Advertisment

Steve Smith-Jasprit Bumrah: ধারে কাছে কেউ নেই, ৩ ফরম্যাটেই ১ নং বুমরা! ভারতীয় তারকাকে সেরার সেরা সার্টিফিকেট স্মিথের

Steve Smith on Jasprit Bumrah: জসপ্রীত বুমরাকে বর্ডার গাভাসকার সিরিজের আগে বিশ্বসেরার তকমা, রাখঢাক না করেই বলে দিলেন অজি গ্রেট স্টিভ স্মিথ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Steve Smith, Jasprit Bumrah, স্টিভ স্মিথ, জসপ্রিত বুমরা,

Steve Smith-Jasprit Bumrah: বহু ক্রিকেট বিশেষজ্ঞই বুমরার বোলিংয়ে মুগ্ধ। (ছবি- টুইটার)

Steve Smith, Jasprit Bumrah: বিশ্ব ক্রিকেটে ভারতীয় তারকা বোলার জসপ্রিত বুমরার গুণগ্রাহী দিনকে দিন বাড়ছে। এবার তাঁর প্রশংসায় সুর চড়ালেন অস্ট্রেলীয় ক্রিকেট তারকা স্টিভ স্মিথ। বুমরার ঢালাও প্রশংসা করে স্মিথ বলেছেন, 'বুমরা তিন ফরম্যাটেই বিশ্বের সেরা ফাস্ট বোলার। এনিয়ে কোনও সন্দেহ নেই।'

Advertisment

সামনের নভেম্বরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে সেই সিরিজের আগে বিশ্বকাপজয়ী অস্ট্রেলীয় তারকার মুখে বুমরার প্রশংসা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বিশেষজ্ঞদের অনেকে অবশ্য পেশাদার অস্ট্রেলীয়দের সাধারণ আচরণেও গোপন অভিসন্ধি খুঁজে পান। সেই বিশেষজ্ঞদের আশঙ্কা, ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের কথা মাথায় রেখে এখন থেকেই এভাবে 'মাইন্ড গেম' শুরু করে দিল অস্ট্রেলীয়রা।  

সে যাই হোক। এই মন্তব্যের অন্য অভিসন্ধি আছে কি না, তা তর্কসাপেক্ষ। তবে স্মিথ যেটা বলেছেন, তা হল- 'বুমরা দুর্দান্ত বোলার। নতুন বলই দিন বা পুরোনো বল, সবেতেই দুর্দান্ত বল করে। তিন ফরম্যাটেই সেরা। ওর বিরুদ্ধে খেলা সব সময় চ্যালেঞ্জিং।' অস্ট্রেলিয়ায় আসন্ন টেস্ট সিরিজ বুমরার কেরিয়ারে অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় সিরিজ হতে যাচ্ছে। আগের দুটো সফরে ৭ ম্যাচে বুমরা অস্ট্রেলিয়ায় ৩২টি উইকেট নিয়েছেন।  

বুমরার ঢালাও প্রশংসা করলেও স্মিথ অবশ্য ক্যারিশমায় কিছু কম যান না। ইংল্যান্ডকে তো তিনি ব্যাটিংয়ের জাদুতে ছাতু বানিয়ে ছেড়েছেন। ভারতের বিরুদ্ধে ৩৭ ইনিংসে রান ২,০৪২। তার মধ্যে আবার ৯টি সেঞ্চুরি। ৫টি হাফ সেঞ্চুরি। এবার তিনি কী করেন, সেটাই এখন দেখার। ২২ নভেম্বর ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হবে। প্রথম টেস্ট হবে পার্থে। দ্বিতীয় টেস্ট কাফেলা অ্যাডিলেড, তৃতীয়টি ব্রিসবেন আর চতুর্থ টেস্ট হবে মেলবোর্ন। পঞ্চম টেস্ট হবে সিডনিতে। 

আরও পড়ুন- হারের পরেই ধাক্কা বাংলাদেশের! বিশ্ববিখ্যাত ক্রিকেটারকে বাদ দেওয়ার পথে টাইগার শিবির

বর্তমানে ভারত বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে। গত বৃহস্পতিবার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছিল। রবিবার ভারতের ২৮০ রানে জয়ের মধ্যে দিয়ে প্রথম টেস্ট শেষ হয়েছে। পরের অর্থাৎ দ্বিতীয় তথা শেষ টেস্ট হবে কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে। প্রথম টেস্টেও বুমরা বোলিংয়ে কামাল করেছেন। যার ফলে, তাঁর ৩৭ ম্যাচে টেস্ট উইকেট সংগ্রহের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৪। 

 

 

Steve Smith Test cricket Indian Cricket Team Jasprit Bumrah
Advertisment