আমিও ব্যাটিং পারি! হার্দিকের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে বেলাগাম উনাদকাট

হার্দিক পান্ডিয়ার বিকল্প খোঁজার কাজ শুরু হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ায়। অনেকেই ভেঙ্কটেশ আইয়ারকে হার্দিকের উত্তরসূরি বাছছেন।

হার্দিক পান্ডিয়ার বিকল্প খোঁজার কাজ শুরু হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ায়। অনেকেই ভেঙ্কটেশ আইয়ারকে হার্দিকের উত্তরসূরি বাছছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আরও একবার নির্বাচকদের কাছে ব্রাত্য হতে হল সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাটকে। ঘরোয়া ক্রিকেটে টানা পারফর্ম করে গেলেও উনাদকাট নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০, টেস্ট সিরিজ তো বটেই দক্ষিণ আফ্রিকা সফররত ভারতীয়-এ দলের স্কোয়াডেও জায়গা পেলেন না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং টি২০ সিরিজে একাধিক তারকা বিশ্রামে থাকলেও শিকে ছেঁড়েনি উনাদকাটের।

Advertisment

তারপরেই টুইটারে শ্লেষাত্মক পোস্ট করতে বাধ্য হলেন জয়দেব উনাদকাট। শুক্রবার তারকা ক্রিকেটার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নিজের ব্যাটিংয়ের ভিডিও পোস্ট করেন। তারপরেই আলোচনা শুরু হয় ভারতীয় ক্রিকেট মহলে।

আরও পড়ুন: টেস্ট দলে থেকে সরাসরি বাদ বিহারি! দল ঘোষণার দিনেই প্রকাশ্যে জানা গেল কারণ

নিজের দুরন্ত ব্যাটিংয়ের ভিডিও পোস্ট করে বাঁ হাতি পেসার ইঙ্গিতবাহী ক্যাপশনে লেখেন, "আরও একজন পেস বোলার যে ব্যাটটাও করতে পারে।" তারপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় উনাদকাটের সেই পোস্ট। ইঙ্গিতববাহী পোস্টে জাতীয় দলের নির্বাচকদের একহাত নিয়েছেন তারকা, এমনটাই মনে করছে ক্রিকেট মহল।

Advertisment

বর্তমানে টিম ইন্ডিয়ায় একজনও পেসার অলরাউন্ডার নেই। বিশ্বকাপে হার্দিক পান্ডিয়াকে নিয়ে যাওয়া হলেও শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন তারকা। বোলিং নিয়ে সংশয় তো বটেই, ব্যাট হাতেও চূড়ান্ত ব্যর্থ তিনি।

তাই আপাতত হার্দিককে ছেঁটে ফেলে নতুন সিমার অলরাউন্ডার খোঁজার চেষ্টা চলছে ভারতীয় ক্রিকেটে। কেকেআরের হয়ে দুরন্ত খেলা ভেঙ্কটেশ আইয়ারকে হার্দিকের বিকল্প ভাবা শুরু হয়ে গিয়েছে। যদিও তিনি এখনও আন্তর্জাতিক স্তরে সেভাবে পরীক্ষিত নন। এর আগে বিজয় শঙ্কর কিংবা শিবম দুবেকে খেলানো হলেও, আন্তর্জাতিক স্তরে ব্যর্থ হয়েছেন দুজনে।

আরও পড়ুন: দুটো বাউন্স খাওয়া বলেও ছক্কা! ওয়ার্নারের কাণ্ড দেখে মেজাজ হারালেন গম্ভীর

তাই নির্বাচকদের মাথাব্যথা আপাতত পেসার-অলরাউন্ডারের জন্য। এমন অবস্থায় জয়দেব উনাদকাট যেন নির্বাচকদের মনে করিয়ে দিতে চাইলেন, হার্দিকের বিকল্প হিসেবে আমাকেও ভাবা যেতে পারে। কারণ- আমিও অল্পস্বল্প ব্যাট করতে পারি! নির্বাচকরা এই টুইটে নজর দেবেন? সেটাই আপাতত দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Hardik Pandya Indian Cricket Team