Shreyas Iyer Dropped: আইপিএলে ধুন্ধুমার, অথচ টেস্ট স্কোয়াডে ফক্কা! কেন কপাল খুলল না শ্রেয়সের?

India vs England Test series 2025: আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাননি শ্রেয়স আইয়ার

India vs England Test series 2025: আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাননি শ্রেয়স আইয়ার

author-image
IE Bangla Sports Desk
New Update
Shreyas Iyer (3)

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ খেলবেন না শ্রেয়স আইয়ার

Shreyas Iyer Dropped: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট শেষ হতে না হতেই ইংল্যান্ড সফরের উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় ক্রিকেট দল। আগামী ২০ জুন থেকে ভারত এবং ইংল্যান্ডের (India vs England) মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে। সেকারণে শনিবারই বিসিসিআই ১৮ সদস্যের ভারতীয় ক্রিকেট স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। টিম ইন্ডিয়ার চিফ সিলেক্টর অজিত আগরকর একটি প্রেস কনফারেন্স করে ভারতীয় ক্রিকেট স্কোয়াড ঘোষণা করেছেন।

Advertisment

১৮ সদস্যের এই তরুণ ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব শুভমান গিলের (Shubman Gill) হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে এই দলের সহ অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। ইংল্যান্ড সফরের জন্য যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেখানে জায়গা হয়নি শ্রেয়স আইয়ার এবং মহম্মদ সামির (Mohammad Shami)। কিন্তু, কেন এই ২ ক্রিকেটারকে ভারতীয় স্কোয়াডে সুযোগ দেওয়া হল না? এই ব্যাপারে মুখ খুললেন স্বয়ং আগরকর।

India Test Squad: একা নন সামি, এই ৬ ক্রিকেটারও 'বাদের খাতায়'! দেখে নিন তালিকা

শ্রেয়স এবং সামিকে নিয়ে কী বললেন আগরকর?

Advertisment

শ্রেয়স আইয়ারকে এই স্কোয়াডে না রাখার কারণ অজিত আগরকরকে জিজ্ঞাসা করা হয়। জবাবে তিনি সাংবাদিকদের বলেন, 'ঘরোয়া ক্রিকেটে শ্রেয়স যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছে। এমনকী, একদিনের ক্রিকেটেও ওর পারফরম্য়ান্স যথেষ্ট নজরকাড়া। কিন্তু, আপাতত টেস্ট স্কোয়াডে শ্রেয়সের জন্য় কোনও জায়গা নেই।' পাশাপাশি মহম্মদ সামিকে নিয়ে আগরকর বললেন, 'ওর উপর যতটা ওয়ার্কলোড থাকা উচিত। ততটা আপাতত নেই। আমরা আশা করেছিলাম যে ওকে এই স্কোয়াডে রাখতে পারব। কিন্তু, শেষপর্যন্ত তা সম্ভব হয়নি। আপাতত সামি সম্পূর্ণভাবে ফিট নয়।'

Shubman Gill Test Captain: কেন শুভমানকেই অধিনায়ক বাছলেন আগরকর? সামনে এল আসল কারণ

ইংল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের ভারতীয় দল

শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শন, করুণ নায়ার, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।

Mohammad Shami Shubman Gill India vs England Shreyas Iyer