প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১ শতরান আকমলের, বিরল নজির পাক কিপারের

পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে ফয়সলাবাদ নর্দার্নের বিপক্ষে খেলতে নেমে কামরান সেন্ট্রাল পাঞ্জাবের জার্সিতে করেছেন ১৫৭ রান (১৭০)।অ্যাডাম গিলক্রিস্টের সংগ্রহে ২৯ শতরান।

পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে ফয়সলাবাদ নর্দার্নের বিপক্ষে খেলতে নেমে কামরান সেন্ট্রাল পাঞ্জাবের জার্সিতে করেছেন ১৫৭ রান (১৭০)।অ্যাডাম গিলক্রিস্টের সংগ্রহে ২৯ শতরান।

author-image
IE Bangla Web Desk
New Update
Kamran Akmal

কামরান আকমলের বিরল নজির (টুইটার)

পাকিস্তান জাতীয় দল থেকে একপ্রকার ব্রাত্য়। আড়াই বছর খেলেননি জাতীয় দলের জার্সিতে। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে চলেছেন পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে ফয়সালাবাদে নর্দানের বিপক্ষে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খেলতে নেমেছিলেন কামরান আকমল। সেখানেই সেঞ্চুরি হাকিয়ে ধোনি, গিলক্রিস্টদের মতো মহাতারকা উইকেটরক্ষক ব্যাটসম্য়ানদের পিছনে ফেললেন তিনি।

Advertisment

শতরান করার ফলে প্রথম শ্রেণির ক্রিকেটে আকমলের শতরানের সংখ্যা দাঁড়াল ৩১। প্রথম শ্রেণির ক্রিকেটে এত সংখ্যক সেঞ্চুরি কারোর নেই। তিনিই প্রথম এশিয়ান উইকেট রক্ষক ব্যাটসম্যান যাঁর সংগ্রহে রয়েছে তিরিশটারও বেশি প্রথম শ্রেণির শতরান। ক্রিকেট দুনিয়ায় সর্বকালের বিচারে অবশ্য তিনি দ্বিতীয়। তালিকায় প্রথমে রয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান লেম অ্যামিস। যিনি প্রথম শ্রেণির ক্রিকেটেই ৫৬টি শতরান হাকিয়েছিলেন।

আরও পড়ুন কানাডার লিগে ফিক্সিংয়ের অভিযোগ আকমলের! নজরে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার

৩১ সেঞ্চুরি করে তার পরেই রয়েছেন কামরান আকমল। দুজনের মধ্যে যদিও ব্যবধান বিস্তর। এখনও ২৫টি শতরানে পিছিয়ে রয়েছেন আকমল। অ্যাডাম গিলক্রিস্টের সংগ্রহে ২৯ শতরান। ইংল্যান্ডের অন্য এক উইকেটরক্ষক ব্যাটসম্যান জিম পার্কের দখলে ২৭ সেঞ্চুরি। পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে ফয়সলাবাদ নর্দার্নের বিপক্ষে খেলতে নেমে কামরান সেন্ট্রাল পাঞ্জাবের জার্সিতে করেছেন ১৫৭ রান (১৭০)। নিজের সাজানো ইনিংসে বাউন্ডারি মেরেছেন ১২টি। পাঞ্জাবের জার্সিতে শতরান করেছেন আজাহার আলিও। তিনি ১১০ করেছেন।

Advertisment

আরও পড়ুন ইন্দো-পাক ম্যাচে ফিক্সিংয়ের ছায়া, আকমলকে পিসিবি-র সমন

জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন সুযোগ না পেলেও, পাক নির্বাচকদের নজরে রয়েছেন আকমল। সাম্প্রতিককালে সরফরাজের পারফরম্যান্স সমালোচিত হয়েছে। তাঁকে বাদ দেওয়ার কথাও বলেছেন অনেকে। এমন অবস্থায় ফের একবার পারফরম্যান্সের জেরে পাকিস্তানের জাতীয় দলে খেলতে দেখা যেতে পারে কামরানকে।

Read the full article in ENGLISH

cricket pakistan