট দখল করেছেন।

অজিঙ্কা রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়া ভারতীয় দলের পেস বিভাগের অন্যতম অস্ত্র ছিলেন বুমরা। গোটা সিরিজে ১১ উইকেট দখল করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update

অদ্ভুত বোলিং অ্যাকশনের কারণেই ক্রিকেট বিশ্বে একাধিকবার শিরোনাম দখল করে নিয়েছেন জসপ্রীত বুমরা। সকলের থেকেই আলাদা তারকা পেসারের বোলিং অ্যাকশন। ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে প্রথম টেস্ট খেলতে নামার আগে বুমরাকে অবশ্য দেখা গেল অনুশীলনে স্পিন বোলিং করতে। নিজের অ্যাকশনের বদলে অনিল কুম্বলের বোলিং স্টাইল নকল করছিলেন তিনি।

Advertisment

আর সেই ভিডিওয় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে খোদ বিসিসিআই। মুহূর্তেই তুমুল ভাইরাল সেই ভিডিও।

Advertisment

করোনা পরবর্তী সময়ে দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজের মাধ্যমেই ক্রিকেট ফিরছে। তারকা খচিত ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের ধারা অক্ষুন্ন রাখতে চায় ভারত। সেই কারণেই অনুশীলনে রীতিমত ঘাম ঝরাচ্ছেন টিম ইন্ডিয়ার তারকারা।

আরো পড়ুন: ব্যাটসম্যানের সেঞ্চুরি আটকাতে ওয়াইড বল, বিতর্কের আগুনে দগ্ধ ক্রিকেট মহল

এর মধ্যেই শনিবার বোর্ডের তরফে বুমরার কুম্বলের অ্যাকশনের বোলিং ভিডিও। টেস্ট এবং একদিনের ক্রিকেটে দেশের জার্সিতে সর্বোচ্চ উইকেটশিকারি কুম্বলে। ২০১৬-১৭ সালে কুম্বলে যখন জাতীয় দলের কোচ ছিলেন তখন বুমরা উঠতি তারকা। যাইহোক, সেই ভিডিও পোস্ট করেই বিসিসিআইয়ের তরফে লেখা হল, "জসপ্রীত বুমরার আগুনে ইয়র্কার এবং ধারালো বাউন্সার সবাই দেখেছি। এবার সকলের সামনে হাজির করছিল ভারতীয় তারকার না দেখা ছবি। বুম কিংবদন্তি কুম্বলের অ্যাকশন নকল করার চেষ্টা করছে। প্রায় ঠিকঠাকই করছে।"

অজিঙ্কা রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়া ভারতীয় দলের পেস বিভাগের অন্যতম অস্ত্র ছিলেন বুমরা। শেষ টেস্টে খেলতে পারেননি। তবে গোটা সিরিজে ১১ উইকেট দখল করেছেন। এখন বুমরার লক্ষ্য দেশের মাটিতে ইংরেজ বধ করা। টেস্টের স্কোয়াডে সদস্য হওয়ার পর বুমরা এই প্রথমবার দেশের মাটিতে খেলবেন পাঁচদিনের ক্রিকেটে।

ইংল্যান্ড সিরিজের জন্য দুই টেস্টের স্কোয়াড:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি (ক্যাপ্টেন), মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (ভাইস ক্যাপ্টেন), কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, আর অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Anil Kumble Jasprit Bumrah