বৃহস্পতিবার সরকারিভাবে ভারতের টেস্ট ক্যাপ্টেন হয়ে গেলেন জসপ্রীত বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে নেতৃত্বে অভিষেক ঘটাচ্ছেন বুমরা। চলতি বছরেই লিডারশিপ গ্রুপে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছিল বুমরাকে।
রোহিত করোনা আক্রান্ত হওয়ার পরে বুমরাই নেতা হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। প্ৰথমে টিম ম্যানেজমেন্ট ভেবেছিল নির্দিষ্ট সময়ের আগেই রোহিত সুস্থ হয়ে উঠবেন। তবে রোহিত পুনরায় করোনা টেস্টে পজিটিভ হওয়ার পরে বুমরার নেতা হওয়ার কথা ঘোষণা করে দেওয়া হয় টেস্ট শুরুর একদিন আগে।
আরও পড়ুন: রোহিত নেই সিরিজ জয়ের ইংল্যান্ড টেস্টে! ভারতীয় এগারোয় থাকছে চমকের ফোয়ারা
এর আগে দক্ষিণ আফ্রিকা ট্যুরে কেএল রাহুল ক্যাপ্টেন হয়েছিলেন। তাঁর ডেপুটি হিসাবে বাছা হয় বুমরাকে। সেই সফরে ওয়ানডে সিরিজেও ভাইস ক্যাপ্টেন হন তারকা পেসার। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজেও কেএল রাহুল ছিটকে যাওয়ার পর রোহিত শর্মার সহ অধিনায়ক হন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে রোহিত শর্মাকে নেতা ধরে কেএল রাহুলকে ডেপুটি বানিয়ে দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। তবে রাহুল চোটের কারণে ছিটকে যান সফর শুরুর আগেই। ২০১৮-য় কোহলির নেতৃত্বে জাতীয় টেস্ট দলে অভিষেক ঘটানো তারকা ভারতের ৩৬তম টেস্ট ক্যাপ্টেন। ৩৫ বছর পর এই প্ৰথমবার কোনও পেসার জাতীয় টেস্ট দলের অধিনায়ক হচ্ছেন। এর আগে শেষবার টেস্ট দলের কোনও সিমার-ক্যাপ্টেনের মুকুট পেয়েছিলেন কপিল দেব, ১৯৮৭-তে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভাইস ক্যাপ্টেন হচ্ছেন ঋষভ পন্থ। যিনি এই প্ৰথমবার টেস্টের লিডারশিপ গ্রুপে ঢুকলেন। তিনি এর আগে টিম ইন্ডিয়ার পাঁচটি টি২০-তে অধিনায়কত্ব করেছিলেন। গত দক্ষিণ আফ্রিকা সিরিজেই।
গত বছর পাঁচ টেস্টের সিরিজ করোনার ছোবলে চার টেস্টে দাঁড়িয়েছিল। স্থগিত হয়ে যাওয়া সেই টেস্টই এবার খেলা হবে ১ জুলাই থেকে এজবাস্টনে। এই মুহূর্তে স্থগিত হয়ে যাওয়া সিরিজে ভারত এগিয়ে রয়েছে ২-১ ফলাফলে। এজবাস্টনে সিরিজ জিতে ভারত সিরিজের স্কোরলাইন ৩-১ করতে বদ্ধপরিকর।