নেটে ফিরছেন জসপ্রীত বুমরা। বিরাট কোহলিদের বল করবেন তিনি। আগামী ১৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশাখাপত্তনমে দ্বিতীয় ওয়ানডে খেলবে ভারত। তাঁর আগে নেটে বল করবেন বিশ্বের এক নম্বর পেসার বুমরা।
বিসিসিআইয়ের রিহ্য়াবিলিটেশন প্রোগ্রামের নিয়ম মেনেই বুমরাকে নেটে বল করতে হবে। ঠিক যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে ইন্দোর টেস্টের আগে নেটে বল করেছিলেন ভুবনেশ্বর কুমার।
আরও পড়ুন-উইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যেতে পারেন ভুবনেশ্বর কুমার: রিপোর্ট
চোটের জন্য় দীর্ঘদিন মাঠের বাইরে বুমরা। বিশ্বকাপের পর তাঁর পিঠে লোয়ার স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে। এরপর অস্ত্রোপচার হয় তাঁর। গত সেপ্টেম্বরে বুমরা শেষবার ভারতের হয়ে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। টিম ম্য়ানেজমেন্ট চাইছে আগামী বছর বুমরাকে নিয়েই নিউজিল্য়ান্ডে উড়ে যেতে। তার আগেই বুমরা ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছেন।
সংবাদসংস্থা পিটিআই-কে বোর্ডের এক সূত্র জানিয়েছে, "নিয়ম মেনেই বুমরাকে নেট সেশন করতে হবে। টিম ম্য়ানেজমেন্ট কিন্তু ইন্দোরে বাংলাদেশ টেস্টের সময় ভুবনেশ্বর কুমারের ফিটনেসও পরখ করে দেখেছিল। টিম তাঁর ব্য়াপারে একশ শতাংশ নিশ্চিত হওয়ার পরেই উইন্ডিজ সিরিজে তাঁকে দলে নেয়। একই ভাবে বুমরাকেও দেখা হবে। প্রথা হয়ে গিয়েছে এখন। বিষয়টা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য়। এই সিস্টেমে একটা প্লেয়ার যখন চোট সারিয়ে ওঠার পথে থাকে তখন তাঁকে দলের ফিজিও (নীতিন প্য়াটেল) ও ট্রেনার (নিক ওয়েব) পরীক্ষা করেন। নেটে বোলিং করলে সেটা বোঝা যায়।"
আরও পড়ুন-মুম্বইয়ে অনুশীলন শুরু করলেন বুমরা
জাতীয় দলের দুই স্টার ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া ও বুমরা এই মুহূর্তে অস্ত্রোপচারের পর বিসিসিআইয়ের তত্ত্বাবধানে মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে প্র্য়াকটিস করছেন। আগামী বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে বুমরার প্রত্য়াবর্তনের কোনও সম্ভাবনা নেই। তিনি একেবারে রঞ্জিতে একটি ম্য়াচ খেলেই নিউজিল্য়ান্ডের বিমান ধরবেন। মনে করা হচ্ছে বুমরা ভারতীয় এ দলের হয়ে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে খেলে নিজেকে ঝালিয়ে নেবেন।