Virat Kohli Orange Cap: রাজধানীতে 'বিরাট' রাজত্ব, জয়ের পাশাপাশি গড়লেন নয়া রেকর্ড

Virat Kohli Orange Cap IPL 2025: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৬ উইকেটে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় অর্জন করেছে। পাশাপাশি, এই টুর্নামেন্টে সর্বাধিক রান করার দৌলতে বিরাট কোহলির মাথায় উঠেছে কমলা টুপি। এই সাফল্যে কোহলি সমর্থকরা যারপরনাই খুশি।

Virat Kohli Orange Cap IPL 2025: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৬ উইকেটে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় অর্জন করেছে। পাশাপাশি, এই টুর্নামেন্টে সর্বাধিক রান করার দৌলতে বিরাট কোহলির মাথায় উঠেছে কমলা টুপি। এই সাফল্যে কোহলি সমর্থকরা যারপরনাই খুশি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli IPL Record

কমলা টুপি অর্জন করলেন বিরাট কোহলি

IPL 2025 Orange Cap Holder: রবিবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। এই ম্য়াচে তারা ৬ উইকেটে জয়লাভ করেছে। বিরাট কোহলি (Virat Kohli) ৪৭ বলে ৫১ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিলেন। প্রসঙ্গত, এই নিয়ে তিনি ২০২৫ আইপিএল টুর্নামেন্টে রান তাড়া করতে নেমে চতুর্থবার ৫০+ রান করলেন। পাশাপাশি আরও একটি মাইলফলক অর্জন করেন তিনি। কিং কোহলির মাথায় তুলে দেওয়া হয়েছে কমলা টুপি।

Advertisment

কমলা টুপির অর্থ হল এই মরশুমে এখনও পর্যন্ত সর্বাধিক রানের রেকর্ড তিনি কায়েম করেছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১০ ম্য়াচে বিরাটের ব্যাট থেকে মোট ৪৪৩ রান বেরিয়ে এসেছে। গড় ৬৩.২৮ এবং স্ট্রাইক রেট ১৩৮.৮৭। মজার ব্যাপার হল, রবিবারই লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের হয়ে দুর্ধর্ষ হাফসেঞ্চুরি করেছিলেন সূর্যকুমার যাদব (১০ ম্য়াচে ৪২৭ রান)। ম্য়াচের শেষে তাঁর মাথাতেই তুলে দেওয়া হয়েছিল এই কমলা টুপি। কিন্তু, বিকেল গড়িয়ে রাত হতে না হতেই সেই টুপির মালিকানা বদল হয়ে যায়।

ক্রমতালিকানামদলরানগড়স্ট্রাইক রেট
বিরাট কোহলিআরসিবি৪৪৩৬৩.২৮১৩৮.৮৭
সূর্যকুমার যাদবএমআই৪২৭৬১১৬৯.৪৪
সাই সুদর্শনজিটি৪১৭৫২.১৩১৫২.১৮
নিকোলাস পুরানএলএসজি৪০৪৪৪.৮৮২০৩.০১
মিচেল মার্শএলএসজি৩৭৮৪২১৫৮.৮২
কেএল রাহুলডিসি৩৬৪৬০.৬৬১৪৬.১৮
জস বাটলারজিটি৩৫৬৭১.২১৬৫.৫৮
যশস্বী জয়সওয়ালআরআর৩৫৬৩৯.৫৬১৪৮.৯৫
এইডেন মার্করামএলএসজি৩২৬৩৬.২২১৫০.৯২
১০প্রিয়াংশ আর্যপঞ্জাব কিংস৩২৩৩৫.৮৯২০০.৬২

Advertisment

Virat Kohli on Pahalgam Terror Attack: 'কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই...'. পাহেলগাঁও নারকীয় হত্যাকাণ্ডে ক্ষুব্ধ বিরাট

অন্যতম সেরা জয় - বিরাট কোহলি

ম্যাচের পর বিরাট বললেন, 'এটা আমার কেরিয়ারে অন্যতম সেরা জয়। অন্তত উইকেটের দিকে তাকিয়ে একথা বলা যেতেই পারে। এই উইকেটে বেশ কয়েকটা ম্য়াচ আমরা নজরে রেখেছিলাম। কিন্তু, যা দেখেছি তার থেকে এই উইকেটটা একেবারে আলদা। যখনই রান তাড়া করতে হয়, তখন ডাগ আউটের দিকে আমি বারংবার তাকাই। ম্য়াচে আদৌ রয়েছি কি না, সেটা বুঝতে পারি। আমার ভূমিকা কী হবে, সেটাও স্পষ্ট হয়ে যায়। বুঝতে পারি যে কী ধরনের ইনিংস খেলতে হবে।'

DC vs RCB Highlights: বিরাট রাজত্বে টলল দিল্লির মসনদ, পয়েন্ট টেবিলের শীর্ষে বেঙ্গালুরু

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'এই ম্য়াচে দুর্দান্ত খেলেছেন ক্রুনাল পান্ডিয়া। গোটা ম্য়াচে ও একটা আলাদা ইমপ্যাক্ট তৈরি করেছিল। আমি সবসময় সিঙ্গলস এবং ডাবলসের উপর বেশি করে জোর দিয়েছি। যাতে আমাদের উপর অত্যাধিক চাপ না তৈরি হয়। সমস্যা হল, লোকে এই পার্টনারশিপের কথা ভুলে যায়। ক্রুনালই আমাকে বলেছিল একটা দিক ধরে রাখতে, আর ও মারবে। সেভাবেই আমরা খেলেছি এবং শেষপর্যন্ত জয়লাভ করেছি।'

Virat Kohli Delhi Capitals Royal Challengers Bengaluru IPL 2025