New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/16/ravindra-jadeja-sarah-taylor-2025-07-16-21-10-13.jpg)
Ravindra Jadeja-Sarah Taylor: সারা টেলরের সঙ্গে জাডেজার লেট নাইট চ্যাট ঘিরে বিতর্ক
Ravindra Jadeja Sarah Taylor viral chat: ২০১৪ সালে রবীন্দ্র জাডেজা তাঁর খেলার জন্য নয়, বরং এই মাঝরাতের মেসেজ বিতর্কের জন্য খবরের শিরোনামে চলে আসেন। ইংল্যান্ডের প্রাক্তন মহিলা উইকেটকিপার সারা টেলরের মধ্যের এক মাঝরাতের ভাইরাল চ্যাট ঘিরে।
Ravindra Jadeja-Sarah Taylor: সারা টেলরের সঙ্গে জাডেজার লেট নাইট চ্যাট ঘিরে বিতর্ক
Sarah Taylor Jadeja late night chat: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে (IND vs ENG 3rd Test Match) রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) একাই লড়াই চালিয়ে গিয়েছিলেন জয়ের জন্য। লর্ডস টেস্টের চতুর্থ ইনিংসে ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতের টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। কিন্তু একপাশে অনড় ছিলেন জাডেজা। শেষ পর্যন্ত অপরাজিত থেকে গিয়েছিলেন, যদিও অপর প্রান্ত থেকে কোনও যোগ্য সঙ্গ পাননি। ফলস্বরূপ ভারত ২২ রানে ম্যাচ হেরে যায়, কিন্তু জাডেজার নাছোড় ব্যাটিং কোটি ভক্তের মন জয় করে নেয়।
তবে জাডেজার আরেকটি ঘটনা আজও অনেকে মনে করেন, যা মাঠের পারফরম্যান্স নয়, বরং তাঁর ও ইংল্যান্ডের প্রাক্তন মহিলা উইকেটকিপার সারা টেলরের মধ্যের এক মাঝরাতের ভাইরাল চ্যাট।
২০১৪ সালে রবীন্দ্র জাডেজা তাঁর খেলার জন্য নয়, বরং এই মাঝরাতের মেসেজ বিতর্কের জন্য খবরের শিরোনামে চলে আসেন। ঘটনাটি ২০১৪ পুরুষ ও মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ের। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় পুরুষ দল ফাইনালে পৌঁছেছিল, আর অন্যদিকে ইংল্যান্ড মহিলা দলও ফাইনালে খেলছিল। সেই দলের উইকেটকিপার ছিলেন সারা টেলর।
আরও পড়ুন লর্ডসে 'স্যার' জাদেজার টপ ক্লাস ব্য়াটিং, ভাঙলেন ৯৩ বছরের পুরনো রেকর্ড!
৭ এপ্রিল ২০১৪, রাতের ঘটনা। সারা টেলরকে টুইটারে (এখন এক্স) একটি ব্যক্তিগত মেসেজ পাঠিয়েছিলেন জাডেজা। সমস্যার জায়গা ছিল, জাডেজা সরাসরি সারা টেলারকে ফলো করতেন না, তাই সেই মেসেজ পাবলিক টাইমলাইনে দৃশ্যমান হয়ে যায়। তারপর যা হওয়ার তাই! সারা একের পর এক উত্তর দিতে থাকেন, আর রাত সাড়ে বারোটা থেকে প্রায় দেড় ঘণ্টায় এক ডজনেরও বেশি রিপ্লাই জাডেজাকে করে ফেলেন! সব মেসেজেই জাডেজাকে ট্যাগ করা থাকায় পুরো গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন অবসর নিচ্ছেন জাডেজা! কেক কেটে জাড্ডুকে রিটায়ারমেন্টের শুভেচ্ছা বুমরাহ-পন্থের
একটি মেসেজে সারা লিখেছিলেন, ‘কাল রাতে তুমি আসবে...’ আরেকটিতে বলেছিলেন, ‘সকাল ১০টায় পুলে দেখা হবে।’ এরপর দুজনের কথোপকথন নিয়ে চর্চা শুরু হয় চারিদিকে। যদিও পরের দিকে দুজনে আর এই নিয়ে কোনও মন্তব্য করেননি, তবে ক্রিকেট দুনিয়ায় এই মজার গল্প আজও চর্চিত।