Advertisment

শাস্ত্রীকে নিয়ে কোহলির মন্তব্যকে সম্মান করেন কপিল

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি সাফ জানিয়ে দিয়েছিলেন যে, কোচ হিসেবে রবি শাস্ত্রীকেই তাঁর পছন্দ। তাঁকে পেলেই দল খুশি থাকবে।

author-image
IE Bangla Web Desk
New Update
KAPIL DEV, BAICHUNG BHUTIA AND SUNIL CHHETRI

ইস্টবেঙ্গলের শতবার্ষিকী অনুষ্ঠানে বাইচুং ভুটিয়া এবং সুনীল ছেত্রীর সঙ্গে বিশ্বকাপজয়ী কপিল দেব (এক্সপ্রেস ফোটো, শশী ঘোষ)

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি সাফ জানিয়ে দিয়েছিলেন যে, কোচ হিসেবে রবি শাস্ত্রীকেই তাঁর পছন্দ। তাঁকে পেলেই দল খুশি থাকবে। তারই পরিপ্রেক্ষিতে এবার কপিল দেব মুখ খুললেন শহরে এসে।

Advertisment

১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের শতবার্ষিকী অনুষ্ঠানে শহরে এসেছেন। এদিন বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন তিনি। শাস্ত্রীকে নিয়ে কোহলির মন্তব্যের প্রসঙ্গে হরিয়ানা হ্যারিকেন বললেন, "কোহলির মন্তব্যের প্রতি আমি শ্রদ্ধাশীল। দেখতে গেলে সকলের মন্তব্যকেই আমি শ্রদ্ধা করি।" কপিলের থেকে জানতে চাওয়া হয়, কোচ বেছে নেওয়ার কাজটা কি কঠিন হতে চলেছে? কপিলের উত্তর, "একদমই নয়, নিজের কাজটা দায়িত্ব নিয়ে করলে কখনই কঠিন নয়।"

KAPIL DEV, SOURAV GANGULY AND SOUMITRA শতবার্ষিকী মঞ্চে কপিল দেবের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (এক্সপ্রেস ফোটো, শশী ঘোষ)

আরও পড়ুন ইস্টবেঙ্গলের জন্মদিনে ফ্য়ানেরাই স্টার, ক্লাব দেখল আবেগের লাল-হলুদ সুনামি

ফিরে দেখা ১৯২০, ইস্টবেঙ্গলের ইতিহাসে কারা ছিলেন ক্লাবের প্রাণপুরুষ?

কেন ইস্টবেঙ্গলের জার্সির রং লাল-হলুদ?

কিছুদিন আগেই নিয়োগ কমিটির সদস্য অংশুমান গায়কোয়াড় সাফ জানিয়ছিলেন যে, কোনওরকম পক্ষপাতিত্ব ছাড়াই তাঁরা টিম ইন্ডিয়ার হেডস্যার বেছে নেবেন। সেখানে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির পছন্দও প্রাধান্য পাবে না। ভারতের প্রাক্তন ওপেনার জানান,“বিরাট কোহলি বা কে কী বলছে এসব ভাবার কোনও প্রশ্নই নেই। ভারতের মহিলা দলের কোচ হিসেবে ডব্লিউভি রমনকে বেছে নেওয়ার আগেও অনেক বিতর্ক হয়েছিল। কিন্তু আমরা কারোর মন্তব্য শুনিনি। বিরাটকে তাঁর পছন্দের কোচের কথা জানতে চাওয়া হয়েছিল, ও রবি শাস্ত্রীর নাম বলেছে। সেখানে আমাদের কিছু করার নেই। আমরা মুক্ত মনে এবং নিরপেক্ষ ভাবেই কোচ বেছে নেব।” গায়কোয়াড় আরও জানিয়েছেন যে, বিসিসিআই-এর নির্দেশ মেনেই তাঁর কোচ বাছবেন। এ প্রসঙ্গে তাঁর সংযোজন, "আমি এবং কপিল দু’জনেই অতীতে কোচিং করিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ম্যান ম্যানেজমেন্ট ও টেকনিক্যাল দক্ষতা।"

East Bengal Kolkata Football
Advertisment