SRH vs HCA: কাব্যা মারানের সানরাইজার্সকে লাগাতার ব্ল্যাকমেল! গ্রেফতার হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি

HCA President Jagan Mohan Rao Arrested: চলতি বছরের মার্চে, আইপিএল চলাকালীন কাব্যা মারানের মালিকানাধীন সানরাইজার্স হায়দরাবাদ HCA-র এই ধারাবাহিক ‘ব্ল্যাকমেলিং’ বন্ধ করতে BCCI এবং IPL পরিচালনা কমিটির কাছে সাহায্য চেয়েছিল।

HCA President Jagan Mohan Rao Arrested: চলতি বছরের মার্চে, আইপিএল চলাকালীন কাব্যা মারানের মালিকানাধীন সানরাইজার্স হায়দরাবাদ HCA-র এই ধারাবাহিক ‘ব্ল্যাকমেলিং’ বন্ধ করতে BCCI এবং IPL পরিচালনা কমিটির কাছে সাহায্য চেয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kavya Maran SRH vs HCA: কাব্যা মারানের টিমকে ভয় দেখিয়ে জেলে ক্রিকেট সংস্থার সভাপতি

Kavya Maran SRH vs HCA: কাব্যা মারানের টিমকে ভয় দেখিয়ে জেলে ক্রিকেট সংস্থার সভাপতি

HCA President Arrested: হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (HCA)-এর সভাপতি এ জগন মোহন রাও এবং আরও চারজনকে তেলেঙ্গানা সিআইডি গ্রেফতার করেছে। জগন মোহন রাও ও বাকি চারজনকে IPL 2025 চলাকালীন সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে তোলা অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার এক শীর্ষ পুলিশ আধিকারিক এই তথ্য জানিয়েছেন। গ্রেফতার হওয়া অন্যান্য আধিকারিকরা হলেন কোষাধ্যক্ষ সি শ্রীনিবাস রাও, সিইও সুনীল কান্তে, মহাসচিব রাজেন্দ্র যাদব এবং তাঁর স্ত্রী জি কবিতা।

Advertisment

এর আগে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি সানরাইজার্স হায়দরাবাদের সেই আবেদনের তদন্তের নির্দেশ দিয়েছিলেন, যেখানে HCA-র পক্ষ থেকে একের পর এক ‘ব্ল্যাকমেলিং কৌশল’ বন্ধ করতে ক্রিকেট প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়েছিল। যদিও ক্রিকেট সংস্থা এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) পরিচালনা কমিটিকে লেখা চিঠিতে সানরাইজার্স হায়দরাবাদ অভিযোগ করেছিল যে HCA ফ্র্যাঞ্চাইজিকে বিনামূল্যে পাস (কমপ্লিমেন্টারি টিকিট) দিতে জোর করে চাপ সৃষ্টি করছে।

আরও পড়ুন বিয়ের পিঁড়িতে বসছেন SRH মালকিন কাব্যা মারান, পাত্র কে জানেন?

Advertisment

চলতি বছরের মার্চে, আইপিএল চলাকালীন কাব্যা মারানের (Kavya Maran) মালিকানাধীন সানরাইজার্স হায়দরাবাদ HCA-র এই ধারাবাহিক ‘ব্ল্যাকমেলিং’ বন্ধ করতে BCCI এবং IPL পরিচালনা কমিটির কাছে সাহায্য চেয়েছিল। হায়দরাবার ক্রিকেট সংস্থা অবশ্য এই সমস্ত অভিযোগ নাকচ করে দিয়েছিল। BCCI-র শীর্ষ কর্তাদের লেখা ইমেলে সানরাইজার্স হায়দরাবাদ জানায়, যদি HCA এইভাবে চাপ সৃষ্টি করতে থাকে, বিশেষ করে বিনামূল্যে পাসের জন্য, তাহলে তারা তাদের হোম ম্যাচ অন্য কোনও রাজ্যে সরিয়ে নিয়ে যেতে পারে।

আরও পড়ুন শুধুমাত্র SRH মালকিন নন, কাব্যা মারানের আসল পরিচয় জানেন? মোট সম্পত্তির পরিমাণই বা কত?

সানরাইজার্স হায়দরাবাদের এক শীর্ষকর্তা লিখেছিলেন, ‘HCA-র ক্রমাগত ব্ল্যাকমেলিং নিয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। বারবার একই ঘটনা ঘটছে, তাই আমার মনে হয় এখনই BCCI এবং IPL পরিচালনা কমিটিকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’ ওই কর্মকর্তা আরও জানান, বিনামূল্যে পাস বিলি নিয়ে ফ্র্যাঞ্চাইজির কাছে স্পষ্টতা থাকা জরুরি। সাধারণত মোট টিকিটের পাঁচ শতাংশ কমপ্লিমেন্টারি পাস হিসেবে দেওয়া হয়।

Sunrisers Hyderabad Kavya Maran