India Test Team: দীর্ঘ ৮ বছর পর কামব্যাক, টিম ইন্ডিয়ায় ধামাকাদার এন্ট্রি তারকা ক্রিকেটারের

India tour of England 2025: আগামী জুন মাসেই ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এই সফরের জন্য শনিবার (২৪ মে) ঘোষণা করা হল টিম ইন্ডিয়ার স্কোয়াড।

India tour of England 2025: আগামী জুন মাসেই ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এই সফরের জন্য শনিবার (২৪ মে) ঘোষণা করা হল টিম ইন্ডিয়ার স্কোয়াড।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hayley Jensen Retirement

অবসর গ্রহণ করলেন নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেটার হেইলি জেনসেন

Karun Nair Career Stats: আগামী মাসেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। আগামী ২০ জুন থেকে ভারত এবং ইংল্যান্ডের (India vs England) মধ্যে ৫ ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। এই সিরিজের জন্য শনিবারই (২৪ মে) ভারতীয় ক্রিকেট স্কোয়াড (Indian Cricket Team) ঘোষণা করে দেওয়া হয়েছে। ১৮ সদস্যের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন করুণ নায়ারও। প্রসঙ্গত, দীর্ঘ ৮ বছর পর ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করলেন করুণ। ইতিমধ্য়ে তাঁর ৩ বছরের পুরনো একটি টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

Advertisment

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ মার্চ করুণ নায়ার টিম ইন্ডিয়ার হয়ে শেষ টেস্ট ম্য়াচ খেলেছিলেন। ম্য়াচটি ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজন কা হয়েছিল। এরপর থেকে তিনি আর টিম ইন্ডিয়ায় সুযোগ পাননি। মাঝখানে কেটে গিয়েছে অনেকগুলো বছর। অবশেষে আবারও তাঁর সামনে ভারতীয় ক্রিকেট দলের দরজা খুলে গিয়েছে।

ভাইরাল হল পুরনো টুইট

দীর্ঘ ৮ বছর পর যখন করুণ নায়ার ভারতীয় ক্রিকেট দলে আবারও এন্ট্রি নিলেন, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পুরনো টুইট ভাইরাল হতে শুরু করেছে। প্রায় বছর তিনেক আগে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে করুণ এই টুইট করেছিলেন। ২০২২ সালের ১০ ডিসেম্বর করুণ নায়ার একটি টুইট করেছিলেন। সেখানে তিনি লেখেন, 'প্রিয় ক্রিকেট, আমাকে আর একটা সুযোগ দাও।' এবার এই সুযোগটা তিনি কীভাবে কাজে লাগাবেন, সেটাই আপাতত দেখার।

Advertisment

Shubman Gill Test Captain: কেন শুভমানকেই অধিনায়ক বাছলেন আগরকর? সামনে এল আসল কারণ

করুণ নায়ারের ক্রিকেট কেরিয়ার

করুণ নায়ারের ক্রিকেট কেরিয়ার যে বেশ চমকপ্রদ, তা আলাদা করে বলার দরকার নেই। টেস্ট ক্রিকেটে তিনি ৬ ম্য়াচের ৭ ইনিংসে ৩৭৪ রান করেছিলেন। ব্যাটিং গড় ছিল ৬২.৩৩। তিনি সর্বাধিক ৩০৩ রান করেছিলেন। এরমধ্যে একটি দ্বিশতরানও রয়েছে। ওয়ানডে ক্রিকেটে তিনি ২ ম্য়াচে ৪৬ রান করেন। পাশাপাশি আইপিএল টুর্নামেন্টে নায়ার ৮৩ ম্য়াচে ১,৬৫০ রান করেছেন। আইপিএল টুর্নামেন্টে তাঁর স্ট্রাইক রেট ১৩১.০৬। ইতিমধ্যে তিনি ১১ হাফসেঞ্চুরি করেছেন। সর্বাধিক স্কোর ৮৯ রান।

Shreyas Iyer Dropped: আইপিএলে ধুন্ধুমার, অথচ টেস্ট স্কোয়াডে ফক্কা! কেন কপাল খুলল না শ্রেয়সের?

ইংল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের ভারতীয় দল

শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শন, করুণ নায়ার, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।

India vs England Indian Cricket Team Karun Nair