/indian-express-bangla/media/media_files/2025/04/28/6xphEGbqGaHGou12ZZD4.png)
রজত পতিদারকে রান আউট করলেন করুণ নায়ার
Karun Nair viral Run Out Video: চলতি আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে সুপার সানডে'র (২৭ এপ্রিল) দ্বিতীয় ম্য়াচটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals vs Royal Challengers Bengaluru) মধ্যে আয়োজন করা হয়েছিল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে আরসিবি ব্রিগেড ৬ উইকেটে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে তারা পয়েন্টস টেবিলের শীর্ষস্থানেও উঠে এসেছে।
যদিও এই ম্যাচটি আরও একটি কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আর সেটা হল করুণ নায়ারের ফিল্ডিং। এই ম্য়াচে করুণ ব্যাট হাতে হয়ত খুব বেশি রান (৪) করতে পারেননি। কিন্তু এমন দুর্দান্ত ফিল্ডিং তিনি করেছেন, যা দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকদের 'দিল গার্ডেন গার্ডেন' হয়ে গিয়েছে।
Virat Kohli Orange Cap: রাজধানীতে 'বিরাট' রাজত্ব, জয়ের পাশাপাশি গড়লেন নয়া রেকর্ড
রবিবাসরীয় ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয়লাভ করলেও, শুরুর দিকে তারা যথেষ্ট বেকায়দায় পড়েছিল। একমাত্র বিরাট কোহলি ছাড়া দলের টপ অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সেই তালিকায় নাম রয়েছে আরসিবি অধিনায়ক রজত পতিদারেরও। মাত্র ৬ বলে ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। কিন্তু, তাঁর রান আউট ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
দেখে নিন সেই ভিডিও:
KARUN NAIR SHOWCASES HIS ADROITNESS IN THE FIELD. 🤯👏 pic.twitter.com/C5o7kYxfLw
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 27, 2025
চতুর্থ ওভারে বল করতে এসেছিলেন বাংলার পেস ব্যাটারি মুকেশ কুমার। ওভারের প্রথম বলটাই রজত পতিদার (Rajat Patidar) লেগ সাইডে গ্লান্স করে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন। পরের তিনটে বলে কোনও রান আসেনি। অবশেষে পঞ্চম বলে একটা সিঙ্গল নিয়ে রজত দিক পরিবর্তন করেন। ওভারের শেষ বলে মুকেশ কুমারের সামনে ছিলেন বিরাট কোহলি। শেষ বলটা বিরাট মিড উইকেটের দিকে ঠেলে একটা রান নিতে গিয়েছিলেন। কিন্তু, আচমকাই তিনি রজতকে ফিরে যেতে বলেন।
DC vs RCB Highlights: বিরাট রাজত্বে টলল দিল্লির মসনদ, পয়েন্ট টেবিলের শীর্ষে বেঙ্গালুরু
ততক্ষণে নন স্ট্রাইকার এন্ডে থ্রো করেন করুণ নায়ার। করুণ যে জায়গায় দাঁড়িয়ে ছিলেন, সেখান থেকে একটার বেশি স্টাম্প দেখতে পাওয়া কখনই সম্ভব নয়। আর সেখানেই হয়ে যায় অর্জুনের লক্ষ্যভেদ। রজত পতিদার ক্রিজে ফেরার আগেই জ্বলে ওঠে আলো। ছিটকে যায় স্টাম্প।
আর সেইসঙ্গে মাত্র ২৬ রানে তৃতীয় উইকেট হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। করুণ এই থ্রো নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বইতে শুরু করেছে। অনেকে তো আবার তাঁকে টিম ইন্ডিয়ায় ফেরানোর দাবিও তুলতে শুরু করেছেন।
যাইহোক, ২৬ রানের মধ্যে আরসিবি তিনটে গুরুত্বপূর্ণ উইকেট হারালেও, শেষপর্যন্ত কোনও অসুবিধে হয়নি। কারণ ক্রিজে ছিলেন বিরাট কোহলি এবং ক্রুনাল পান্ডিয়া। বিরাট ৪৭ বলে ৫১ রান করে ফিরে যান। তবে ক্রুনাল ৪৭ বলে অপরাজিত ৭৩ রান করেন। চতুর্থ উইকেটে তাঁদের মধ্যে ১১৯ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। শেষপর্যন্ত ৬ উইকেটে ম্য়াচ জিতে মাঠ ছাড়ে আরসিবি।