Karun Nair Crying: বাদ পড়ে কেরিয়ারই শেষ! কান্নায় ভেঙে পড়লেন টিম ইন্ডিয়ার তারকা, শান্ত করছেন রাহুল

Karun Nair Crying Video: সোশ্যাল মিডিয়ায় করুণের একটি ছবি জোর ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি হাউহাউ করে কাঁদছেন। করুণকে তাঁর বন্ধু কেএল রাহুল চুপ করাচ্ছেন

Karun Nair Crying Video: সোশ্যাল মিডিয়ায় করুণের একটি ছবি জোর ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি হাউহাউ করে কাঁদছেন। করুণকে তাঁর বন্ধু কেএল রাহুল চুপ করাচ্ছেন

author-image
IE Bangla Sports Desk
New Update
Karun Nair and KL Rahul

করুণ নায়ার এবং কেএল রাহুল

IND vs ENG 4th Test Match: ভারত এবং ইংল্যান্ডের মধ্য়ে আয়োজিত চতুর্থ টেস্ট ম্য়াচটি ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে তিনটে বড় পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে। লাগাতার ৬ ইনিংসে ফ্লপ হওয়ার পর বাদের খাতায় পড়েছেন করুণ নায়ার (Karun Nair)। সেই জায়গায় টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পেয়েছেন সাই সুদর্শন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দেখা যাচ্ছিল, করুণ নায়ার হাউহাউ করে কাঁদছেন। আর কেএল রাহুল (KL Rahul) সামলাচ্ছেন করুণকে। এই ছবিটা দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো আবেগে ভাসতে শুরু করেছেন।

Advertisment

কেঁদে ভাসালেন করুণ নায়ার

প্রায় ৮ বছর পর ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করেছিলেন করুণ নায়ার। তাঁর থেকে টিম ইন্ডিয়ার সমর্থকদেরও যথেষ্ট প্রত্যাশা ছিল। যদি প্রথম ৩ ম্য়াচে লাগাতার সুযোগ পেয়েও ব্যাট হাতে একেবারে নজর কাড়তে পারেননি। বেশ কয়েকটা ইনিংসে করুণ শুরুটা বেশ ভাল করলেও, বড় রান করতে পারেননি। ৬ ইনিংসে করুণের ব্যাট থেকে মাত্র ১৩১ রান করেছিল। সর্বাধিক স্কোর ৪০ রান। প্রত্যেকবার করুণকে বেশ ভাল ছন্দে দেখতে পাওয়া যাচ্ছিল। তাঁর ব্যাট থেকে বেশ কয়েকটা নজরকাড়া শটও বেরিয়ে আসে। কিন্তু, প্রতিবারই তিনি নিজের উইকেটটা কার্যত উপহার দিয়ে চলে আসছিলেন। আর সেই কারণেই তাঁকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। 

Advertisment

IND vs ENG 4th Test Match: অসহ্য যন্ত্রণা চেপে ৫ রেকর্ড ঋষভের, ভাঙলেন রথী-মহারথীদের কীর্তি!

সোশ্যাল মিডিয়ায় করুণের একটি ছবি জোর ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি হাউহাউ করে কাঁদছেন। করুণকে তাঁর বন্ধু কেএল রাহুল চুপ করাচ্ছেন। কিছু একটা বোঝানোর চেষ্টাও করেছেন। করুণের এই অবস্থা দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকরাও রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন। অনেকে আবার বলতে শুরু করেছেন, করুণ নায়ার হয়ত অবসর গ্রহণ করতে চলেছেন। সেকারণে হয়ত চোখের জল ধরে রাখতে পারেননি।

IND vs ENG 4th Test: লর্ডসের ছায়া ওল্ড ট্রাফোর্ডেও, ডাকেটের সঙ্গে সিরাজের ঝামেলা থামছেই না, আগুনে Video Viral

৮ বছর পর হয়েছিল কামব্যাক

২০১৭ সালে করুণ নায়ার ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর ভারতীয় ক্রিকেট দল থেকে তাঁকে বের করে দেওয়া হয়। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্য়ান্সের জোরে তিনি ৮ বছর পর টিম ইন্ডিয়ায় কামব্যাক করেছিলেন করুণ। হেডিংলেতে আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচে করুণকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছিল। প্রথম ইনিংসে তিনি রানের খাতাই খুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে তিনি ২০ রান করেন। এজবাস্টনে টিম ম্য়ানেজমেন্ট তাঁকে ৩ নম্বর পজিশনে সুযোগ দিয়েছিল। কিন্তু, তিনি বিশেষ নজর কাড়তে পারেননি। লর্ডসে আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচে তিনি ৪০ রান করেছিলেন, আর দ্বিতীয় ইনিংসে ১৪ রানে আউট হয়ে যান।

KL Rahul Karun Nair IND vs ENG 4th Test Match