/indian-express-bangla/media/media_files/2025/06/15/UnHZs8zzogqlymnujvMt.jpg)
সানরাইজার্স হায়দরাবাদ দলের মালকিন কাব্যা মারান
Kavya Maran: সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) দলের মালকিন কাব্যা মারানকে নিয়ে সম্প্রতি একটি খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দাবি করা হয়েছে, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কাব্যা। পাত্রের নাম অনিরুদ্ধ রবিচন্দ্র (Anirudh Ravichander)। অনিরুদ্ধ একজন স্বনামধন্য মিউজিক কম্পোজার। এই ব্যাপারে এবার মুখ খুললেন খোদ অনিরুদ্ধ। এই খবরের পিছনে আসল সত্যিটা তিনি ফাঁস করে দিলেন।
সান গোষ্ঠীর মালিক কলানিধি মারানের মেয়ে কাব্যা। আইপিএল নিলাম থেকে দলের প্রত্যেকটা ম্য়াচে তাঁকে ভিআইপি বক্সে দেখতে পাওয়া যায়। ২০২৪ আইপিএল টুর্নামেন্টে রানার্স আপ হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু, এই বছর লিগ পর্ব থেকেই তাদের বিদায় নিতে হয়েছে। কাব্যাকে নিয়ে আলোচনা করতে গেলে সবার আগে একটা কথা বলে রাখা ভাল, ইনস্টাগ্রাম কিংবা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁর কোনও অফিশিয়াল অ্যাকাউন্ট নেই। কেবলমাত্র আইপিএল মরশুমেই তাঁকে দেখতে পাওয়া যায়।
IPL 2024: Sunrisers Hyderabad দলের সিইও কাব্য মারান কতদূর পড়াশোনা করেছেন জানেন?
সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, একটি ডিনার ডেটে নাকি দুজনকে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছে। সূত্রের খবর, কাব্যা এবং অনিরুদ্ধ একে অপরকে ডেট করছেন। আর খুব শীঘ্রই তাঁরা বিয়ে করবেন।
মুখ খুললেন অনিরুদ্ধ
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই গুঞ্জন প্রসঙ্গে এবার মুখ খুললেন দেশের প্রখ্যাত মিউজিক কম্পোজার অনিরুদ্ধ রবিচন্দ্র। এই গোটা বিষয়টাকে তিনি নেহাতই 'গুজব' বলে উড়িয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, 'বিয়ে আহ? LoL... চিল আউট। দয়া করে আপনারা এইসব গুজব ছড়ানো বন্ধ করুন।'
Marriage ah? lol .. Chill out guys 😃 pls stop spreading rumours 🙏🏻
— Anirudh Ravichander (@anirudhofficial) June 14, 2025
কে এই অনিরুদ্ধ রবিচন্দ্র?
দক্ষিণী বিনোদন জগতের একজন প্রখ্যাত মিউজিক কম্পোজার অনিরুদ্ধ। তাঁর বাবা হলেন অভিনেতা রবি রাঘবেন্দ্র এবং মা ধ্রুপদী নৃত্যশিল্পী লক্ষ্মী। সুপারস্টার রজনীকান্তের স্ত্রী লতা হলেন অনিরুদ্ধর মাসি। 'জওয়ান' সিনেমার হাত ধরে অনিরুদ্ধ বলিউডে এন্ট্রি নেন। ইতিপূর্বে, তিনি 'কোলাভরি ডি' গানের সুবাদে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
Kavya Maran: বিপরাজ আউট হতেই উল্লাস, দাঁত-মুখ খিঁচিয়ে এ কী করলেন কাব্যা মারান! ভাইরাল ভিডিও
কাব্যাও তারকার থেকে কোনও অংশে কম নন। আইপিএল টুর্নামেন্ট চলাকালীন তিনি নিয়মিতভাবে সংবাদ শিরোনামে থাকেন। তাঁর একাধিক রিঅ্যাকশন ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকে তো আবার তাঁকে 'ন্যাশনাল ক্রাশ' তকমাও দিয়েছিলেন।