/indian-express-bangla/media/media_files/2025/07/17/lords-cricket-ground-2025-07-17-08-37-39.jpg)
Lord's Cricket Ground: লর্ডসে ঢুকতে গিয়ে বাধা, চরম অপমানিত টিম ইন্ডিয়ার তারকা
Jitesh Sharma news: লন্ডনের বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's Cricket Ground) ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত তৃতীয় টেস্ট (IND vs ENG 3rd Test Match) ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভিডিওতে দাবি করা হয়েছে, ভারতীয় ক্রিকেটার জিতেশ শর্মাকে (Jitesh Sharma) মাঠে ঢুকতে দেওয়া হয়নি। নিরাপত্তারক্ষীরা নাকি তাঁকে চিনতেই পারেননি। ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, জিতেশ বারবার নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করেন, কিন্তু নিরাপত্তারক্ষীরা কিছুতেই তা মানতে চাননি।
ভিডিওতে দেখা যায়, প্রাক্তন ভারতীয় উইকেটকিপার দীনেশ কার্তিকও (Dinesh Karthik) ঘটনাস্থলে ছিলেন, যিনি তখন কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন। দাবি করা হয়েছে, জিতেশ তাঁকে ডাকলেও দীনেশ শুনতে পাননি। পরে জিতেশ তাঁকে ফোন করেন, এবং তারপরই তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
These are some issues with social media that a lot face
— DK (@DineshKarthik) July 16, 2025
I invited jitesh to the comm box , he had come , and I came and met him down and took him to the comm box and he met everyone there
Btw this is below the media center , not the entrance to the ground 😊 https://t.co/Z22AAyp3CN
তবে পুরো ঘটনার এক ভিন্ন দিক সামনে এসেছে, যা শুনলে আপনিও বলবেন, ইন্টারনেটে দেখা সব কিছু সত্যি নয়। এই ভাইরাল ভিডিও ও গুজব নিয়ে নিজেই মুখ খুলেছেন দীনেশ কার্তিক। তিনি স্পষ্ট করেছেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় এ ধরনের জিনিস হামেশাই ঘটে। আমি-ই জিতেশকে কমেন্ট্রি বক্সে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমি নিচে গিয়ে ওঁর সঙ্গে দেখা করি এবং তারপর ওঁকে উপরে কমেন্ট্রি বক্সে নিয়ে আসি, যেখানে ও বাকিদের সঙ্গে দেখা করে। ভিডিওতে যে জায়গাটা দেখানো হয়েছে সেটা মূল গেট নয়, ওটা মিডিয়া সেন্টারের নিচের অংশ।’’
আরও পড়ুন 'কাল রাতে আসবে?', মাঝরাতে তরুণীর সঙ্গে চ্যাট, হাতেনাতে ধরা পড়লেন টিম ইন্ডিয়ার তারকা
কে এই জিতেশ শর্মা?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথমবার আইপিএল ট্রফি জেতাতে জিতেশ শর্মার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। এই উইকেটকিপার-ব্যাটার আগে পাঞ্জাব কিংসের সদস্য ছিলেন। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে অভিষেক করেন জিতেশ এবং এখনও পর্যন্ত তিনি ৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তবে এখনও পর্যন্ত তাঁর ওয়ানডে বা টেস্টে অভিষেক হয়নি।
আরও পড়ুন বিলেতে বিদেশিনীর সঙ্গে ঘুরছেন রবি শাস্ত্রী! কে এই রহস্যময়ী, জানলে চমকে যাবেন