Jasprit Bumrah & Sanjana Ganesan: 'জসপ্রীত বুমরাহ সুস্থ, এনসিএতে ট্রেনিং করছেন', জানালেন স্ত্রী সঞ্জনা গণেশন

Champions Trophy-India: জসপ্রীত বুমরা ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে না থাকায় বাকি দলগুলো, 'খুব খুশি'। এমনটাই জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jasprit Bumrah: জসপ্রীত বুমরা

Jasprit Bumrah: জসপ্রীত বুমরা। (ফাইল ছবি)

Champions Trophy-India: ভারতীয় পেসার জসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ায় ভারত বড় ধাক্কা খেয়েছে। তাঁর স্ত্রী তথা স্পোর্টস প্রেজেন্টার সঞ্জনা গণেশন জানিয়েছেন যে বুমরা বর্তমানে ভালো আছেন। আর, বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) ট্রেনিং করছেন। বাংলাদেশের প্রেজেন্টার মেহেদি হাসান মিরাজ তাঁকে প্রশ্ন করেছিলেন, 'বুমরা কেমন আছেন?' জবাবে সঞ্জনা বলেন, 'ও ঠিক আছে, এনসিএতে ট্রেনিং করছে।'

Advertisment

৩১ বছর বয়সি বুমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম টেস্টে খেলার সময় পিঠে চোট পান। ওই ম্যাচে প্রাথমিক স্কোয়াডে তাঁর নাম থাকলেও শেষ মুহূর্তে চোটের জন্য হর্ষিত রানাকে তার বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়। ২০২৪ সালে দুর্দান্ত ফর্মে থাকা বুমরা ২১ ম্যাচে ৮৬টি উইকেট নিয়েছিলেন এবং আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ও 'টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার' পুরস্কার জিতেছিলেন।

বাংলাদেশি ক্রিকেটারের প্রতিক্রিয়া

মিরাজ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, 'ও একেবারে অন্য ধরনের বোলার। অত্যন্ত বিপজ্জনক বোলার। যাইহোক! ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে নেই। এতে আমরা খুব খুশি। সবাই ওঁকে সম্মান করে। আমিও ওঁর বলে দু'বার আউট হয়েছি। ও এখন আরও অনেক উন্নতি করেছে। দুই দিকেই বল সুইং করাতে পারে।'

Advertisment

বুমরা এর আগেও চোট পেয়েছিলেন। সেই সময়ও তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই ছিলেন। সংবাদ সংস্থার তরফে দাবি করা হয়েছে, বুমরা নাকি এবার এনসিএ-তে সেরে উঠেছেন। তিনি স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ রজনীকান্ত ও ফিজিও তুলসীর অধীনে তাঁর সেরে ওঠার কোর্স শেষ করেছেন। কিন্তু, তাঁর ম্যাচ ফিটনেস নিয়ে এখনও সন্দেহ রয়েছে। সেই ব্যাপারে নিশ্চিত হতে চান নির্বাচকরা। সেটা নিশ্চিত না হয়ে বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিতে তাঁরা ভরসা পাননি।

আরও পড়ুন- ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১১,০০০ রানের তালিকায় দ্বিতীয়, বিরাট সাফল্য রোহিতের

বুমরার স্ত্রী চ্যাম্পিয়ন্স ট্রফির ব্রডকাস্ট দলের সদস্য। আইসিসির বিচারে একনম্বর বোলার বুমরার চোট সম্পর্কে সামনে পেয়ে তাই বুমরার স্ত্রীর কাছেই তাঁর স্বামীর ব্যাপারে জানতে চেয়েছিলেন মিরাজ। বুমরার প্রসঙ্গে বৃহস্পতিবার মুখ খুলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। তিনি বলেন, 'সব সময় সবাইকে পাওয়া সম্ভব না। তবে আমি মনে করি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে দল খেলছে, সেই দলের মানও যথেষ্ট ভালো। দলের খেলোয়াড়দের টেকনিকের গভীরতা এবং অভিজ্ঞতা আছে। যা আমাদের আত্মবিশ্বাস অর্জনে সাহায্য করবে। আমাদের পরিকল্পনা রূপায়ণ করতেও সহায়ক হবে।' 

Champions Trophy ODI Cricket News Indian Cricket Team Jasprit Bumrah Team-India Team India